গান গাইতে গাইতে শিল্পী সাবিনা ইয়াসমিন মঞ্চেই লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাসেবা শেষে ছেড়ে দেয়া হয়। কিন্তু শনিবার সকালে অবস্থার অবনতি হলে ফের হাসপাতালে ভর্তি হন তিনি।
ক্যান্সারের চিকিৎসার জন্য সাড়ে তিন মাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বছরের ৩১ মে বাংলাদেশে ফিরেছেন গুণী এই শিল্পী। এরপর দীর্ঘ এক বছর পরে গত ৩১ জানুয়ারি মঞ্চে ফিরেছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এইচএসবিসি বাংলাদেশ আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ শিরোনামে অনুষ্ঠানে গান পরিবেশনার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পরে শিল্পী সুস্থবোধ করলে তাকে ছেড়ে দেয়া হয়। রাতেই তিনি বাসায় ফিরে আসেন। কিন্তু শনিবার সকালে আবারও অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।
তবে স্বস্তির খবর, সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। চাইলে, আজ সোমবারই তিনি বাসায় ফিরতে পারেন- এমনটাই জানিয়েছেন শিল্পীর মেয়ে সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন। তার ভাষ্যে, ‘আম্মুর অবস্থা এখন ভালো। আজকে তার বাসায় ফেরার কথা রয়েছে। ডাক্তাররা এখন পর্যন্ত ইতিবাচকই বলছেন।’
আরও পড়ুনঃ- ব্যর্থতাকে পেছনে ফেলে শত কোটি রুপির ক্লাবে অক্ষয়ের ‘স্কাই ফোর্স’
এদিকে, অসুস্থ হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় সাবিনা ইয়াসমিনকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন আইসিইউ-তে ভর্তি তিনি! তবে গায়িকার মেয়ে জানালেন, আইসিইউ-তে নয়, সাবিনা ইয়াসমিন চিকিৎসাধীন রয়েছেন হাই ডিপেনডেন্সি ইউনিট বা এইচডিইউতে।
উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় পর গত শুক্রবার মঞ্চে ফিরেছিলেন সাবিনা ইয়াসমিন।২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি। এ সময় চিকিৎসাতে ছিলেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...