ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ তার ব্যর্থপ্রেমিক রূপের জন্য বেশি সমাদৃত। বর্তমান সময়েও দর্শকের কাছে তার অভিনয়ের চাহিদা থাকলেও বহুদিন পর্দা থেকে দূরে তিনি।
ব্যর্থ প্রেমিক চরিত্রে চিত্রনায়ক বাপ্পারাজকে বরাবরই সাদরে গ্রহণ করে এসেছে দর্শকরা। এমনকি এতবছর পরেও নতুন প্রজন্মের নেটিজেনদের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। সেকারণেই সম্প্রতি তিনি তার ৩০ বছর আগে ‘প্রেমের সমাধি’ সিনেমায় ‘চাচা হেনা কোথায়?’ সংলাপের কারণে নতুন করে আলোচনায়। এরমধ্যে জানা গেছে, দীর্ঘ বিরতির পর বাপ্পারাজ নতুন একটি ওয়েব কনটেন্টে ‘রক্তঋণ’-এ কাজ করেছেন।
যেখানে প্রেমিক নয়, অ্যাকশন অবতারে দেখা যাবে তাকে। সম্প্রতি একটি ক্যারেক্টার টিজার পোস্ট করে তেমন ইঙ্গিত দিয়েছেন নির্মাতা মোস্তফা খান সিহান ও নায়ক বাপ্পারাজ। যেখানে তিনি বলছেন, ‘অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক।’
"রক্তঋণ" দিয়ে সুদীর্ঘ ছয় বছর পরে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন জনপ্রিয় এই অভিনেতা। এর আগে সবশেষ ২০১৮ সালে রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন ২’ ছবিতে দেখা গিয়েছিল বাপ্পারাজকে। সেই ছবিতে সিয়ামের বড়ভাই-এর চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছিলেন। এরপর থেকে স্ক্রিনে অনুপস্থিত বাপ্পারাজ! যদিও এই অভিনেতা একাধিকবার অভিনয়ে প্রত্যাবর্তনের ইচ্ছে পোষণ করেছেন। জানিয়েছেন, তিনি ভালো গল্প চরিত্র পেলে কাজ করবেন।তবুও তাকে পর্দায় দেখা যায়নি।দর্শকমনেও একই প্রশ্ন ঘুরপাক খেয়েছে। এবার বাপ্পারাজ নিজেই জানালেন অভিনয় থেকে তার দূরে থাকার কারণ।
এর আগে বাপ্পারাজ বলেছিলেন,' আমার কাছে যেসব সিনেমার প্রস্তাব যায় একই চরিত্র! বারবার একই চরিত্র করতে মজা লাগে না। বয়স হয়েছে, তাই ভারী কিছু চরিত্র করতে চাই।'
আরও পড়ুনঃ- গ্র্যামির লাল গালিচায় বিতর্কিত আচরণ তারকা দম্পতি কানইয়ে- বিয়াঙ্কার
সম্প্রতি দর্শকপ্রিয় নায়ক বাপ্পারাজ বলেন, 'এই শুক্রবারেও একটি ছবির প্রস্তাব পেয়েছি। পাণ্ডুলিপি পড়ে দেখলাম-বেডসিন। এই বয়সে আমি কি বেডসিন করব? আরে ব্যাটা, আগে দেখে আয় আমার ছবিগুলো। আমি কি এই ধরনের একটি ছবিও করেছি? মাঝখানে ওটিটিতেও কয়েকটি প্রস্তাব পেয়েছিলাম, সেগুলোও এমন অ্যাডাল্ট। ক্যামেরার বাইরে থাকতে খুব কষ্ট হয়। সারাক্ষণই কানে বাজে, লাইট-ক্যামেরা-অ্যাকশন। মিস করি শুটিং। তাই বলে এই ধরনের চরিত্র তো করতে পারব না। সমাজ নষ্ট করার অধিকার আমার নেই।'
বাপ্পারাজদের নিজস্ব প্রডাকশন হাউজ ‘রাজলক্ষ্মী প্রোডাকশন’ থেকে নতুন ছবি করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, 'এখন ছবি নির্মাণ করা মানে নিজেকে অপরাধী করে তোলা। একসময় যারা আমাদের অফিসে এসে বসে থাকত, এখন তারা পরিবেশক। তাদের হাতে-পায়ে ধরে ছবি চালাতে পারব না। আমাদের মাফ করবেন। কখনো ইন্ডাস্ট্রি স্বাভাবিক হলে আবার ছবি নির্মাণ করব।'
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...