পরীমণি মানেই আলোচনা-সমালোচনা, পরীমণি মানেই সংবাদের শিরোনাম। এই চর্চা ব্যক্তিগত জীবন কিংবা সিনেমার পর্দার গল্প নিয়ে। আবার কখনো ফেসবুকে আকর্ষণীয় পোস্ট দিয়ে পরী আলোচনাতে থাকবেনই।
পরীমণি আলোচনায় এসেছেন কখনো তার একাধিক বৈবাহিক জীবন নিয়ে, কখনো তার উশৃঙ্খল আচরণ কিংবা অন্যের সাথে দুর্ব্যবহারের কারণে। আবার কখনো মামলা মোকদ্দমা নিয়ে সমালোচিত হয়েছেন।কখনো ফেসবুক পোস্ট, আবার কখনো কাউকে জড়িয়ে পরিমণিকে নিয়ে মিডিয়ায় গুঞ্জন, কোলাহল- নানা সময় নানা কারণ আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান তার।
বর্তমানে দুই সন্তান নিয়ে ভালোই আছেন এই সিঙ্গেল মাদার । তাকে নিয়ে চর্চা বন্ধ করে তাদেরকে নিয়ে ভালো থাকতে দেয়ার ঘোষণা দিয়েও পরীমণি সমাজমাধ্যমে এমন সব পোস্ট দিয়ে থাকেন যাতে তাকে নিয়ে ভক্ত, অনুরাগী ও অনুসারীরা আলোচনা করতে বাধ্য হন। কারণ পরীমণি শিরোনামে থাকতেই ভালোবাসেন।
ভ্যালেন্টাইন উইকের শুরু থেকেই বিভিন্ন পোস্ট দিয়ে সমাজমাধ্যমে সরব ছিলেন চিত্রনায়িকা পরীমণি।তার এসব পোস্টে অনেকের মনেই আগ্রহ জন্মেছে।এর মধ্যেই ভালোবাসা দিবসের ঠিক পরদিন, শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেত্রী।
পরীমণি তার স্ট্যাটাসে লিখেছেন, আজ রাত ১০ টায় লাইভে আপনাদের সাথে আমার ভ্যালেন্টাইনের পরিচয় করিয়ে দেবো। আসছি.....।
নায়িকার এই স্ট্যাটাস দেখে অনুরাগীদের মনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ লিখেছেন, নতুন করে প্রেমে পড়েছেন পরীমণি। প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি। অনেকে আবার বলছেন, এটা হয়তো অভিনেত্রীর নতুন কোনো সিনেমা বা বিজ্ঞাপনের প্রচারণার কৌশল। তারপর থেকে সকলের অপেক্ষার শুরু।
আরও পড়ুনঃ- আসছে মার্ভেল স্টুডিওসের নতুন 'ক্যাপ্টেন আমেরিকা'
অবশেষে রাত দশটায় না হলেও এগারোটার কিছু আগে লাইভে এলেন পরীমণি। আর সাথে করে নিয়ে এলেন তার নিজস্ব উদ্যোগে চালুকৃত ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ক্লোদিং ব্র্যান্ড "বডি"র প্রথম ফেসবুক লাইভ। মূলত গর্ভাবস্থায় ও মাতৃত্বকালীন সময়ে নারীদের আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক এবং মা- শিশুদের অন্যান্য প্রয়োজনীয় জিনিস তৈরি করবে 'বডি'।
নিজের গর্ভাবস্থায় ও মাতৃত্বের সময়ে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতে পরী সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা যেন নতুন মায়েদের আর না হয় -সেই ভাবনা ও মা-শিশুদের প্রতি ভালোবাসা থেকে নায়িকা পরীমণির এই উদ্যোগের সূত্রপাত। সেজন্যই পরী বলেছেন আজ তার ভালোবাসার সাথে পরিচয় করিয়ে দিবেন। আর সেই কথামতো লাইভে এসে 'বডি'র সূচনালগ্ন থেকে শুরু করে এর কাজের ধারা এবং তিনি নিজে কিভাবে এর সাথে ওতপ্রোতভাবে জড়িত সেটা তুলে ধরলেন।
প্রসঙ্গত, সম্প্রতি 'ডোডোর গল্প'র শুটিং শেষ করার পাশাপাশি ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। প্রথমবারের মতো এই সিনেমা দিয়ে রূপালি পর্দায় জুটি বাধছে নিরব ও পরীমণি। আর বর্তমানে নিজস্ব উদ্যোগে গর্ভবতী ও নতুন মায়েদের ও শিশুদের জন্য চালু করলেন পোশাকের ব্র্যান্ড "বডি"।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...