
অমির ঈদের ওয়েব ফিল্ম 'হাউ সুইট'র টিজারে আকৃষ্ট দর্শকেরা
দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম নির্মাতা অমি তার ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে জনপ্রিয় হলেও অসংখ্য কাজ করেছেন। এবার ঈদে তিনি দর্শকের জন্য নিয়ে আসছেন নতুন চমক।
কাজল আরেফিন অমি তার ক্যারিয়ারে একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ নির্মাণ করেছেন।‘হোটেল রিলাক্স’ ও ‘অসময়’, 'ফিমেল ৪' বানিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও ব্যাপক সাড়া ফেলেছিলেন এবং এই কনটেন্টগুলোর সাফল্যে ও দর্শক সাড়ায় বর্তমানে নিয়মিত ওটিটিতে কাজ করছেন। জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণকে নিয়ে নির্মাতা এবার নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ এবং এটি ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে গিয়ে মুক্তি পেতে যাচ্ছে আগামী ঈদুল ফিতরে।
নির্ধারিত সময়ে ওয়েবফিল্মটি মুক্তি দিতে না পারার বিষয়ে পরিচালক অমি জানান, পোস্ট প্রডাকশনে কালারের কাজ শেষ হয়নি বলে ভ্যালেন্টাইনস ডে তে মুক্তি দেয়া সম্ভব হয়নি। এর মধ্যে আবার ভিসা জটিলতা ছিল। তিনি বলেন, "হাউ সুইট" ঈদে এলে আরও বেশি জমবে। কারণ, এটি রোমান্টিক এবং কমেডি গল্পে নির্মিত। আমার বিশ্বাস ঈদে দর্শকদের মন মাতাবে ওয়েবফিল্মটি।'
এদিকে ওয়েব ফিল্মটি মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে ৮ মার্চ অনলাইনে প্রকাশ করা হয়েছে একটি টিজার। টিজারটি প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে। ৫৯ সেকেন্ডের টিজারে এক জমজমাট বিনোদনধর্মী সিনেমার আভাস পেয়েছেন দর্শকরা।
যদিও টিজার দেখে গল্প সম্পর্কে আন্দাজ করা যায়নি কারণ শুধুমাত্র সিনেমার চুম্বক অংশ দেখিয়ে চরিত্রগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন নির্মাতা।
শুরুতেই অপূর্বকে সদরঘাটে দেখা গেলেও তিনি বরিশালের লঞ্চে উঠবেন কি না সেটা প্রকাশ করেননি নির্মাতা। এরপরই ফারিণকে দেখা যায় দৌড় দিতে তবে কেন তিনি দৌড়াচ্ছেন, সেটাও পরিষ্কার বোঝা যায়নি।
"হাউ সুইট" ওয়েব ফিল্ম সম্পর্কে অমি বলেন, "চমচম খেলে যেমন মিষ্টি অনুভব হয়, এই গল্পটি দেখলে দর্শকদের সেই অনুভূতি হবে। আর এই ধরনের কাজে অপূর্ব ভাই ছাড়া কেউ মাথায় আসেনি। ফারিণের সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। সে রোমান্টিক সিরিয়াস দুই চরিত্রেও ভালো করে। এ কারণে অপূর্ব ভাই ও ফারিণকে নেয়া হয়েছে। অপেক্ষা করছি কবে দর্শকদের দেখাতে পারবো।"
আরও পড়ুনঃ- দীর্ঘ বিরতি শেষে চলচ্চিত্রের গানে ফিরলেন মিলা ইসলাম
এ সিনেমাটির মাধ্যমে ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতার সঙ্গে প্রায় পাঁচ বছর পর কাজ করেছেন অপূর্ব।নতুন এই কাজটি নিয়ে অপূর্ব বলেন, "অনেক দিন পর অমির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আমি সিনেমার গল্পটা শুনে খুব উচ্ছ্বসিত হয়ে যাই কবে কাজটি শুরু করব– এটি ভেবে। তাছাড়া দীর্ঘদিন হয়েছে ওটিটিতে ফারিণের সঙ্গে কোনো কাজ নেই। আমি চাচ্ছিলাম এরকম একটি কাজ দিয়ে পর্দায় আসার। সব মিলিয়ে ‘হাউ সুইট’ নিয়ে আমি খুব আশাবাদী। অমির আগের কাজগুলো দেখে দর্শক যেমন উপভোগ করেছে, এবারও তেমনটা হবে। নাচে, গানে ভরপুর খুব সুন্দর একটি সিনেমা উপহার পেতে যাচ্ছে দর্শক।"
ফারিণ এই ওয়েবফিল্মটি নিয়ে বলেন, 'অপূর্ব ভাইয়ের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। তবে ওটিটিতে এটি আমাদের দ্বিতীয় কাজ। আশা করছি ‘হাউ সুইট’-এর মাধ্যমে দর্শক এ জুটিকে নতুনভাবে আবিষ্কার করবেন।আশা করছি, বাণিজ্যিক ঘরানার একটি ওয়েব ফিল্ম আপনারা দেখতে পাবেন।’
এর আগে, ফারিণের সঙ্গে কাজ প্রসঙ্গে অপূর্ব বলেছেন, ‘তাসনিয়া ফারিণের সঙ্গেও আমার অনেক কাজ হয়েছে। অভিজ্ঞতা সব সময় খুব ভালো।ফারিণও এখন খুব জনপ্রিয়, তাকে নিয়ে কোথাও গেলে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়। সব মিলিয়ে বলতে পারি, ব্যতিক্রমী কাজ এটি।’
বরিশাল, ঢাকার বিভিন্ন লোকেশন শুটিং হয়েছে ‘হাউ সুইট’র। তারকাবহুল এ সিনেমায় দেখা যাবে অপূর্ব, তাসনিয়া ফারিণ, পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু, মাহাকে। ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...