ঈদ মানেই বড় পর্দায় শাকিব খানের জমজমাট উপস্থিতি। এবারের ঈদেও ঢাকাই তারকা নিয়ে আসছেন তার বৈচিত্র্যধর্মী আলোচিত সিনেমা ‘বরবাদ’। আর রোজার আগেই আসছে সেই ছবির টিজার।
ক্যারিয়ারের দুই যুগেরও বেশি সময় পার করে এসে, এখন নিজেকে বৈচিত্র্যময় গল্প ও চরিত্রে উপস্থাপনের ধারায় বিশ্বাসী ঢাকাই সুপারস্টার শাকিব। তার সেই ধারণার নতুন উদাহরণ "বরবাদ"।গত ডিসেম্বরে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করে নেটদুনিয়ায় সাড়া ফেলার পর টিজারের অপেক্ষায় ভক্তরা।
ঢাকাই সিনেমার বরপুত্র শাকিব খান বর্তমানে তার ক্যারিয়ারের সফলতার শীর্ষে অবস্থান করছেন। প্রিয়তমা, তুফানের মতো ব্যাক-টু-ব্যাক ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়ে শাকিব খান চলচ্চিত্র অঙ্গনে নিজেকে এক অনন্য অবস্থানে নিয়ে গিয়েছেন এবং এই সিনেমাগুলোর সাফল্য দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়েছে। এই সুপারস্টার এখন যেন যত দিন যাচ্ছে নিজেকে আরো নতুনরূপে উপস্থাপন করছেন ও তার নতুন সিনেমা ‘বরবাদ’ ক্ষেত্রেও শাকিব খানকে নতুন রূপেই দেখা যাবে।।
শতাধিক নাটক নির্মাণের পর ‘বরবাদ’ দিয়ে প্রথম সিনেমা নির্মাণে আসছেন মেহেদী হাসান হৃদয়। সেকারণেই নিজের প্রথম ছবি দিয়ে সবাইকে চমকে দিতে প্রস্তুত এই তরুণ নির্মাতা। তাই দর্শকদের অপেক্ষার প্রহরকে দীর্ঘায়িত না করে সিনেমাকে কেন্দ্র করে তাদের আগ্রহ ধরে রাখতে যথা সময়ে প্রকাশ্যে আনতে যাচ্ছেন ছবির টিজার।
ছবিটির টিজার প্রকাশিত হবার সুসংবাদ জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান নিজেই। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৬ সেকেন্ডের একটি মোশন ভিডিও প্রকাশ করে টিজার প্রকাশের কথা জানান তিনি। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আসছে সিনেমাটির টিজার মুক্তি পাবে জানিয়ে পোস্টকৃত সেই মোশন পোস্টারের ক্যাপশনে লেখা ছিল, "এই সপ্তাহে টিজার আসছে! 🔥 সাথেই থাকুন।"
নির্মাণ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বরবাদ’ টিজার প্রকাশ পাবে এর প্রডাকশন হাউজ রিয়েল এনার্জির ফেসবুক-ইউটিউব ও এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল এবং শাকিব খানের ফেসবুক প্ল্যাটফর্মে।
২০২৪ সালের অক্টোবরে নির্মাতা হৃদয় এই সিনেমায় শাকিবকে এতে চুক্তিবদ্ধ করান।গত ২০ অক্টোবর ভারতের মুম্বাইয়ে এই সিনেমার শুটিং শুরু হলেও শাকিব খান ২২ অক্টোবর টিমের সাথে যোগ দিয়ে কাজ শুরু করেন এবং মাঝে বিরতি দিয়ে চলতি বছরে প্রথম মাসে ছবির শুটিং শেষ হয়েছে। বরবাদ’র বেশিরভাগ শুটিং অর্থ্যাৎ প্রায় ৭০% শুটিং মুম্বাইতে হয়েছে।
এই সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা গেছে, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে ‘বরবাদ’। যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমত রেকর্ড পরিমাণ বিনিয়োগ।আর নির্মাতা আগেই জানিয়েছিলে শুটিংয়ের পাশাপাশি ছবির এডিটিং চলেছে।
ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় ‘বরবাদ’ সম্পর্কে জানিয়েছেন, এটি অ্যাকশন ভায়োলেন্স রোম্যান্টিক ধাঁচের ছবি।রোমান্স ও ভরপুর ভায়োলেন্সের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘বরবাদ’।তিনি এর নির্মাণে কোনো ত্রুটি রাখেননি। তার বিশ্বাস দর্শকরা এটি পছন্দ করবেন।বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও ইতোপূর্বে এই ধরনের অ্যাকশন দেখেনি।
নির্মাতা হৃদয় নিজের প্রথম কাজ সম্পর্কে বলেছেন, 'যেভাবে কাজ করেছি, আমার বিশ্বাস আছে দর্শক পছন্দ করবেন। আমাদের দর্শকরা যেসব সিনেমার রেফারেন্স দিয়ে সার্বক্ষণিক অনলাইনে আলাপ-আলোচনা করেন ‘বরবাদ’ অনেকটা তেমন সিনেমা হতে যাচ্ছে। শাকিব ভাই থেকে পুরো টিম এই কাজ নিয়ে কনফিডেন্ট। প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি। এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে। যা করছি সবকিছু দর্শকদের জন্য করছি। আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না। এতটুকু বলতে চাই, একবার দর্শকরা ‘বরবাদ’ টিমকে বিশ্বাস করুক। বাকিটা স্ক্রিনে দেখতে পাবে।আশা করবো, আগামীতে টিজার-ট্রেলার রিলিজের পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন।'
আরও পড়ুনঃ- ১৩ বছর পর পূর্ণতা পেল মেহজাবীন - রাজীবের ভালোবাসা
গত ডিসেম্বরে ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের লুক পোস্টার রিভিল হয়। প্রকাশিত লুকে দেখা যায়, নিউ লুকে বিলাসবহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন শাকিব। তার হাতে পিস্তল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত! তার আগে দেখা যায় শহরজুড়ে ধ্বংসজজ্ঞের আভাস। সবকিছু লণ্ডভণ্ড করে বেরিয়ে আসে আগুনে কুন্ডুলি।চমকপ্রদ আবহের মোশন পোস্টার দেখার পর থেকেই ‘বরবাদ’ মুক্তির অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছেন সিনেমাপ্রেমীরা।
"বরবাদ" সিনেমা প্রসঙ্গে ইতিমধ্যে শাকিব খান বলেছেন, "আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে এটা। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফান করেছি। এবার বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০-২০০ কোটির ক্লাবেও যাবে।"
ভায়োলেন্স, অ্যাকশন ও রোম্যান্টিক ধাঁচের ছবি ‘বরবাদ’-এ দ্বিতীয়বারের মতো শাকিবের বিপরীতে দেখা যাবে "প্রিয়তমা" খ্যাত নায়িকা ইধিকা পালকে। এছাড়াও নেগেটিভ চরিত্রে দেখা যাবে টলিউড তারকা যীশু সেনগুপ্তকে এবং একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।আরও অভিনয় করেছেন মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই।
আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী ‘বরবাদ’ মুক্তি পাবে।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...