মেহজাবীন চৌধুরীর অভিষেকের ছবি ‘প্রিয় মালতী’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হবার পর মুক্তি পেয়েছিল দেশের প্রেক্ষাগৃহে। বড় পর্দা মাতিয়ে এবার ছবিটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে।
দেশের শোবিজ অঙ্গনের মেধাবী ও দর্শকনন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোটপর্দা ও ওটিটি মিলিয়ে অভিনয় ক্যারিয়ারের এক যুগেরও বেশি সময় পার করে দিয়ে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত "প্রিয় মালতী" দিয়ে বড় পর্দায় এসেছিলেন মেহজাবীন চৌধুরী।
দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ‘প্রিয় মালতী’। ‘প্রিয় মালতী'র আন্তর্জাতিক প্রিমিয়ার হয় ৪৫তম কায়রো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। পরে প্রদর্শিত হয় ভারতের গোয়ায় অনুষ্ঠিত 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'তে। এই আন্তর্জাতিক উৎসবে সবাইকে মুগ্ধ করে দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। মন মাতিয়েছে দেশের সিনেপ্রেমীদের। এরপর সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ প্যানোরোমা বিভাগেও এটি প্রদর্শিত হয়েছে। এমনকি বাংলাদেশ প্যানারোমা (পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র) সেকশনে সেরা সিনেমার (ফিপরেসি জুরি) পুরস্কারও পেয়েছে 'প্রিয় মালতী'।
বড়পর্দা মাতিয়ে এবার ওটিটিতে আসছে মেহজাবীনের প্রথম ছবি। জানা গেছে ,দেশের ওটিটি প্লাটফর্ম চরকিতে ‘প্রিয় মালতী’ দেখতে পারবেন দর্শক।
সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তি পেতে যাচ্ছে চরকিতে। গতকাল ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে ওটিটি প্ল্যাটফর্মটি "প্রিয় মালতী" স্ট্রিমিংয়ের ঘোষণা দেয়। সেখানে জানানো হয়, আগামী বৃহস্পতিবার রাত ৮ টায় চরকিতে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘প্রিয় মালতী’। ঘোষণায় বলা হয়, “সিনেমা হল-এ দর্শকদের মন জয় করে এবার চরকি’তে আসছে সবার ‘প্রিয় মালতী’, ৬ ফেব্রুয়ারি রাত ৮ টায়।”
আরও পড়ুনঃ- ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ টলিপাড়ার দুই সুপারস্টার প্রসেনজিৎ-জিৎ
‘প্রিয় মালতী’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর ২০ ডিসেম্বর।প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প।‘প্রিয় মালতী’র সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যদিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক। ছবিটির গল্প ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত। এর মধ্যদিয়ে বড়পর্দায় অভিষিক্ত হন মেহজাবীন। পরিচালক শঙ্খ দাশগুপ্তও এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন সিনেমা নির্মাতা হিসেবে।
সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এতে মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...