
দর্শকের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে চমক নিয়ে হাজির আফরান নিশো
দীর্ঘদিনের অপেক্ষার শেষে অ্যাকশন ড্রামা নিয়ে ফের হাজির আফরান নিশো! একেবারে ভিন্ন লুকে 'দাগি'তে নজর কাড়তে চলেছেন অভিনেতা। টিজার প্রকাশ হতেই সাড়া ফেললো দর্শকমনে।
মঙ্গলবার দুপুরে ইউটিউব ও ফেসবুকে ঈদে মুক্তি পেতে যাওয়া ছবিটির টিজার উন্মোচিত হয়।তাতে ‘দাগি’ লুকে দেখা দিয়েছেন এই অভিনেতা এবং নতুন লুকে দেখা দিলেন তমা মির্জাও। প্রকাশের পর টিজারটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে নিশো ভক্তরা আলোচনায় মেতেছেন।
গত ১০ মার্চ সন্ধ্যা ৭টায় সিনেমার টিজার আসার ঘোষণা দেওয়ার পর থেকেই অপেক্ষায় ছিলেন দর্শক-ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মন্তব্যে সেটাই প্রমাণ করে। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে টিজার অ্যানাউন্সমেন্ট পোস্টে এক নেটিজেন লিখেছেন, ‘দাগি' শুধু একটা সিনেমা না, মনে হচ্ছে একটা আবেগ!’
১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে একেবারে অ্যাকশন হিরো অবতারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। গল্পের প্রেক্ষাপট একটি কারাগারের অন্দর থেকে মহানগরের রাজপথ পর্যন্ত বিস্তৃত এবং এরইমধ্যে ধোঁয়াশা মাখা আবহে ভারী গলায় নিশোর সংলাপ, ‘আব্বা আমাকে সব সময় বলত, নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বার কর।’ তারপর বহু ভিড় পেরিয়ে ভারী মেজাজে 'নিশান' নিশোর নজরকাড়া এন্ট্রি সবাইকে আকৃষ্ট করেছে।
টিজারে নিশানরূপী নিশো প্রথমে হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে এবং ৭৮৬ নম্বর বন্দির পোশাকে 'নিশান'ই ‘দাগি’। সে কখনও রাতের অন্ধকারে শহরের রাজপথে, আবার কখনও প্রেমিকার হাত ধরে কানা গলিতে লক্ষ্যের খোঁজে ছুটে চলেছেন 'নিশান', আবার কখনও কারাগারের ভিতরই মার খেয়ে লুটিয়ে পড়েছে সে, কখনো বা সেই 'নিশান'ই দৃপ্ত প্রত্যয়ে, নিজের লক্ষ্যের কথা জানাচ্ছেন। সবটা মিলিয়ে একেবারে জমজমাট এই টিজার।
এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। ‘দাগি’ তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। নিজের এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা জানান, 'দাগি'র কেন্দ্রীয় চরিত্রে নিশো। তাকে ঘিরেই এই সিনেমা নির্মিত হয়েছে। এই সময়ের সামাজিক ও প্রাসঙ্গিক সিনেমা ‘দাগি’।
টিজার প্রকাশের প্রতিক্রিয়ায় নির্মাতা বললেন, ‘দর্শকেরা টিজারটি পছন্দ করছেন। তবে দর্শকদের বলতে চাই, এটা তো মাত্র প্রথম ঝলক, চমকের অনেক কিছুই একে একে আসতে থাকবে। যারা আমার কাজ সম্পর্কে জানেন কিংবা সিনেমাটি নিয়ে যে প্রত্যাশা রাখেন, আশা করছি তার সবই পাবেন 'দাগি' তে।’
গত ডিসেম্বরে ‘দাগি’র শুটিং শুরু হবার সময় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশো বলেছিলেন, 'আমি সব সময় চাই গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে, যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।'আর ছবির টিজার প্রকাশের পর অভিনেতার সেই কথার সত্যতা মিলেছে।
এবার টিজার সম্পর্কে আফরান নিশো বলেন, ‘এই ছবির প্রতিটা ফ্রেমের গভীর অর্থ রয়েছে। টিজারটি ভবিষ্যতে কী ঘটতে চলেছে তার একটা ইঙ্গিত মাত্র। “দাগি” এমন এক গল্প যা ভাগ্য, পছন্দ এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন জাগাবে।’
নিশো ছাড়াও ট্রেলারে নজর কেড়েছেন অভিনেত্রী তমা মির্জা।এর আগে ‘সুড়ঙ্গ’ সিনেমায় নিশোর সঙ্গে জুটি হয়ে প্রশংসিত হয়েছিলেন তমা মির্জা। সিনেমাটি প্রসঙ্গে জনপ্রিয় এ অভিনেত্রীর ভাষ্যে, ‘আগে থেকেই বুঝতে পারছিলাম, “দাগি” নিয়ে দর্শকদের আগ্রহ অনেক। টিজার প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সিক্ত করছে। নিশো ভাই এবং আমার জুটির দ্বিতীয় সিনেমাও আশা করছি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।’
মঙ্গলবার চরকি, আলফা আই, এসভিএফের অফিশিয়াল পেজ থেকে ‘দাগি’র টিজার শেয়ার করা হয়েছে এবং সিনেমার অভিনয়শিল্পীরা টিজারটি শেয়ার করেছেন নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। এর মধ্যে শুধু চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে ২০ ঘন্টায় টিজারটি দেখা হয়েছে ৬ লাখ ৪২ হাজার, সাড়ে ৪ হাজারের বেশি মন্তব্য এবং ২২ হাজার রিয়্যাক্ট। এসভিএফের ফেসবুকে ২০ ঘন্টায় ১ লাখ ৬ হাজার আর আলফা আইর ফেসবুকে ১৯ হাজার ভিউ হয়েছে।
"দাগি" সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল টিজার সম্পর্কে বলেন, ‘টিজারের মাধ্যমে দর্শকেরা প্রথমবারের মতো সিনেমাটির কিছু দৃশ্য দেখলেন এবং তাঁদের খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। তবে দর্শক যখন প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সিনেমাটিকে ভালো বলবেন, তখন আমাদের চেষ্টা সার্থক হবে।’
আরও পড়ুনঃ- ঈদের ছবিতে হোলির গানে সবার মন মাতালেন 'সিকান্দার' সালমান
‘দাগি’র প্রচার আরও আগে থেকে প্রত্যাশা করেছিলেন ভক্তরা এবং এ নিয়ে তারা সরবও ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এ প্রসঙ্গে শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রচার আগেও করছি না, আবার দেরি করেও করছি না, এটা যখন হওয়ার, কথা তখনই হচ্ছে। আমাদের শুরু থেকে ঠিক করা কখন কোন প্রোমোশনটা যাবে। “দাগি” দুর্দান্ত গল্পের সিনেমা। ঈদে সপরিবার সবাই দেখবেন।’
এদিকে, সিনেমার অন্যতম প্রযোজক ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি টিজার নিয়ে বলেন, ‘টিজারের মাধ্যমে দর্শকদের সামনে তাদের প্রিয় অভিনেতা আফরান নিশো হাজির হলেন। দর্শক-ভক্তরা তাঁর জন্য অপেক্ষা করছিলেন। টিজারে গল্পের কোনো ধারণা দেওয়া হয়নি। ধীরে ধীরে যখন আরও কিছু প্রকাশ পাবে, আমার বিশ্বাস, দর্শকেরা সিনেমাটি দেখতে উদ্গ্রীব হয়ে উঠবেন। আমি আগেও বলেছি, “দাগি”র গল্প অসাধারণ এবং সিনেমাটি একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করবে।’
এই ছবি প্রতিশোধ ও ভাগ্যের বিড়ম্বনার গল্প বলবে, একইসঙ্গে বলবে দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়ানোর গল্প। বাংলাদেশের সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর ঢাকাসহ বিভিন্ন এলাকায় শুটিং হয়েছে ‘দাগি’ সিনেমার। ঈদের সিনেমার তালিকায় থাকা ‘দাগি’র অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশারসহ আরো অনেকে।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...