বড় পর্দার শিশুশিল্পী থেকে নায়িকায় উত্থান হওয়া দুই অভিনেত্রী পূজা চেরি ও দীঘি। দুজনের মধ্যে ক্যারিয়ারে এগিয়ে থাকা পূজা সম্প্রতি 'টগর’ সিনেমায় দীঘির জায়গা নিলেন।
নতুন বছরের শুরুতেই মোশন পোস্টার প্রকাশের মধ্যদিয়ে ঘোষণা আসে ‘টগর’ সিনেমার। নির্মাতা আলোক হাসান জানান, ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। তবে শুটিং শুরুর ঠিক আগে বদলে গেল নায়িকা। এবার জানা গেল, দীঘি নয়। ‘টগর’ সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরী।
নায়িকা পরিবর্তন প্রসঙ্গে সিনেমার পরিচালক আলোক হাসান জানান, নানা কারণে দীঘিকে নিয়ে কাজ করা সম্ভব হয়নি। তাই পূজাকে নিয়েই শুটিং শুরু করছেন তিনি।
আলোক বলেন, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। প্রধান কারণ, দীঘির মধ্যে কাজের তাগিদ ছিল না। তার সহযোগিতা পাচ্ছিলাম না। এ কারণে আগে থেকেই সরে এসেছি। আমি মনে করি, পূজা চেরিকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’
নির্মাতা জানান, আগামি ২৫ তারিখে ক্যামেরা ওপেন হতে যাচ্ছে ‘টগর’-এর। শুটিংয়ের উদ্দেশে গোটা ইউনিট ঢাকা ছেড়েছেন দুদিন আগেই।
এদিকে, পরিচালকের অভিযোগের প্রসঙ্গে কথা বলতে রাজি নন দীঘি। তার কথায়, ‘যেহেতু আমি আর এই প্রজেক্টে নেই, তাই এই সিনেমা নিয়ে কথা বলতে চাই না।’
আরও পড়ুনঃ- নিজ বাসায় ডাকাতদের হা*ম*লায় গুলিবিদ্ধ অভিনেতা আজাদ
আদর আজাদ শুটিং শুরু হতে যাচ্ছে জেনে ভীষণ আনন্দিত। তিনি বলেন, 'আসলে গত চার মাস যাবত এই প্রজেক্ট এর সঙ্গে ওঠাবসা। মাঝখানে কেবল ‘পিনিক’-এর শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে গোটা ইউনিট প্রোডাকশন এবং কাজটা নিয়ে দারুণ আশাবাদী।'
'টগর' সিনেমায় যুক্ত হওয়া নিয়ে পূজার ভাষ্য, ‘আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। টিজারে অন্য অভিনেত্রীর নাম ঘোষণা করায় শুরুতে কাজটি করতে চাইনি। তবে পরবর্তী সময়ে টিম আমাকে বোঝাতে সক্ষম হয়। আমারও গল্প পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই।’
‘টগর’ প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক।সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য প্রস্তুত করেছে এ আর মুভি নেটওয়ার্ক টিম। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। আদর-পূজা ছাড়াও এতে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন মাহমুদসহ অনেকে। সব ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...