By using this site, you agree to our Terms and Conditions and Privacy Policy.

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে জামিল আহমেদের পদত্যাগ

ডেস্ক রিপোর্টার

২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:২৬ পি এম

ঢালিউড
শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে জামিল আহমেদের পদত্যাগ

দেশের ক্রান্তিলগ্নে শিল্পকলা একাডেমির দায়িত্বভার গ্রহণের মাত্র সাড়ে পাঁচ মাস পর মহাপরিচালকের পদ ছাড়লেন সৈয়দ জামিল আহমেদ।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ১০ সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন সৈয়দ জামিল আহমেদ। দায়িত্ব গ্রহণের পর থেকে নানাবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গিয়েছেন এই নাট্যব্যক্তিত্ব। কিন্তু হঠাৎ করে তার এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই সবাইকে চমকে দিয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’ এর সমাপনী অনুষ্ঠান ছিলো যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি পদত্যাগের প্রসঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। বক্তব্য থামিয়ে অনুষ্ঠানের মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর লেখা এ পদত্যাগপত্র তুলে দেন শিল্পকলার মহাপরিচালক । তার হঠাৎ এই ঘোষণা উপস্থিত সকলকে হতবিহ্বল করে দেয়।

তবে মহাপরিচালকের পদত্যাগপত্র শিল্পকলার সচিবের গ্রহণের এখতিয়ার নেই। সেজন্য শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকের সামনে বলেন, ‘শিল্পকলার সচিব হিসেবে এটি (পদত্যাগপত্র) শুধু হাতে নিয়েছি। কিন্তু শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এই পদত্যাগপত্র গ্রহণ করেননি।’

সচিব বরাবর দেওয়া ওই পদত্যাগপত্রে সৈয়দ জামিল আহমেদ লিখেছেন, ‘আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিযুক্ত আছি। অদ্য ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মহাপরিচালক পদ থেকে ইস্তফা গ্রহণ করছি।’

তিনি আরও লিখেছেন, ‘আমার পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’

এদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান আজ সন্ধ্যায় সংবাদমাধ্যমে জানান, তিনি এখনো চিঠি পাননি, তবে বিষয়টি শুনেছেন। চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলতে পারবেন। এছাড়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বরত কেউ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলে জানা গেছে।

পদত্যাগ বিষয়ে অনুষ্ঠানে প্রদেয় বক্তব্যে সৈয়দ জামিল বলেন,“পদত্যাগের বিষয়টি একেবারে সুচিন্তিত ভাবনা আমার। গতকাল বিকেল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত ভেবে পদত্যাগের সিদ্ধান্ত নিলাম।” এছাড়া বক্তব্যে বেশকিছু অভিযোগের কথা বললেও পদত্যাগ পত্রতে সংস্কৃতি মন্ত্রণালয় বরাবর শুধু ‘ইস্তফা’-ই চেয়েছেন। আর কেন তিনি ইস্তফা চাইছেন, এ বিষয়ে পদত্যাগ পত্রে কিছু উল্লেখ করেননি।

আরও পড়ুনঃ- ‘বরবাদ’-এর টিজারে তাক লাগানো শাকিব খান

এর আগে, ছাত্র–জনতার গণ অভ্যুত্থানের জেরে গত ১২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। টানা ১৩ বছর পর এই দায়িত্বে থেকে অব্যাহতি নেন তিনি। লাকীর পদত্যাগের পর অনেকে সৈয়দ জামিল আহমেদকে মহাপরিচালকের দায়িত্বে আনার দাবি তুলেছিলেন। তবে দায়িত্ব নেওয়ার প্রশ্নে আগ্রহী ছিলেন না তিনি। সে সময় দেশের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি একদমই দায়িত্ব নিতে চাইনি। উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আমাকে কল দিয়েছিলেন। আমাকে বোঝালেন, ওনার কথাগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এতগুলো মানুষ শহীদ হয়েছে, এখন পরিবর্তনের সুযোগ এসেছে। শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে দায়িত্ব নিচ্ছি।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর তাকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ডেস্ক রিপোর্টার

68
anonymous

সর্বাধিক পঠিত

Loading...