
এবার ধ*র্ষ*ণের প্রতিবাদে রাজপথে নামলেন নাট্য নির্মাতারা
নারী - শিশুর প্রতি চলমান স*হিং*সতা ও নি*পী*ড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং ধ*র্ষ*ণকারীর ফাঁসির দাবী জানিয়েছে ছোটপর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সদস্যরা।
মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ আয়োজিত মানব বন্ধনে তারা প্রতিবাদ জানায়। এসময় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা। মানববন্ধনে ডিরেক্টরস গিল্ডের সভাপতি, সহ-সভাপতিসহ উপস্থিত ছিলেন নাটকের শিল্পীও নির্মাতারা।
মানববন্ধনে তারা বলেন, 'এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো ধ*র্ষ*ণের ঘটনা ঘটেছে, এসব ঘটনার কোন সাজা হয়নি। ফলে ধ*র্ষ*ণের ঘটনাগুলো পুনরাবৃত্তি হচ্ছে। এই কাজে যে ধরা পড়েছে, সে জেল থেকে বেরিয়ে আবারও একই কাজে লিপ্ত হয়েছে।'
এ প্রসঙ্গে আরও বলেন, 'দেখা গেছে যিনি ধ*র্ষ*ণের শিকার হন, তিনি অসহায় থাকেন। গ্রামে একটা সালিশি করে ধ*র্ষ*কের কাছ থেকে টাকা আদায় করে। সেই টাকা থেকে সামান্য কিছু টাকা দেয় ধ*র্ষ*ণের শিকার নারীকে। এ সমস্ত ঘটনা আমরা মানি না। ধ*র্ষ*ককে আইনের হাতে তুলে দিতে হবে। ধ*র্ষ*ণের বিচার টাকা দিয়ে হতে পারে না।'
এদিন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ মন্টু বলেন, ‘এই দেশ আমরা চাইনি। বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ, তিন মাসের মধ্যে ধ*র্ষ*ণকারীদের মৃ*ত্যু*দণ্ড কার্যকর করা হোক।’
সহ-সভাপতি ফিরোজ খান বলেন, ‘সামাজিক, পারিবারিকভাবে আমরা এখন খুবই সঙ্কটের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা আসলে একটা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। বর্তমান সরকার যেন সেই নিরাপত্তা দেয়।’
নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল নিজের জীবন দিয়ে হলেও নারীদের সম্ভ্রম রক্ষা করার কথা জানান।
মানববন্ধনে এমন অপরাধের ক্ষেত্রে পুরুষদেরও প্রতিবাদী হতে হবে উল্লেখ করে নারী নির্মাতা লিপি আইচ বলেন, ‘নারীদের পাশাপাশি পুরুষদেরও ধ*র্ষ*ণের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। হ্যাঁ, পুরুষরা প্রতিবাদ করছেন। কারণ নারী-পুরুষ সম্মিলিতভাবে প্রতিবাদ করলেই এদেশে ধ*র্ষ*ণ বন্ধ হবে। ধ*র্ষ*ক এতে লজ্জা পাবে, সবার বিবেক জাগ্রত হবে।’
নারী নির্মাতা ও ডিরেক্টর গিল্ডের সহ-সভাপতি রাশেদা আক্তার লাজুক এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বলেন, ‘দেশে এখন যা চলছে তা মেনে নেওয়া সম্ভব নয়। সমাজের অস্থির এই সময়ের শিকার হচ্ছে নারী ও শিশুরা। আমরা নারী ও শিশুদের নিরাপত্তা চাই।’
আরও পড়ুনঃ- দক্ষিণী সিনেমার নতুন আকর্ষণ নির্মাতা-নায়ক প্রদীপ রঙ্গানাথান
মানববন্ধনে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের নেতারা বলেন,' সাম্প্রতিক ঘটনায় মাত্র আট বছরের বয়সী শিশু আছিয়া নৃ*শং*সভাবে ধ*র্ষ*ণের শিকার হয়। যা জাতির বিবেককে নাড়া দিয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এক নারী শিক্ষার্থীকে হেনস্তের ঘটনা প্রমাণ করে বর্তমানে নারীরা নিরাপদ নয়।
তারা আরও বলেন, 'নারী ও শিশু নির্যাতন দেশ ও জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান, এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী-শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হোক।'
মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিনেতা ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম, নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল, রাশেদা আক্তার লাজুক, লিপি আইচ,অনন্ত হীরা, দিন মোহাম্মদ মন্টু, ফিরোজ খান, চয়নিকা চৌধুরী, প্রীতি দত্তসহ অনেকে। উপস্থিত সকলেই নারী ও শিশুর প্রতি স*হিং*সতা ও ধ*র্ষ*ণের বিরুদ্ধে নিজেদের সংঘবদ্ধতা প্রকাশ করেন।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...