ঈদে হরর ছবি মুক্তির ট্রেন্ড বজায় রেখে জাজ মাল্টিমিডিয়া মুক্তি দিতে যাচ্ছে ‘জ্বীন ৩'। তবে সোমবার ৩ মার্চ ছবির প্রকাশিত পোস্টার দেখে নেটদুনিয়ায় উঠেছে হাসির রোল।
গত বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এগারোটি সিনেমার মধ্যে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মোনা: জ্বীন টু' ছিল অন্যতম। নির্মাণ সংশ্লিষ্টদের মতে, মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল এই হরর থ্রিলার সিনেমাটি। আর তাই ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’-এর সফলতার ধারা অনুসরণ করে আসন্ন ঈদুল ফিতরে আসছে এই সিনেমার তৃতীয় কিস্তি।
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত এই ছবির নাম রাখা হয়েছে ‘জ্বিন ৩’। আর এই সিনেমাটি নির্মিত হয়েছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে। প্রযোজনা প্রতিষ্ঠানটি ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি আসন্ন রোজার ঈদে মুক্তি দিতে জোরেসোরে প্রস্তুতি নিচ্ছে।
তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজে সিনেমার একটি পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে দেখা যায়, সাদা বস্তায় বন্দি একটি শিশু, যার চোখ সাদা। একেবারে জ্ল জ্ল করছেন। চারপাশে ধোঁয়া ও অন্ধকারের মধ্যে আগুনের আবছা কুন্ডুলি এবং পোস্টারে অভিনয় শিল্পীদের নামও উল্লেখ করা হয়েছে।
প্রকাশের ২৪ ঘণ্টায় দেখা যায়, ৫.১ হাজার রিয়েকশন পড়েছে! যার মধ্যে ৩.৬ হাজার-ই হাহা রিয়েক্ট! প্রায় ৮৩৯টি কমেন্ট দেখা গেছে এবং পোস্টটি শতাধিক শেয়ার হয়েছে! তবে ভৌতিক সিনেমায় পোস্টারে এমন ‘হাহা রিয়েক্ট’ সয়লাব দেখে নেটিজেনরা বিষ্মিত হয়েছেন!
মুশতাক আহমেদ নামে এক নেটিজেন লিখেছেন, 'পোস্টের রিয়েক্ট দেখে বোঝা যাচ্ছে পোস্টার মানুষের কেমন লেগেছে।' নীল মোহনা নামে আরেকজন লিখেছেন, 'আগের জ্বীনে ভৌতিক সিনেমার কথা বলে কমেডি সিনেমা দেখানো হয়েছে। এ কারণে মানুষ হা হা দিয়ে মজা নিচ্ছে।'
আদনান নামে এক নেটাগরিক লিখেছেন, 'কী বানাচ্ছে এটা? পোস্টার দেখে হাসবো নাকি ভয় পাবো?' ফাতিমা আহমেদ নামে আরেকজন লিখেছেন, 'আগের দুই জ্বীন-এর চেয়ে এটা ভয়ংকর মনে হচ্ছে!' ওই মন্তব্যের উত্তরে জাজ থেকে লেখা হয়েছে, ভালো কিছু দেখার জন্য আশা রাখেন।'
‘জ্বীন ৩’ পরিচালক দর্শকের এমন প্রতিক্রিয়া ও মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ অনেক ভালো চলছে। আমাদের টার্গেট আগের দুটিকে ছাড়িয়ে যাওয়া। ফেসবুকে ভালো-মন্দ কমেন্ট সবই থাকে। এগুলো কোনো ব্যাপার না।'
আরও পড়ুনঃ- রণবীর আলাহবাদিয়াকে শো চালুর অনুমতি দিল ভারতীয় সুপ্রিম কোর্ট
কামরুজ্জামান রোমানের পরিচালনায় ভৌতিক এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নুন সজল। জাজের কর্ণধার আব্দুল আজিজ সিনেমা সম্পর্কে জানান, ‘জ্বীন ২’-এর মত এই ছবিটিও বাস্তব গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তিনি আরো জানান, সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার দাদিও নাকি জ্বীন পালন করতেন।
সিনেমার প্রসঙ্গে প্রযোজক আজিজ বলেন, ‘এই সিনেমা নির্মাণের জন্য কোরআন শরীফে জ্বীন নিয়ে যতগুলো আয়াত আছে সব পড়েছি। জ্বীন ২ একটি মেয়ের (মোনা) গল্প নিয়ে তৈরি করা হয়েছিল। তবে এবারের গল্প সুমন নামের একটি ছেলেকে নিয়ে এগিয়েছে।’
ইতোমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে পোস্ট প্রডাকশনের কাজ চলছে। মুক্তির বিষয়ে ছবিটির নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, ছবির শুটিং ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এখন ডাবিংয়ের কাজ চলছে। কেবল সার্টিফিকেট পেলেই সিনেমাটি ঈদে মুক্তি দিতে পারি।
'জ্বীন ৩' সিনেমায় সজল ও নুসরাত ফারিয়া ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরা, ইকরা, হারুন, মিনু, জেসমিন, ইমরান হাসু, আমিন সরকার, স্বর্ণা ও সাকিব।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...