প্রায় দেড় যুগের ছোটপর্দার সফল ক্যারিয়ার পেরিয়ে চলচ্চিত্রে অভিষিক্ত হন আফরান নিশো। প্রথম ছবি জনপ্রিয় হলেও নেন ২ বছর বিরতি । আর এবার 'দাগি' নিয়ে তাক লাগাতে আসছেন।
বিনোদন জগতে দর্শকনন্দিত অভিনেতা আফরান নিশোর শোবিজ ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে। এরপর দীর্ঘ অনেকদিন রাজত্ব করছেন ছোট পর্দায়। তার সুনিপুণ অভিনয় তাকে বসিয়েছে ভক্ত অনুরাগীদের মনের মণিকোঠায়।এরপর ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে আফরান নিশো জীবনের নতুন অধ্যায় শুরু করেন।
‘ সুড়ঙ্গ’ দিয়ে রীতিমতো দুই বাংলার মানুষের কাছে সাড়া ফেলে দিয়েছিলেন ছোটপর্দার সুপারস্টার আফরান নিশো। সুড়ঙ্গের সাফল্য গাঁথার পরে তার ভক্তরা তাদের নায়ককে আবারো বড় পর্দায় দেখার জন্য অধীর প্রতীক্ষায় ছিল। অভিষেকে সুপারহিট সিনেমা উপহার দিয়ে ছক্কা হাকানোর পরে নিশো অনুরাগীরা ভেবেছিল নিয়মিত তাকে বড়পর্দায় পাওয়া যাবে কিন্তু ভক্তদের সে আশা পূরণ হয়নি।
পরবর্তীতে ভক্তদের অপেক্ষার প্রহরের সমাপ্তি যেন এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকির প্রযোজনায় ও নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন জনপ্রিয় এই অভিনেতা। 'দাগি' সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হয়েছেন আফরান নিশো ও তমা মির্জা। এরপর গত বছরের ডিসেম্বরে এই সিনেমার কাজ শুরু হিয় এবং দেখতে দেখতে শুটিংয়ের সমাপ্তিও টেনেছেন নির্মাতা শিহাব শাহীন।
গত সোমবার ছবিটির শুটিং পুরোপুরি শেষ হওয়ার কথা জানিয়েছেন নির্মাতা নিজেই। মঙ্গলবার সন্ধ্যায় ‘দাগি’ পরিচালক শিহাব শাহীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘ইটস র্যাপ আপ’। আর হ্যাশট্যাগে লিখেছেন ‘দাগি’।
প্রকাশিত সেই ভিডিও-তে নির্মাতা শিহাব শাহীন ছাড়াও ডিওপি, ক্রু থেকে শুরু করেছে আফরান নিশো এবং তমা মির্জাও ছিলেন। প্রত্যেকে চিৎকার করে জানান, ইটস র্যাপ আপ! ছোট্ট ভিডিও এই ক্লিপে হাসিমুখে হাতাহাতির আহ্বান জানিয়ে নিশোকে বলতে শোনা যায়, ‘সকল মুখের ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হাতাহাতি হবে।’ এবং তার এমন কথা শুনে নির্মাতাসহ সবাই একযোগে হেসে উঠেন!
আরও পড়ুনঃ- "বরবাদ"র টিজার মুক্তির সুখবর দিলেন শাকিব খান
‘দাগি’র শুটিং শুরুর সময় তার দীর্ঘদিন ধরে অপেক্ষারত নিজের একনিষ্ঠ ভক্তদের উদ্দেশে এক ভিডিও বার্তায় নিশো বলেছিলেন, "এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কী আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।"
এছাড়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও সকল সিনেপ্রেমীদের জন্য অভিনেতা বলেছিলেন, 'আমি সব সময় চাই গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।'
এদিকে, "সুড়ঙ্গ"র পর থেকে গত দেড় বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তমা মির্জাও। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছেন। এই ছবিতে যুক্ত হয়ে তমা বলেছিলেন, 'এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারছি কিনা সেটা একটাচ্যালেঞ্জ, অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিক–ঠাক একটা প্রোডাকশনে ফিরতে পারছি। দাগি’র গল্পটা অনেক ভালো লেগেছে জন্যই কাজটি করছি। কার বিপরীতে কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ।'
নির্মাতা শিহাব শাহীন তার দ্বিতীয় সিনেমা প্রসঙ্গে বলেন, 'মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্প নিয়ে ‘দাগি’র কাহিনি। নতুন কিছুই দেখতে পাবে দর্শক। এ ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে। দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি।'
‘দাগি’ ছবিতে আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও আরও থাকছেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপুসহ প্রমুখ অভিনেতা অভিনেত্রী। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ , আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দাগি’।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...