বাংলা একাডেমি পদকপ্রাপ্তদের ‘গ্রুপ ফটো সেশন’ নিয়ে সমাজমাধ্যমে চলছে পক্ষে বিপক্ষে চর্চা। এরইমধ্যে গ্রুপ ফটো সেশনের প্রচলিত রীতি সংস্কারের কথা জানালেন উপদেষ্টা ফারুকী।
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের ‘গ্রুপ ফটো সেশন’ নিয়ে সমাজমাধ্যমে চলছে পক্ষে বিপক্ষে আলোচনা, সমালোচনা। এরইমধ্যে গ্রুপ ফটো সেশনের প্রচলিত রীতি সংস্কারের কথা জানালেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
পদকপ্রাপ্তদের পেছনে রেখে সরকার প্রধান, আমন্ত্রিত অতিথি ও পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে রাখার এমন ‘রেওয়াজ’ নিয়ে বিতর্কের মধ্যেই এ নিয়ে কথা বললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তদের ‘গ্রুপ ফটো সেশন’ নিয়ে মেলার প্রথমদিন থেকেই আলোচনা সমালোচনা চলমান। এই সমালোচনার মধ্যে রবিবারই সংস্কৃতি উপদেষ্টা প্রচলিত এই রীতি নিয়ে সংস্কারের আভাস দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।রোববার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, “পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের গ্রুপ ফটো সেশন নিয়ে নানারকম আলোচনা হচ্ছে। আপনারা সবাই জানেন সরকার বা পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে স্টেজেই পুরস্কারপ্রাপ্তদের গ্রুপ ফটো সেশনের একটা রেওয়াজ চালু আছে, যেটা নিয়ে আগে কখনো কোনো অভিযোগ ঐরকমভাবে শোনা যায় নাই। কিন্তু আমরাতো সংস্কার করতে আসা সরকার। আমাদের কেনো রেওয়াজ মানতে হবে? আজকে (রবিবার) আমাদের মন্ত্রণালয়ে এটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি গ্রুপ ফটো সেশনের এই রেওয়াজ এ বছরের একুশে পদক প্রদান অনুষ্ঠান থেকে আর রাখা হবে না।”
অবশেষে মন্ত্রণালয়ের আলোচনা শেষে সোমবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এলো সংবাদ বিজ্ঞপ্তি। যেখানে সংস্কৃতি উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের একুশে পদক প্রদান অনুষ্ঠান থেকে গ্রুপ ফটোসেশনের প্রচলিত রীতি ‘বাদ দেওয়া হবে’।
আরও পড়ুনঃ- ৬৭তম গ্র্যামি পুরস্কার অ্যাওয়ার্ড পেলেন যারা
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন,“একুশে পদকপ্রাপ্ত গুণীজনদের জন্য গ্রুপ ফটো সেশন আরো সম্মানজনক এবং যুক্তিসঙ্গতভাবে আয়োজন নিয়ে কাজ করছে মন্ত্ৰণালয়।”
অন্তর্বর্তী সরকার সংস্কার ও আধুনিকায়নের পথে ‘অগ্রসর হচ্ছে’ জানিয়ে তিনি বলেন, “তাই যে কোনো প্রচলিত রীতি নতুন করে ভাবার সুযোগ রয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে গ্রুপ ফটো সেশন কীভাবে আরও সম্মানজনক ও গুণীজনদের মর্যাদা অক্ষুণ্ন রেখে আয়োজন করা যায়, তা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”
তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, আলোচনায় সিদ্ধান্ত হয়েছে গ্রুপ ফটো সেশনের এই প্রচলিত রীতি বাদ দেওয়া হবে চলতি বছরের একুশে পদক প্রদান অনুষ্ঠান থেকেই।
পরে এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উপদেষ্টা-নির্মাতা ফারুকী লিখেন,“পদকপ্রাপ্তদের জন্য এক্সক্লুসিভ ফটো সেশনের আয়োজন থাকবে। যেখানে তাঁরাই থাকবেন মধ্যমণি।”
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...