কলম্বিয়ার জনপ্রিয় গায়িকা শাকিরা যার প্রতিটি গান মন্ত্রমুগ্ধের মতো শোনে তার শ্রোতারা। বিশ্বজুড়ে নন্দিত এই গায়িকা চতুর্থবারের মতো গ্র্যামি জিতে অনুরাগীদের চমকে দিলেন।
বিশ্বের সফলতম সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম শাকিরা। তার গানে বুঁদ হয়ে থাকে ভক্তরা। খ্যাতিমান এই শিল্পী এবার তার 'লাস মুজেরেস ইয়ো না লোরান' অ্যালবামের জন্য এই পুরস্কার পেয়েছেন। আর পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গেই তার এই পুরস্কারটি অভিবাসী ভাইবোনদের জন্য উৎসর্গ করেছেন।
গত ২ ফেব্রুয়ারি প্রতিবারের মতো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসেছিল গ্র্যামির ৬৭ তম আসর। এবারের আয়োজনে বিশ্বখ্যাত তারকাদের দ্যুতিতে উজ্জ্বল হয়ে ওঠে অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এদিন শাকিরার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন তারকা জেনিফার লোপেজ। সে সময় দর্শক আসনে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা।
পুরস্কার হাতে নিয়ে রীতিমতো আবেগপ্রবন হয়ে পড়েন গায়িকা। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শুরুতে আমেরিকার ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে বলেন তিনি। এরপর তার পাওয়া পুরস্কার ‘অভিবাসী ভাইবোন’দের উৎসর্গ করেন শাকিরা। বলেন, 'আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য। আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।'
আরও পড়ুনঃ- নিজের আসল নাম হারিয়েও খুশি 'কাবিলা' খ্যাত পলাশ
এ সময় বিশ্বের প্রতিটি কর্মজীবী নারীর পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা।
গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জনের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন লাস্যময়ী গায়িকা। পুরস্কার নেওয়ার পর পারফর্মও করেন তিনি। যা দেখে স্বাভাবিকভাবেই বিমোহিত ও বাকরুদ্ধ দর্শকরা।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...