অ্যাশেজের মানবিক উদ্যোগ: অ্যালবামের অর্থ যাবে হাসপাতাল তহবিলে।
দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’ তাদের দেড় দশকের বেশি পথচলায় অসংখ্য গান উপহার দিয়েছে শ্রোতাদের।আর এবার আনতে যাচ্ছে ‘মানুষের জন্য’ শিরোনামে নতুন অ্যালবাম।
ব্যান্ডদল অ্যাশেজ সংগীত ভুবনে তাদের যাত্রা শুরু করে ২৭ নভেম্বর, ২০০৮ সালে। যদিও এর অনেক আগে থেকে তারা নিজেরা প্র্যাকটিস করে এসেছিল বিভিন্ন নামে। অ্যাশেজ ২০০৮ সালে প্রথম কনসার্ট করে ধানমন্ডিতে এবং তাদের প্রথম গান রিলিজ হয় ২০১০ সালে। তারপর যথাক্রমে একাধিক একক অ্যালবাম এবং মিক্সড অ্যালবামসহ নানান মাধ্যমে গান রিলিজ করে আসছে তারা।
ব্যান্ডদলটির আগামী অ্যালবাম ‘মানুষের জন্য’ ১০টি গানে সাজানো যার সব আয় খরচ হবে মানবিক সহায়তায় এবং সম্মানী বা আয়ের অংশ নেবেন না ব্যান্ডটির কোনো সদস্য। আয়কৃত অর্থ সরাসরি পৌঁছে যাবে হাসপাতালের তহবিলে, যা খরচ হবে ক্যানসার, কিডনি, প্যারালাইসিস, চোখসহ বিভিন্ন জটিল রোগীর সহায়তায়। চলতি বছরের শেষে পূর্ণাঙ্গ অ্যালবামটি একসঙ্গে প্রকাশিত হবে বলে সংবাদমাধ্যমে জানিয়েছে ব্যান্ডটি।
তাদের এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভান বলেন, ‘কনসার্ট থেকে উপার্জিত টাকার একটি ভাগ আমরা খরচ করি মানুষের জন্য। কিন্তু এতে শুধু একজনের পাশে হয়তো একবারই দাঁড়াতে পারছি। কীভাবে এসব মানুষের পাশে আরও ভালোভাবে দাঁড়ানো যায়, সেই চিন্তার ফল এই অ্যালবাম। অ্যালবাম থেকে আয়কৃত সব অর্থ খরচ হবে অসহায় মানুষের চিকিৎসায়। শুরুতে ক্যানসার, কিডনি ও প্যারালাইসিস রোগীকে প্রাধান্য দেব। ’
আর্থিক এই সাহায্যের স্বচ্ছতার বিষয়ে জুনায়েদ ইভান বলেন, ‘এখানে বিশ্বাস একটা বড় বিষয়, মানবিক এসব কাজে প্রচুর স্ক্যাম (জালিয়াতি) হয়। আমরা কোনো সময় সরাসরি টাকার দায়িত্ব নিইনি, সব সময় রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি। এই অ্যালবামেও এ স্বচ্ছতা থাকবে। মানুষের সহায়তা সরাসরি পৌঁছে যাবে হাসপাতালে। আমরা শুধু অর্থের হিসাব থেকে কার পেছনে খরচ হচ্ছে, সে হিসাব রাখব।’
আরও পড়ুনঃ- কিয়ারার নতুন অধ্যায় সূচনার ঘোষণায় উচ্ছ্বসিত বলিউড ও ভক্তরা
সংগীতশিল্পী আরও বলেন, ‘কনসার্ট ছাড়া কোনো সামাজিক বা করপোরেট কোনো অনুষ্ঠানে আমি যাই না। কিন্তু এবার যত জায়গায় যাওয়ার, আমি যাব। এ অ্যালবামের জন্য যতটা পরিশ্রম ও প্রচার প্রয়োজন, আমিসহ ব্যান্ডের সদস্যরা তা করবেন। বিশ্ববিদ্যালয়, কলেজের ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা যাব। সবাই মিলে চেষ্টা করলে ভালো ফল বয়ে আনবে বলে বিশ্বাস করি। যত দিন গানগুলো বেঁচে থাকবে, তত দিন একজন একজন করে শত শত প্যারালাইসিস রোগী হাঁটতে শুরু করবে।’
মানবতার কল্যাণে এগিয়ে আসা অ্যাশেজের জন্য নতুন কিছু নয়।গানের বাইরে মানবিক বিভিন্ন উদ্যোগে এই ব্যান্ডদল এর আগেও সংবাদের শিরোনাম হয়েছে । ক্যানসার ও কিডনি রোগীদের চিকিৎসা করিয়ে ব্যান্ডটি কুড়িয়েছে প্রশংসা। তাদের তথ্যমতে, গত এক দশকে ১০০ জনের বেশি ক্যানসার ও জটিল কিডনি রোগীর চিকিৎসা করিয়েছে তারা।
এ সম্পর্কে এর আগে জুনায়েদ ইভান বলেছিলেন, ‘সব সময় মানুষের কাছে টাকা না চেয়ে মাঝেমধ্যে নিজেরাই কনসার্ট থেকে আয়ের একটা অংশ দেওয়া শুরু করি। চ্যারিটি করা শুরু করি। ওই সব কনসার্ট থেকে পাওয়া আমার পারিশ্রমিকের পুরোটাই দিতাম। পাশাপাশি সাউন্ডের লোকজনসহ আরও যাঁরা আমাদের সঙ্গে যুক্ত থাকেন, তাঁদেরও চ্যারিটি কনসার্টগুলো থেকে পারিশ্রমিক কম নিতে বলতাম। তাঁরাও হাসিমুখে কম নিতেন।’
‘মানুষের জন্য’ অ্যালবাম ছাড়াও চলতি বছরের মাঝামাঝি আরও একটি অ্যালবাম আনতে যাচ্ছে অ্যাশেজ। ১০ গানে সমৃদ্ধ অ্যালবামটির শিরোনাম ‘বিভ্রম’। যার বেশ কয়েকটি গান ইতিমধ্যে তৈরি হয়েছে।
অ্যাশেজ ব্যান্ডের বর্তমান লাইনআপে রয়েছে জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কি–বোর্ড), তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।
বর্তমান প্রজন্মের নন্দিত এই ব্যান্ডদলটির জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘উড়ে যাওয়া পাখির চোখে’, ‘তারাবাতি জ্বলে তারাবাতি নেভে’, ‘এমন চেনা চিনবে লোকে’, ‘কেমন আছো কোথায়’, ‘তামাক পাতা’, ‘হলুদ ল্যাম্পপোস্ট’, ‘ধুলাবালি’, ‘আয়না’, ‘রূপকথা সে’সহ বেশকিছু গান।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...