অভিনেতা আজিজুর রহমান আজাদের আশুলিয়ার বাসায় শনিবার ভোর রাতে ডাকাতদের হা*ম*লার ঘটনা ঘটেছে। অভিনেতার সাথে ধস্তাধস্তির সময় ডাকাতরা তার পায়ে তিনটি গুলি করে পালিয়ে যায়।
শনিবার ভোররাতে ডাকাতির উদ্দেশ্য নিয়ে বাড়িতে একদল দূর্বৃত্তকারী প্রবেশ করলে তাদের সঙ্গে একপর্যায়ে ধ্বস্তাধস্তি হলে তাদের হামলায় গুলিবিদ্ধ হন অভিনেতা আজাদ। পাশাপাশি অভিনেতার স্ত্রী ও মা দুজনেই গুরুতর আহত হন বলে জানিয়েছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান। বর্তমানে আজাদ হাসপাতালে চিকিৎসাধীন।
নির্মাতা তপু খান বলেন, 'ভোরে আজাদকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে আজাদ শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি আছেন। তার এমআরআই করা হয়েছে। তার পায়ে গুলি লেগে মাংসপেশি ছিড়ে বের হয়ে যায়।আগের চেয়ে কিছুটা ভালো আছে আজাদ, জ্ঞান আছে।'
তিনি বলেন, 'রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আজাদের স্ত্রী মাথায় আঘাত পেয়েছে, তার মা পায়ে আঘাত পেয়েছে। আশুলিয়া থানায় প্রাথমিকভাবে জিডি করা হয়েছে এবং আজাদের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।'
তপু খান জানান, 'আজাদের পরিবারের সঙ্গে আলাপ করে জানতে পেরেছেন দুজন ডাকাত রাতে অস্ত্র নিয়ে এসে তাদের বাসায় হামলা চালায়। ঘরে ভাঙচুর হয়। টের পাওয়ার পর চিৎকার করলে তারা গুলি করে পালিয়ে যায়।'
এদিকে হাসপাতালের চিকিৎসক চিকিৎসক ডা.কামরুজ্জামান সংবাদমাধ্যমে বলেন, 'আজিজুরের শরীরে তিনটি গুলি লেগেছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছে । '
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী গণমাধ্যমে বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিনেতার বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে । '
আরও পড়ুনঃ- গোপনেই বিয়ের বন্ধনে জড়ালেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি
এছাড়া পুলিশ আরো জানায়, অভিনেতা আজিজুর রহমান আজাদ আশুলিয়ায় পরিবার নিয়ে বসবাস করে। ভোররাতে দুইজন দুর্বৃত্ত পিস্তল নিয়ে অভিনেতার দোতলা বাড়ির রান্নাঘরে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
প্রসঙ্গত, ‘ক্যারেকটার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে কাজ করেছেন অভিনেতা আজাদ। তপু খান, কাজল আরেফিন অমি থেকে বিভিন্ন নির্মাতাদের সঙ্গে তিনি শতাধিক নাটকে অভিনয় করেছেন। হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট-র মতো জনপ্রিয় সিরিজে তিনি অভিনয় করেছেন। নাটক ও সিরিজের পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করেন তিনি। অভিনয় করেছেন ‘লিডার’ সিনেমাতেও।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...