গত ঈদের মতো এবারও হরর ছবি 'জ্বীন' নিয়ে আসছে জাজ মাল্টিমিডিয়া। এখন ছবির ৩য় কিস্তির শেষ ভাগের শুটিংয়ে ব্যস্ত পুরো ইউনিট। তাই জ্বর নিয়েই শুটিং করছেন অভিনেতা সজল।
গত বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এগারোটি সিনেমার মধ্যে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মোনা: জ্বীন টু' ছিল অন্যতম। নির্মাণ সংশ্লিষ্টদের মতে, মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল এই হরর থ্রিলার সিনেমাটি। আর তাই ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’-এর সফলতার ধারা অনুসরণ করে আসন্ন ঈদুল ফিতরে আসছে এই সিনেমার সিক্যুয়েল।
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত এই ছবির নাম রাখা হয়েছে ‘জ্বিন ৩’ এবং এই সিনেমাটি নির্মিত হয়েছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে।প্রযোজনা প্রতিষ্ঠানটি ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি আসন্ন রোজার ঈদে মুক্তি দিতে জোরেসোরে প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে চলছে এর শেষ অংশের শুটিং যেখানে অসুস্থ অবস্থাতেই কাজ করছেন সিনেমার নায়ক আবদুন নূর সজল।
গত পাঁচ দিন ধরেই জ্বরে আক্রান্ত অভিনেতা এবং গত সপ্তাহে শুটিং করে গলার স্বরও বসে গেছে। এমন অবস্থায় নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হচ্ছে এই অভিনেতাকে। চিকিৎসক বিশ্রাম নেয়ার পরামর্শ দিলেও অসুস্থতা নিয়েই বাধ্য হয়ে শুটিং করতে হচ্ছে অভিনেতা আবদুন নূর সজলকে।
বুধবার শুরু হয়েছে ‘জ্বীন-৩’ সিনেমার শেষ অংশের শুটিং। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটি ঈদে মুক্তির ঘোষণা দেয়াতে পূর্বনির্ধারিত সময়ের শিডিউলে শুটিং করতে হচ্ছে সজলকে। এই বিষয়ে অভিনেতা বলেন, ‘সর্বশেষ শুটিংয়ে দৃশ্যের প্রয়োজনে উচ্চ স্বরে কথা বলতে হয়েছে। এ জন্য ছয় দিন আগে প্রথম গলা ভাঙে। এখন ইনফেকশন হয়ে গেছে। ঠিকমতো কথা বলতে পারছি না। পরে চার দিন ধরে জ্বরে কাহিল।’
সজল আরও বলেন, ‘আগে থেকেই শিডিউল দেওয়া ছিল। এই সময়ে শুটিং করতে না পারলে সিনেমাটি ঈদে মুক্তি দেওয়া কঠিন হয়ে যাবে। যে কারণে ১০১ ডিগ্রি জ্বর নিয়েই শুটিংয়ে এসেছি। গতকালও টানা ১০২ ও ১০৩ জ্বর ছিল। চিকিৎসক বলেই দিয়েছেন, এ মুহূর্তে বের হওয়া যাবে না। কিন্তু উপায় নেই। শুটিং ইউনিট থেকে আমাকে সব রকম সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। রেস্ট নিয়ে নিয়েই শুটিং করছি। এমন পরিস্থিতির মধ্যে সব সময় তো পড়তে হয় না। কিছু করার নেই। সিনেমাটি ঈদে আসবে, যে কারণে তাড়াহুড়া রয়েছে।’
আরও পড়ুনঃ- "খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার"-এ প্রসেনজিত- জিতের জোর টক্কর
‘জ্বীন’ সিনেমার প্রথম কিস্তিতে অভিনয় করে প্রশংসিত হলেও দ্বিতীয় কিস্তিতে ছিলেন না সজল। এবার তিনি যুক্ত হলেন তৃতীয় কিস্তিতে। তিনি জানান, এবার ‘জ্বীন-৩’ সিনেমার চরিত্রটি নিয়ে আরও সচেতন তিনি এবং এক মাসের বেশি সময় ধরে প্রি-প্রোডাকশনে সময় দিয়েছেন। নিয়মিত অনুশীলনে অংশ নিয়ে নিজেকে পুরো ফিট করেই শুটিংয়ে নেমেছেন তিনি।
সজল এই কিস্তিতে যুক্ত হওয়া প্রসঙ্গে বলেন, ‘আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে “জ্বীন” সিনেমা। সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছি সিনেমাটি থেকে। সিনেমাটি ভালো ব্যবসাও করেছিল। এবার “জ্বীন ৩” নিয়ে যুদ্ধ হবে আমার নিজের সঙ্গেই; নিজেকে কতটা ছাড়িয়ে যেতে পারব, সেই চাপ টের পাচ্ছি। এটা আমার জন্য চ্যালেঞ্জিং। কারণ, আমি আরও ভালো করতে চাই।’
বাগেরহাট ষাটগম্বুজ এলাকায় এখন সিনেমার শুটিং চলছে। টানা পাঁচ দিন চলবে শুটিং। গান দিয়েই শেষ হবে সিনেমার কাজ।
এর আগে, গত সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজে সিনেমার একটি পোস্টার প্রকাশ করা হয় যা দেখে নেটিজেনদের মাঝে হাসির রোল ওঠে। প্রকাশের ২৪ ঘণ্টায় দেখা যায়, ৫.১ হাজার রিয়েকশন পড়েছে যার মধ্যে ৩.৬ হাজার-ই হাহা রিয়েক্ট! তবে ভৌতিক সিনেমায় পোস্টারে এমন ‘হাহা রিয়েক্ট’ সয়লাব দেখে নেটিজেনরা বিস্মিত হয়েছেন!
কামরুজ্জামান রোমানের পরিচালনায় ভৌতিক এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নুন সজল। জাজের কর্ণধার আব্দুল আজিজ সিনেমা সম্পর্কে জানান, ‘জ্বীন ২’-এর মত এই ছবিটিও বাস্তব গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। জ্বীন ২ একটি মেয়ের (মোনা) গল্প নিয়ে তৈরি করা হয়েছিল। তবে এবারের গল্প সুমন নামের একটি ছেলেকে নিয়ে এগিয়েছে।’
'জ্বীন ৩' সিনেমায় সজল ও নুসরাত ফারিয়া ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরা, ইকরা, হারুন, মিনু, জেসমিন, ইমরান হাসু, আমিন সরকার, স্বর্ণা ও সাকিব।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...