নতুন বছরের শুরুর দিকে অ্যাকশন থ্রিলারধর্মী ‘গোলাপ’ সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন নায়ক নিরব। এবার জানা গেল এই সিনেমায় নিরবের বিপরীতে দেখা যাবে জনপ্রিয় নায়িকা পরীমণিকে।
'গোলাপ’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক নিরব হোসেন। আর এই সিনেমায় পরীমণি অভিনয় করবেন রূপা চরিত্রে। চলচ্চিত্রটির পরিচালক সামছুল হুদা জানান, ৩১ জানুয়ারি পরীর সঙ্গে সিনেমাটি নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নায়ক নিরবের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে পরী লিখেছেন,"গোলাপ 🎬
এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!
বিস্তারিত আসছে……….🌹
Nirab Hossain ❤️"
"গোলাপ" ছবিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এটি একটি অ্যাকশান থ্রিলারধর্মী সিনেমা। অনেকদিন ধরেই এই ধরনের গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছে না। সিনেমার গল্পে রূপা নাচবে, প্রেমও করবে, এমন কী ফাইটও করবে। রূপা চরিত্রটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেজন্য কাজটি করতে রাজি হয়েছি। সিনেমার গল্পে অনেক ধরনের টুইস্ট আছে। আশা করি, ছবিটি সুপারহিট হবে। কারণ এখন দর্শক এ ধরনের সিনেমাই দেখতে ভালোবাসেন।’
আরও পড়ুনঃ- বহুদিন পর প্রেমিকা ‘মধু’র সঙ্গে দেবের পুনর্মিলন
প্রথমবারের মতো পরীমণির সঙ্গে অভিনয়ের বিষয়ে চিত্রনায়ক নিরব বলেন, ‘পরীমনি আমাদের ইন্ডাস্ট্রির অত্যন্ত আলোচিত এবং মেধাবী একজন অভিনেত্রী। পর্দায় তার অভিনয় ও সৌন্দর্যের অনেক প্রশংসা হয়। তার সঙ্গে কাজ করা হয়নি আমার। এবার সেটা হচ্ছে। আশা করি, আমরা দর্শকদের ভালো একটি ছবি উপহার দিতে পারব।’
গোলাপ" সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। সিনেমাটি তৈরি হচ্ছে গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।
প্রসঙ্গত, ২০২৫ সাল পরীমণির ক্যারিয়ারে ভালো কিছু কাজ যোগ করার ইঙ্গিত দিচ্ছে। বছরের শুরুতে গেল ১৭ জানুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত প্ৰথম টলিউড সিনেমা ‘ফেলুবক্সী’। যেখানে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। সম্প্রতি শেষ করেছেন তার কামব্যাক ছবি "ডোডোর গল্প"র শুটিং। আর এবার চুক্তিবদ্ধ হলেন 'গোলাপ' সিনেমায়।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...