
ধ*র্ষ*কদের সর্বোচ্চ শাস্তির দাবি চলচ্চিত্র শিল্পী সমিতির
দেশের বিভিন্ন স্থানে নারী- শিশু নি*পী*ড়নের ঘটনায় ক্ষুব্ধ জনতাসহ শিল্পীরা। এবার মাগুরার শিশু আছিয়ার ধ*র্ষ*ণ ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে শিল্পী সমিতি।
মাগুরায় বড়বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুর ও দুলাভাইয়ের দ্বারা ধ*র্ষ*ণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। গত ৬ মার্চ বৃহস্পতিবার এই অমানুষিক ঘটনাটি ঘটে এবং এরপর থেকে চিকিৎসাধীন শিশুর অবস্থা এখনও চরম সংকটাপন্ন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছেন।
ধর্ষণে অভিযুক্তদের ফাঁসি ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১০ মার্চ) বিকেলে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মূল ফটকের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এই মানববন্ধনে বক্তব্য রাখেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, অভিনেত্রী রোজিনাসহ অনেকেই।
শিল্পী সমিতির সভাপতি ও বিশিষ্ট অভিনেতা মিশা সওদাগর এই জঘন্য অপরাধের শাস্তি প্রদানে বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন,"আমরা চাই শিশু ধ*র্ষ*ণসহ সকল ধ*র্ষ*ণ ও নারীদের প্রতি স*হিং*স*তার মা*ম*লা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক; যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না, দশবার ভাবে। একইসঙ্গে, প্রমাণ সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়। শুধু কঠোর শাস্তিই যথেষ্ট নয়, সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাও অপরিহার্য বলে আমরা মনে করি।"
তিনি আরও বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। শিশু ধ*র্ষ*ণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, আমরা সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই—শিশু ধ*র্ষ*ণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন।"
আরও পড়ুনঃ- আইফা অ্যাওয়ার্ডের রজতজয়ন্তীতে ‘লাপাতা লেডিস'র সাফল্যগাঁথা
শিল্পী সমিতির পক্ষ থেকে এই অভিনেতা বলেন," একটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজকের শিশু আগামীর অবলম্বন, তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার। এবং আমরা চাই না আর কোনো আছিয়া যেন ধ*র্ষ*ণের শিকার হয়। আমরা যারা, যাদের ভেতর মানবিকতা বোধ আছে, তারা যেন জাগ্রত থাকি।"
এছাড়া চিত্রনায়িকা রোজিনা তার বক্তব্যে বলেন, "আছিয়া ছোট একটি মেয়ে তার সাথে যে অন্যায় করা হয়েছে আর এই কাজটি যারা করেছেন তারা মানুষ না। তারা মানুষ নামের ভয়ংকর জীবজন্তু। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের জনসম্মুখে ফাঁসি দেওয়ার দাবি জানাচ্ছি।"
তিনি আরও বলেন, আমরা দেখতে পাই দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধ*র্ষ*কদের হাত থেকে রেহাই পায় না। ধ*র্ষ*কদের গ্রেপ্তার করার পর তাদের কি বিচার হয়? তাদের কী ধরনের বিচার হয় আমরা জানতে পারি না, তাদের ফাঁসি হয় কিনা তাও জানতে পারি না। আবার দেখা যায় ধ*র্ষ*করা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে। ধ*র্ষ*কদের শাস্তি সংবিধানে লিপিবদ্ধ থাকলেও তা আমরা বাস্তবায়ন হতে দেখি না। প্রকাশ্যে ফাঁসি না দিলে আমরা শান্ত হবো না। এই প্রতিবাদ চালিয়ে যাবো।"
বিএফডিসি’তে অনুষ্ঠিত ধ*র্ষ*ণবিরোধী প্রতিবাদ সমাবেশে মিশা সওদাগর ও রোজিনা ছাড়াও উপস্থিত ছিলেন ডিএ তায়েব, শিপন মিত্র, রুমানা ইসলাম মুক্তি, পলিসহ আরো অনেক শিল্পী।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...