
গ্র্যামির লাল গালিচায় বিতর্কিত আচরণ তারকা দম্পতি কানইয়ে- বিয়াঙ্কার
মার্কিন র্যাপার কানইয়ে ওয়েস্টকে নিয়ে বিতর্কের শেষ নেই। প্রায়ই উদ্ভট কাণ্ডে সমালোচিত হন। গ্র্যামির লাল গালিচায় নগ্ন হয়ে কানইয়ের বিতর্কের সঙ্গী হলেন তার স্ত্রী বিয়াঙ্কা।
প্রতিবারের মতো এবারও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে জমকালো আয়োজনে বসে গ্র্যামির ৬৭তম আসর। সোমবার সকালে (বাংলাদেশ সময় ৩ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় বসেছিল এই আসরের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। বিশ্বখ্যাত তারকাদের দ্যুতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল সংগীতদুনিয়ার অন্যতম সেরা অনুষ্ঠান। তবে এই আসরকে কেন্দ্র করেও উঠেছে বিতর্কের ঝড়। আর এই বিতর্কের পেছনে রয়েছে গ্র্যামির লালগালিচায় কানইয়ে ও তাঁর স্ত্রী মডেল বিয়াঙ্কা সেনসরির উদ্ভট আচরণ।
গ্র্যামির মঞ্চে অবাক কাণ্ড ঘটালেন র্যাপ তারকা কানইয়ে ওয়েস্ট ও তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি, যারা সব সময় বিতর্কে থাকতেই পছন্দ করেন।এদিন স্ত্রী বিয়াঙ্কার সঙ্গে লালগালিচায় কালো প্যান্ট, কালো টি-শার্ট, কালো জুতা; আপাদমস্তক কালো পোশাকে হাজির হয়েছিলেন র্যাপার। তার স্ত্রী বিয়াঙ্কার পরনে ছিল কালো কোট। কিন্তু কিছুক্ষণ পর আচমকা বিয়াঙ্কা কোট খুলে ফেলেন, এর পরেই সবাই ধাক্কা খান।
বিয়াঙ্কা কোটের নিচে পরেছিলেন খুব স্বচ্ছ পোশাক, এতে তার শরীর পুরোপুরি উন্মুক্ত ছিল। বলা যায়, পুরোপুরি নগ্ন হয়েই এরপর ছবির জন্য পোজ দেন তিনি। কালো সানগ্লাস পরা কানইয়ে তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা এসে কানইয়ে ও বিয়াঙ্কাকে লাল গালিচা থেকে বের করে দেন। তাই লালগালিচায় নগ্ন হয়ে পোজ দেওয়ার পর এই দম্পতিকে মূল অনুষ্ঠানে আর দেখা যায়নি। এরপর কানইয়ে ও বিয়াঙ্কা বাইরে পার্ক করা গাড়িতে উঠে চলে যান।
আরও পড়ুনঃ- নায়িকা পপির বিরুদ্ধে স্বামীকে নিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ
তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। কানইয়ে ও বিয়াঙ্কার ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। শুরু হয়েছে প্রবল বিতর্ক। অনেকেই কানইয়ে ও বিয়াঙ্কার প্রবল সমালোচনা করছেন। তবে এ নিয়ে এই তারকা দম্পতির কোন ভ্রূক্ষেপ নেই। তাদের এ আচরণের বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।
কিন্তু এখানেই শেষ হয়নি বিড়ম্বনা। জানা গেছে, লাল গালিচায় নগ্নতা প্রদর্শনের জন্য কানইয়ে ও তার স্ত্রীর হতে পারে জেল ও জরিমানা। লস অ্যাঞ্জেলেসের আইন অনুযায়ী, কেউ যদি শিল্পের প্রয়োজন ছাড়া পোশাকহীনভাবে জনসমক্ষে আসেন, ঘুরে বেড়ান, তা হলে অশ্লীলতার দায়ে জেল ও জরিমানা দুই-ই হতে পারে। সেক্ষেত্রে বিয়াঙ্কা ছয় মাসের কারাবাস ও ১০০০ ডলার জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, কানইয়ে ওয়েস্টকে সর্বকালের অন্যতম সেরা র্যাপার বক হয়। ২৪টি গ্র্যামিজয়ী এই শিল্পী অবশ্য প্রায়ই নিজের কাজের জন্য বিতর্কে জড়ান।এর আগেও অশ্লীল কাজকর্মের কারণেও চর্চায় উঠে এসেছেন কানইয়ে। নিজের জন্মদিনে অনাবৃত নারীশরীরের ওপর খাবার পরিবেশন করেছিলেন অতিথিদের।এছাড়া বিয়াঙ্কা সেনসরির জন্মদিনে তার নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন কানইয়ে।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...