বহুদিন ধরে অন্তরালে থাকার পর হঠাৎই স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে এলেন চিত্রনায়িকা পপি। তিনি যে সত্যি সংসার জীবনে ব্যস্ত তার প্রমাণ মিললো চলতি বছরের ৪ ফেব্রুয়ারি ।
বছরখানেক আগেই শোবিজ অঙ্গনে খবর রটে যে বিয়ে করেছেন পপি। এমনকি পপির মা হয়েছেন বলেও চলে জোর জল্পনা কল্পনা। যদিও চিত্রনায়িকা পপি প্রকাশিত এসব খবর দেখেও একেবারে নিশ্চুপ ছিলেন। আর সেই খবর যে সত্যি ছিল, সেটা জানা গেলো আজ মঙ্গলবার।
জানা গেছে, পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল একজন জাহাজ ব্যবসায়ী। স্বামীর পরিবার পপিকে এখনও মেনে নেয়নি বলে রাজধানীর ধানমন্ডিতে অনেকটা বাসবন্দি হয়ে সময় কাটাচ্ছেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই ঢালিউড নায়িকা। শুধু স্বামী নয়,অভিনেত্রীর আয়াত নামে ৪ বছরের পুত্র সন্তানেরও দেখা মিলেছে আজ।
অন্যদিকে, পপির বিরুদ্ধে তার পরিবার থেকে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে গত ৩রা ফেব্রুয়ারি খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করেছেন নায়িকা পপির বোন ফিরোজা পারভীন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জিডির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ- সিদ্ধার্থ আনন্দের প্রথম ওয়েবফিল্ম "দ্য জুয়েল থিফ" নিয়ে আসছেন সাইফ
অভিযোগে বলা হয়, পপি পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব চরমে উঠেছে। অভিযোগ রয়েছে, বাধা পেয়ে নায়িকা ভাই-বোনদের নানা রকম হুমকি দিচ্ছেন, এমনকি তাদের মেরে ফেলার ভয়ও দেখিয়েছেন। শুধু তাই নয়, পপির তার মা মরিয়ম বেগম মেরিকেও হুমকি দেয়া থেকে ছাড় দেন নাই।
পপির এহেন আচরণে ভক্ত অনুরাগীরা বিস্মিত হলেও চিত্রনায়িকা পপি কিংবা তার স্বামী এখনও এ বিষয়ে কোন মন্তব্য করেননি।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...