নির্মাণের পর থেকেই একের পর এক আন্তর্জাতিক উৎসবে ঘুরে বেড়াচ্ছে মেহজাবীন অভিনীত প্রথম ছবি 'সাবা'। সিনেমাটির এবারের গন্তব্য জাপানের ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল।
শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ও মাকসুদ হোসাইন নির্মিত ‘সাবা’ চলচ্চিত্র টরেন্টো ও বুসান উৎসব দুটোতে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে বেশ। গতবছরের সেপ্টেম্বরে ৪৯তম টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘সাবা’র এবং অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হয় এটি। এরপর একমাত্র বাংলাদেশী চলচ্চিত্র হিসেবে ছবিটি গত বছরের "রেড সী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল" উৎসবের উদ্বোধনী রাতে প্রদর্শিত হয় এবং একইভাবে এবার জাপানের ২০তম ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ‘সাবা’।
এবার ওসাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছেন ছবিটির নির্মাতা মাকসুদ হোসাইন। সম্প্রতি বার্লিন চলচ্চিত্র উৎসবের বার্লিনাল ট্যালেন্টসে অংশ নিয়ে দেশে ফিরেছেন তিনি এবং বর্তমানে জাপানের উৎসবে অংশগ্রহণের জন্য প্রস্তুত হচ্ছেন । উৎসব প্রসঙ্গে নির্মাতা জানান, ওসাকা ফিল্ম ফেস্টিভ্যাল ১৪ মার্চ শুরু হয়ে চলবে ২৩ মার্চ পর্যন্ত।এখানে 'সাবা'র তিনটি প্রদর্শনী হবে। নির্মাতা একাই উৎসবে অংশ নিবেন বলে জানান।
উৎসবে তার কার্যক্রম সম্পর্কে এই পরিচালক বলেন, ‘“সাবা” প্রদর্শনের পাশাপাশি উৎসবে আমাকে নিয়ে একটি সিম্পোজিয়াম বা বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। সেখানে আমার সিনেমার ক্যারিয়ার, পরিচালনায় আসা, “সাবা” সিনেমা নির্মাণের জার্নিসহ চলচ্চিত্রের নানা প্রসঙ্গে আলোচনা হবে।’
বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ‘সাবা’ প্রদর্শিত হলেও দেশের প্রেক্ষাগৃহে এখনও মুক্তি পায়নি। এবার নিজ দেশে সাবা’র মুক্তির খবরও দিলেন নির্মাতা। আগামী জুনে প্রেক্ষাগৃহে সিনেমাটি তারা মুক্তি দিতে চান বলে জানালেন।
আরও পড়ুনঃ- মাতৃত্বের জন্য 'ডন ৩’র ছাড়লেন কিয়ারা আদভানি
ছবির মুক্তি প্রসঙ্গে মাকসুদ বলেন, ‘গত বছর আমাদের সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে সরে আসি। ভেবেছিলাম, দুই ঈদের মাঝামাঝি সময়ে দেব। সেটাও হয়তো সম্ভব হবে না। আমরা জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে সিনেমাটি রিলিজ দিতে চাই।’
‘সাবা’ সিনেমার গল্প দুই যুগ আগে ঘটা একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে আবির্ভুত হয়েছে যেখানে আহত হয় ১২ বছরের এক কিশোরী ও তার মা।কিশোরীটি দুর্ঘটনায় মানসিকভাবে আঘাত পায় আর মায়ের সঙ্গী হয় হুইলচেয়ার। দুর্ঘটনা-পরবর্তী পরিস্থিতি নিয়েই চিত্রিত হয়েছে পুরো সিনেমার কাহিনী।
সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী আর মেয়ের ভূমিকায় রয়েছেন মেহজাবীন চৌধুরী। এছাড়া গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে রয়েছেন মোস্তফা মন্ওয়ার।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...