শোবিজের যে কোন মাধ্যমের যে কোনো চরিত্রে নিজেকে মেলে ধরতে জুড়ি নেই 'কাবিলা' খ্যাত অভিনেতা পলাশের। নিজ অভিনয়ে তিনি দর্শকদের এতো মুগ্ধ করেছেন যে হারিয়েছেন নিজের আসল নাম।
ব্যাচেলর পয়েন্টের ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশের তার সাবলীল অভিনয়ে খুব অল্প দিনেই দর্শকের মন জয় করে নিয়েছেন। সাধারণ দর্শকের কাছে তিনি তার নিজ নামের পরিবর্তে চরিত্রের নামেই বেশি পরিচিত ও সমাদৃত। শুধু তাই নয়, প্রাণবন্ত অভিনয়ের কারণে আসল নামটাই চাপা পড়ে গেছে অভিনেতার। ভক্তদের পাশাপাশি পরিবারের অনেক সদস্যও মাঝে মধ্যে ‘কাবিলা’ নামে ডাকেন পলাশকে। এমনকি সহকর্মীরাও আজকাল তাকে ‘কাবিলা’ বলে সম্বোধন করতে পছন্দ করেন সহকর্মীরাও।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দর্শকনন্দিত এই অভিনেতার জন্মদিন। পলাশকে কেউ কাবিলা নামে ডাকলে তিনিও ভীষণ আনন্দ পান । এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন,' দেখেন না সবাই কাবিলা ডাকে আমাকে। আমার আসল নাম পলাশ যেন ঢাকা পড়ে গেছে। এমন অবস্থা হয়েছে, কখনও কখনও আমাকে পলাশ নামে ডাকলে হঠাৎ করে নিজের কাছে অন্যরকম মনে হয়। মজার ব্যাপার হলো, প্রথম দিকে আমার মা-বাবা ভাবতেন, তাদের দেওয়া নাম বাদ দিয়ে ছেলের নাম সবাই কাবিলা বলে ডাকে কেনো। তখন তারা আমার এই নাটক দেখেননি। পরে ব্যাপারটা বুঝতে পারেন।'
পলাশ আরো বলেন, 'বাবা-মা এই ঘটনা জানার পরে তারাও ‘ব্যাচেলর পয়েন্ট’দেখা শুরু করেন। মাঝে মধ্যে আব্বা-আম্মাও মুখ ফসকে কাবিলা নামে ডেকে ফেলেন।'
২০১৮ সালে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকের তুমুল জনপ্রিয়তা অর্জন করে পলাশ। নাটকের পাশাপাশি নির্মাণের সঙ্গেও জড়িত রয়েছেন তিনি।
আরও পড়ুনঃ- অভিনেত্রীদের উদ্বোধন কাজে বাধাদান প্রসঙ্গে শিল্পী সংঘের বিবৃতি
১৯৯৩ সালের ৩ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে জন্মগ্রহণ করেন পলাশ। গ্রামে জন্ম হলেও তিনি বেড়ে উঠেছেন রাজধানীর নাখালপাড়ায়। ২০১৩ সালে দেশবরেণ্য নির্মাতা ও বর্তমান অর্ন্তবর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর প্রতিষ্ঠান ‘ছবিয়াল’র সঙ্গে কাজ শুরু করেন পলাশ। দীর্ঘদিন নির্মাতা ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।
এরপর ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী হিসেবেও কাজ করেছেন। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেন জনপ্রিয় এই অভিনেতা।
জিয়াউল হক পলাশ অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে, ‘একটি সন্দেহের গল্প’, ‘জার্নি বাই লঞ্চ’, ‘কারসাজি’ , ‘জাস্ট চিল’, ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘এক্স গার্লফ্রেন্ড’, ‘নেটওয়ার্ক বিজি’, ‘ব্যাড ড্রিমস’, ‘প্লুরাল নাম্বার থার্ড পারসন’, ‘কলেজ বাঙ্ক’ , ‘সব সম্পর্কের নাম হয় না’ , ‘টম অ্যান্ড জেরি’, ‘সরি স্যার’, ‘আরেকটি সন্দেহের গল্প’, ‘আরেকটি বিড়াল বিরম্বনা’, ‘টম অ্যান্ড জেরি’, ‘ব্যাচেলর ট্রিপ, ‘ব্যাচেলর ঈদ’, ‘ফ্যামিলি ক্রাইসিস’ ইত্যাদি।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...