
শাকিব-ইধিকার জমজমাট প্রেমের আবহের চিত্ররূপ "দ্বিধা"
ঢাকাই সুপারস্টার শাকিব খান তার আসন্ন ছবি "বরবাদ"-এ নিজের ভিন্ন ভিন্ন আমেজ উপস্থাপনে নিজেকেই টেক্কা দিচ্ছেন। ছবির টিজারের হিংস্র রূপকে এক লহমায় ভুলিয়ে দিয়ে মন কেড়ে নিল "দ্বিধা" গানে তার প্রেমিক রূপ।
বুধবার প্রকাশ্যে এসেছে ‘বরবাদ’ সিনেমার প্রথম গানের টিজার। ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটির শিরোনাম হচ্ছে ‘দ্বিধা’। রোমান্টিক ধাঁচের এ গানে নজর কেড়েছেন শাকিব খান ও ইধিকা পালের রোম্যান্স।
সোশ্যাল মিডিয়াতে প্রকাশের পর গানটির কয়েক ঝলক দর্শকের অনুমান, চলতি বছরের সেরা রোমান্টিক গান হতে যাচ্ছে শাকিব-ইধিকার এই গান এবং বিশেষ করে গানে শাকিবের লুক দেখে বিমুগ্ধ সিনেপ্রেমীরা। তাদের মতে, দিনদিন যেন শাকিবের বয়স কমে যাচ্ছে এবং তিনি তার প্রেমিক রূপের এক ভিন্ন আমেজ তৈরি করেছেন গানটিতে । "দ্বিধা"র সম্পূর্ণ গানটি আগামী ১৪ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।
এর আগে , গত সপ্তাহে প্রকাশিত হয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত "বরবাদ" এর টিজার । গত ডিসেম্বরে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করে নেটদুনিয়ায় সাড়া ফেলার পর টিজারের অপেক্ষায় ছিল ভক্তরা এবং কবে টিজার আসবে, অন্তর্জালে এমন আলোচনা চলছিল অনেক দিন ধরেই।অবশেষে টিজার প্রকাশ্যে এলে ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারটি আন্দোলিত করেছে শাকিব-অনুরাগীদের হৃদয়।
টিজারে ধুন্ধুমার অ্যাকশন নিয়ে ঢালিউড কিং নতুন এক রূপে আবির্ভুত হয়েছেন এবং ছবি যে ধামকাদার অ্যাকশন দৃশ্যে ভরপুর এবং আর অ্যাকশনগুলো হবে যথেষ্ট নৃশংস, সেটাও বোঝা গেছে টিজার দেখে। আর এই টিজার বলে দিয়েছে এবার ‘বরবাদ’ দিয়ে তিনি ঢাকাই সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে প্রস্তুত। ছবির প্রথম ঝলক দেখে ভক্তরা একবাক্যে বলছেন, শাকিব বরবাদ করে দিতে চলেছেন সিনেমার সব রেকর্ড।
‘আমি শুধু একটা জিনিসই ভাবি, নীতু শুধু আমার।’- টিজারে প্রকাশিত ‘বরবাদ’ সিনেমার এই সংলাপ আর
টিজারের দৃশ্য বলে দেয় প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে এটি এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় ধুম ধারাকা অ্যাকশনের সঙ্গে মিশেছে রোমান্স। কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ‘নিতু’ চরিত্রে শাকিবের প্রেমিকা হিসেবে দেখা দিয়েছেন এবং এই নীতুর জন্য শাকিব পাগল , নীতুকে না পেলে পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারেন। ধারালো তরবারি হাতে, রক্তে ভেজা মুখে এবং বিদ্রোহের আগুনের মাঝে প্রেমের ছোঁয়া এনে ঢালিউড সুপারস্টার বুঝিয়ে দিয়েছেন, এবার তিনি আসলেই সব সীমা ছাড়িয়ে যেতে চলেছেন।
আরও পড়ুনঃ- দর্শকের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে চমক নিয়ে হাজির আফরান নিশো
"বরবাদ" সিনেমা প্রসঙ্গে ইতিমধ্যেই শাকিব খান বলেছেন, "আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে এটা। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফান করেছি। এবার বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০-২০০ কোটির ক্লাবেও যাবে।"
শতাধিক নাটক নির্মাণের পর ‘বরবাদ’ দিয়ে প্রথম সিনেমা নির্মাণে আসছেন মেহেদী হাসান হৃদয়। সেকারণেই নিজের প্রথম ছবি দিয়ে সবাইকে চমকে দিতে প্রস্তুত এই তরুণ নির্মাতা। আর নির্মাতা যেমন বলেছিলেন টিজার-ট্রেলার রিলিজের পর দর্শকরা ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন তেমন প্রমাণই টিজার মুক্তির পর মিলেছে।
শাহরিন আক্তার সুমির প্রযোজনায় এতে শাকিব - ইধিকা ছাড়াও আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু, মানব সচদেব প্রমুখ একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।
আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী ‘বরবাদ’ মুক্তি পাবে।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...