বিশ্বের সঙ্গীত অ্যাওয়ার্ডসের মধ্যে সেরা স্বীকৃতি হিসেবে গ্র্যামি অ্যাওয়ার্ডকে গণ্য করা হয়।বিগত ৬৬ বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে। এবারের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে।
আগামী ২ মার্চ (বাংলাদেশ সময় ৩ মার্চ) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় বসবে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। এবারের গ্র্যামি সঞ্চালনা করবেন কমেডিয়ান ট্রেভর নোয়া। সংগীতের এই মর্যাদাপূর্ণ আসরে এবার কারা গাইবেন, তা আয়োজক কর্তৃপক্ষ ইতোমধ্যেই জানিয়েছে। আর ভ্যারাইটি, সিএসবি নিউজসহ বিভিন্ন গণমাধ্যম এবারের গ্র্যামিতে পারফর্ম করা শিল্পীদের সেই তালিকা প্রকাশ করেছে।
গ্র্যামিতে এবার সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। বিয়েন্স এবারের আসরে পারফর্ম করবেন কি না, নিশ্চিত নয়, তবে এ সময়ের জনপ্রিয় তারকাদের গাইতে শোনা যাবে।
গত বছর বিশ্বসংগীতে আলোচনায় ছিলেন ২৫ বছর বয়সী তরুণ মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টার। ‘এসপ্রেসো’, ‘প্লিজ প্লিজ প্লিজ’, ‘গুড লাক, বেবি’র মতো তুমুল জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী সাবরিনা এ বছর গ্র্যামিতে একাধিক বিভাগে মনোনয়নও পেয়েছেন।
তবে, সাবরিনার পাশপাশি এবারের আসরে গান পরিবেশন করবেন ব্রিটিশ তারকা চার্লি এক্সসিএক্স। প্রায় এক যুগ আগে প্রথম অ্যালবাম মুক্তি পেলেও গত বছর বলা যায় ‘নতুন করে শুরু’ করেছেন ব্রিটিশ তারকা চার্লি এক্সসিএক্স। ভ্যারাইটি, বিবিসির বিচারে তাঁর ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘ব্র্যাট’ ২০২৪ সালের শীর্ষ অ্যালবাম হয়েছে। তিনি গাইবেন গত বছরে প্রকাশ হওয়া তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘ব্র্যাট’-এর গানগুলোম ।আলোচিত অ্যালবামটির জন্য এবারের আসরে সাত মনোনয়ন পেয়েছেন চার্লি। তিনি কয়টি পুরস্কার সেটা দেখার পালা। চার্লি ছাড়াও তরুণ গায়িকা রে, ডোচি ও বিলি আইলিশের পারফরম্যান্স থাকবে এবারের গ্র্যামি আসরে। এ প্রজন্মের এসকল তরুণ শিল্পীরা ছাড়াও থাকছে শাকিরা ও টেডি সুইমসেরও গান।
আরও পড়ুনঃ- পরীমণি ও শেখ সাদীর প্রেমের গুঞ্জনে মুখরিত নেট দুনিয়া
তবে, এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে ঘটে যাওয়া ইতিহাসের ভয়াবহ দাবানলের কারণে গ্র্যামির অনুষ্ঠানটি পেছাতে পারে বলেও ধারণা করা হয়েছিল। তবে, নির্দিষ্ট তারিখেই অর্থাৎ ২ মার্চ ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর বসছে লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায়।
গত বছর আলোচিত তরুণ গায়ক বেনসন বুন। ২২ বছর বয়সী এই শিল্পীর অ্যালবাম ফায়ারওয়ার্কস অ্যান্ড রোলারব্লেডস মুক্তির পর বিশ্বজুড়ে তরুণদের রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। তাকেও পারফর্ম করতে দেখা যাবে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের আয়োজনে শুধু সংগীতের মূর্চ্ছনাই থাকবে না, সেই সঙ্গে থাকবে আগুনে পুড়ে ছাই হওয়া শহরটাকে আবারও সবুজে ফেরানোর যৌথ সংকল্প ও উদ্যোগ।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...