জুলাই অভ্যুত্থানে বিজয়ের ছয় মাস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি হঠাৎ করেই স্থগিত করা হয়েছে।
আগামীকাল ২২ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে আচমকা অনুষ্ঠানটি স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।তবে ঠিক কি কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে সে বিষয়ে আয়োজকদের কোন সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
গত ৫ আগস্ট ছাত্র জনতার সক্রিয় অংশগ্রহণে সংঘটিত জুলাই অভ্যুত্থানে বিজয় অর্জিত হয়। এই বিপ্লবে সকলের সম্মিলিত প্রয়াসে ক্ষমতাচ্যুত হয় ফ্যাসিস্ট সরকার। বিজয়ের ছয় মাস পূর্তি হয়েছে গত ৫ ফেব্রুয়ারি এবং সেই উপলক্ষ্যে দেশব্যাপী নানা ধরণের অনুষ্ঠানের আয়োজন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সেই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আয়োজিত হওয়ার কথা ছিল কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’। বিশেষ এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে নগর বাউল জেমসের উপস্থিত থাকার কথা ছিল। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছিল, এই আয়োজনে জেমস ছাড়া আরো গান গাইবেন ব্যান্ডদল চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান প্রমুখ।
কনসার্টটি স্থগিত করার পর আয়োজকরা জানান, নিরাপত্তা ইস্যুতে আপাতত স্থগিত করা হয়েছে ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্টটি।তবে পরবর্তীতে কখন কনসার্টটি হবে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে বলে আয়োজকদের একজন জানিয়েছেন।
আরও পড়ুনঃ- সালমান ও সঞ্জয় এবার হলিউডের সিনেমায় একফ্রেমে বন্দি
এর আগে, আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘এবারের এই আয়োজন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।'
উল্লেখ্য, কনসার্টের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছিলেন আয়োজকেরা।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...