চিরায়ত বাংলার সুফি মেলার আধুনিক রূপ 'সুফি ফেস্ট'। সুফি মেলাকেই শহরের আবহে সজ্জিত করে দেশে প্রথমবার আয়োজিত হচ্ছে এই উৎসব।
রাজধানীর আহসান মঞ্জিলে আগামী ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে 'সুফি ফেস্ট'। এ প্রসঙ্গে এই উৎসবের আয়োজক শেখ ফাহিম ফয়সাল জানিয়েছেন, শাহবাজ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সুফি ফেস্ট অনুষ্ঠিত হবে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। আগামী বৃহস্পতিবার আহসান মঞ্জিলে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে রাত ৯টা পর্যন্ত।
তিনি বলেন, 'দীর্ঘ ১৭ বছর পর আহসান মঞ্জিলে কোনো অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে প্রধানতম হলো আহসান মঞ্জিল। এই ঐতিহাসিক স্থাপনাটি অনুষ্ঠানের গুরুত্ব ও মাহাত্ম্য বৃদ্ধি করবে।'
এদিন উৎসবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমানসহ সুফি মাশায়েখগণ, ঢাকার নবাব পরিবারের বংশধরগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী মহল থেকে গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন শাহবাজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাইয়েদ হুসাইন শাহবাজি।
আরও পড়ুনঃ- ৭৮তম বাফটা অ্যাওয়ার্ডসে ‘কনক্লেভ’ ও ‘দ্য ব্রুটালিস্ট’-এর জয়জয়কার
অনুষ্ঠানে পরিবেশিত হবে, পুঁথি, লোকসংগীত (ফোক), ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুরশিদি, মারফতি সংগীত, সুফি কাওয়ালি, সুফি রাক্স (রুমী ড্যান্স) এবং সুফি হাদরা।অনুষ্ঠান সঙ্গীত পরিবেশনা করবেন অনেকগুলো সুফি ব্যান্ড, যেমন: নাফস, ঐরাবত, ক্বারার, কালু বালা, দ্য স্পেস ট্রুপ, হাদরা গ্রুপ প্রভৃতি।
এগুলো ছাড়াও দিনব্যাপী এ আয়োজনে আর্ট সেশন, মেডিটেশন সেশন, বাঁশি এবং ভায়োলিন সেশন, প্রশ্নোত্তর পর্ব, সুফি রাক্স ওয়ার্কশপ, সুফি হাদরা ওয়ার্কশপসহ গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে। তা ছাড়া বই, ঐতিহ্যবাহী ঢাকাই এবং নবাব বাড়ির খাবার, পোশাক, বিভিন্ন তৈজসপত্র, পারফিউম, ব্যাগ, উত্তরীয়, নানাধরণের বাদ্যযন্ত্রসহ অনুষ্ঠানে বিচিত্র স্টল থাকবে।
যারা সুফি ফেস্টে যোগ দিতে ইচ্ছুক তাদের টিকিট কেটে ঢুকতে হবে এই অনুষ্ঠানে। অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে বলে জানা গেছে। টিকিটের সাধারণ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...