
মাগুরায় নি*পী*ড়নের শিকার শিশুর জন্য বিচার চাইলেন শাকিব খান
মাগুরায় ৮ বছরের শিশু ধ*র্ষ*ণের শিকারের ঘটনায় উত্তাল দেশ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টির বিরুদ্ধে প্রতিবাদরত অনেকেই। ঢাকাই তারকা শাকিবও তাদের সাথে যুক্ত হলেন।
মাগুরায় বড়বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুর ও দুলাভাইয়ের দ্বারা ধ*র্ষ*ণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। গত ৬ মার্চ বৃহস্পতিবার এই অমানুষিক ঘটনাটি ঘটে এবং এরপর থেকে চিকিৎসাধীন শিশুর অবস্থা এখনও চরম সংকটাপন্ন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছেন।
ধর্ষণে অভিযুক্তদের ফাঁসি ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছে। এবার এই ঘৃণ্য অপরাধের বিচার চাইলেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুকে হ্যাশ ট্যাগ দিয়ে তিনি লিখেছেন, ‘জাস্টিস ফর আছিয়া। উই ওয়ান্ট জাস্টিস।’
রবিবার দুপুরে শাকিব খানের পোস্টটি দেয়ামাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। তার অনুসারীরা ও ভক্তরা তারকা অভিনেতার প্রতিবাদে সরব হওয়ার এই উদ্যোগে তাকে বাহবা দিয়ে মন্তব্য করেছেন। তবে বিষয়টি নিয়ে শাকিব প্রতিবাদ করলেও দেশের অনেক তারকা এই বিষয়ে নিশ্চুপ আছেন।
ঢালিউডের এই সুপারস্টার কিছুদিন আগেও ছিলেন আমেরিকায়। মাত্রই দেশে ফিরেছেন। শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, বিষয়টি অন্যান্য সাধারণ নাগরিকের মতোই আহত করেছে শাকিব খানকে।
আরও পড়ুনঃ- অমির ঈদের ওয়েব ফিল্ম 'হাউ সুইট'র টিজারে আকৃষ্ট দর্শকেরা
এদিকে, হাইকোর্ট ১৮০ দিনের মধ্যে মাগুরায় শিশু ধ*র্ষ*ণের ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষ করার নির্দেশ দিয়েছেন। নারী, শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। পরে বিটিআরসি ও পুলিশকে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি পত্রিকা, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...