ঢাকাই তারকা শাকিব খানের কথিত প্যান ইন্ডিয়ান সিনেমা 'দরদ' অবশেষে মুক্তির তিন মাস পর ভারতে মুক্তি পাচ্ছে। গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ সিনেমা।
সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'দরদ' বক্স অফিসে সাফল্য না পেলেও শাকিব খানের অভিনয়ের জন্য ছবিটি আলোচিত ও প্রশংসিত হয়। এরপর 'দরদ' ইতিমধ্যে ওটিটিতেও মুক্তি পেয়েছে। দেশে ও বিশ্বের অন্যান্য কয়েকটি স্থানে এবং ওটিটিতে মুক্তির এতদিন পরে আবার ভারতে মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত এই সিনেমা
মুক্তির আগে একাধিকবার নির্মাতা অনন্য মামুন 'দরদ' প্রসঙ্গে দাবি করেন, এটি ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমা। বাংলাদেশ তো বটেই, একই দিনে ছবিটি ভারতেও বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। তবে বাস্তবে হয়েছে উল্টো। একই দিন তো দূরের কথা,একই মাসেও ছবিটি ভারতে মুক্তি পায়নি। শেষ পর্যন্ত মুক্তির তিন মাস পর আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) ভারতে মুক্তি পাচ্ছে 'দরদ'।
ভারতে ছবিটির মুক্তির খবর জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে লিখেছে, ‘খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান, আসছে ২৮ ফেব্রুয়ারি।’ তবে শুধু পশ্চিমবঙ্গ, নাকি ভারতের অন্য রাজ্যেও মুক্তি পাবে ‘দরদ’ সে সম্পর্কে কিছু জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার ছবি 'দরদ'র কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন এবং পরিচালনা করেছেন অনন্য মামুন। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)।বিশ্বজুড়ে ছবিটি পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
আরও পড়ুনঃ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত কনসার্ট স্থগিত
সিনেমার সংগীত পরিচালনা করেছেন মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা ও হিন্দি সংস্করণ মিলিয়ে সিনেমায় মোট গানের সংখ্যা সাত যার মধ্যে হিন্দি গান লিখেছেন মাহমুদ আরাফাত সৈয়দ এবং বাংলা গান লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। শ্রুতিমধুর এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল, ইমরান মাহমুদুল, মোহাম্মদ ইরফান, নাকাশ আজিজ ও রাজ বর্মণ।
অনন্য মামুন পরিচালিত "দরদ" সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। ছবিতে দুলু মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান আর ফাতিমা চরিত্রে দেখা গেছে সোনাল চৌহান। শাকিব-সোনাল ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম প্রমুখ।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...