নিজেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার খেলায় আবারও সফল সুপারস্টার শাকিব।
ক্যারিয়ারের ২৫ বছরে এসে ঢাকাই তারকা নিজেকে বৈচিত্র্যময় গল্প ও চরিত্রে উপস্থাপনের যে মিশনে নেমেছেন তার অনন্য উদাহরণ 'বরবাদ' এবং এই ছবির টিজার তার এক টুকরো ঝলক।
গত ডিসেম্বরে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করে নেটদুনিয়ায় সাড়া ফেলার পর টিজারের অপেক্ষায় ছিল ভক্তরা।কবে টিজার আসবে, অন্তর্জালে এমন আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে পূর্ব ঘোষণামত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত সিনেমাটির টিজার। ১ মিনিট ৪৪ সেকেন্ড টিজারে পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশনের আভাস। আর সেই সাথে ঢালিউড কিং নতুন এক রূপে আবির্ভুত হয়েছেন।এই টিজারই আন্দোলিত করেছে শাকিব-অনুরাগীদের হৃদয়।
ঢাকাই সিনেমার এই তারকা অভিনেতা বর্তমানে তার ক্যারিয়ারের সফলতার শীর্ষে অবস্থান করছেন। প্রিয়তমা, তুফানের মতো ব্যাক-টু-ব্যাক ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়ে শাকিব খান চলচ্চিত্র অঙ্গনে নিজেকে এক অনন্য অবস্থানে নিয়ে গিয়েছেন এবং এই সিনেমাগুলোর সাফল্য দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়েছে। এই সুপারস্টার এখন যেন যত দিন যাচ্ছে নিজেকে আরো নতুনরূপে উপস্থাপন করছেন ।
আর তাই সবার প্রত্যাশা ছিল তার নতুন সিনেমা ‘বরবাদ’র ক্ষেত্রেও শাকিব খানকে নতুন রূপেই দেখা যাবে এবং টিজারে তারই প্রমাণ মিললো। টিজার যেন বলে দিল এবার ‘বরবাদ’ দিয়ে তিনি ঢাকাই সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে প্রস্তুত। আর ছবির প্রথম ঝলক দেখে ইতোমধ্যে ভক্তরা একবাক্যে বলছেন, শাকিব বরবাদ করে দিতে চলেছেন সিনেমার সব রেকর্ড।
শাকিব খান ও প্রযোজনা সংস্থার ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত ‘বরবাদ’-এর টিজার ইতোমধ্যে সিনেপ্রেমীদের মনোযোগ কেড়ে নিয়েছে। ‘বরবাদ’-এর টিজারে শাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে যা নিয়ে চর্চা চলছে এবং সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শেষ দৃশ্যে তাঁর লম্বা দাড়িওয়ালা লুক নিয়ে।ছবি যে ধামকাদার অ্যাকশন দৃশ্যে ভরপুর এবং আর অ্যাকশনগুলো হবে যথেষ্ট নৃশংস, সেটাও বোঝা গেছে টিজার দেখে।
‘আমি শুধু একটা জিনিসই ভাবি, নীতু শুধু আমার।’- টিজারে প্রকাশিত ‘বরবাদ’ সিনেমার এই সংলাপ আর
টিজারের দৃশ্য বলে দেয় প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে এটি। আর এই গল্পের অন্যতম নিয়ামক যে টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত সেটা তিনি টিজারের স্বল্প উপস্থিতিতেও বুঝিয়েছেন ও চমকে দিয়েছেন।তার লুক, এক্সপ্রেশন দেখে অনেকেই মন্তব্য করছেন, এবার জমজমাট লড়াই হবে।
আরও পড়ুনঃ- শ্রদ্ধা নিবেদনের পরে মায়ের কবরে শায়িত হবেন নির্মাতা অঞ্জন
মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় ধুম ধারাকা অ্যাকশনের সঙ্গে মিশেছে রোমান্স। কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ‘নিতু’ চরিত্রে শাকিবের প্রেমিকা হিসেবে দেখা দিয়েছেন এবং এই নীতুর জন্য শাকিব পাগল , নীতুকে না পেলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারেন। ধারালো তরবারি হাতে, রক্তে ভেজা মুখে এবং বিদ্রোহের আগুনের মাঝে প্রেমের ছোঁয়া এনে ঢালিউড সুপারস্টার বুঝিয়ে দিয়েছেন, এবার তিনি আসলেই সব সীমা ছাড়িয়ে যেতে চলেছেন।
"বরবাদ" সিনেমা প্রসঙ্গে ইতিমধ্যেই শাকিব খান বলেছেন, "আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে এটা। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফান করেছি। এবার বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০-২০০ কোটির ক্লাবেও যাবে।"
শতাধিক নাটক নির্মাণের পর ‘বরবাদ’ দিয়ে প্রথম সিনেমা নির্মাণে আসছেন মেহেদী হাসান হৃদয়। সেকারণেই নিজের প্রথম ছবি দিয়ে সবাইকে চমকে দিতে প্রস্তুত এই তরুণ নির্মাতা। আর নির্মাতা যেমন বলেছিলেন টিজার-ট্রেলার রিলিজের পর দর্শকরা ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন তেমন প্রমাণই টিজার মুক্তির পর মিলেছে।
শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগর। একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।
আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী ‘বরবাদ’ মুক্তি পাবে।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...