রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিনেত্রীদ্বয়ের গ্রেপ্তারের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদমাধ্যমের কাছে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন,' মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, সে সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে।'
জানা গেছে, গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে এসেছে। এরপরই বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আরও পড়ুনঃ- আমিরপুত্র জুনাইদের বলিউড অভিষেকে একসঙ্গে তিন খান
অন্যদিকে, একই দিনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আওয়ামী মদদপুষ্ট শিল্পীদের অন্যতম এবং আওয়ামী সমর্থক শিল্পীদের হোয়্যাটস অ্যাপ গ্রূপ "আলো আসবেই" গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী সোহানা সাবাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নেয়া হয়।
এছাড়া গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করলে নানা ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে গিয়েছেন সোহানা সাবা ও মেহের আফরোজ শাওন।অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রমাগত কটাক্ষমূলক লেখা পোস্ট করে গিয়েছেন এই দুই অভিনেত্রী।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...