By using this site, you agree to our Terms and Conditions and Privacy Policy.

সত্যিই কি বিচ্ছেদের পথে জাস্টিন-হেইলি?

ডেস্ক রিপোর্টার

৮ ফেব্রুয়ারী, ২০২৫ এ ৬:৩০ এ এম

হলিউড
সত্যিই কি বিচ্ছেদের পথে জাস্টিন-হেইলি?

বিশ্ব সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র জাস্টিন বিবার নিজের মনমাতানো সব গানে ভক্তদের মুগ্ধ করে রাখেন। কিন্তু হঠাৎ করেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া তার এক ছবি ভক্তদের মন ভেঙে দিচ্ছে।

জাস্টিন ড্রু বিবার একজন কানাডিয় সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সঙ্গীত প্রযোজক। বিবার ২০০৯ সালের শেষের দিকে তার প্রথম এক্সটেন্ডেড প্লে মাই ওয়ার্ল্ড মুক্তি দেয় যা যুক্তরাষ্ট্রে প্লাটিনাম স্বীকৃতি লাভ করে। বিবার-ই প্রথম শিল্পী যার প্রথম অ্যালবামের সাতটি গান বিলবোর্ড হট ১০০ তালিকায় স্থান করে নেয়।এরপর থেকে জাস্টিন বিবারের কনসার্ট কিংবা অ্যালবাম- যাই প্রকাশ্যে এসেছে সবই সফলতার মুখ দেখেছে।

ব্যক্তিজীবনে জাস্টিন বিবার আমেরিকান মডেল হেইলি রোডে ব্যাল্ডউইনকে ২০১৮ সালে বিয়ে করেন। ২০২৪ সালে বাবা- মা হন এই দম্পতি।তবে হঠাৎ করেই কয়েকদিন হলো জাস্টিন বিবারের একটি ছবি সমাজমাধ্যমের চর্চায়। তার সাম্প্রতিকতম সেই ছবিই বলছে ভাল নেই জাস্টিন বিবার। কঙ্কালসার চেহারা, গাল ভেঙে গিয়েছে, কোটরাগত চোখের দৃষ্টি শূন্য! গায়ক যে শারীরিক এবং মানসিক দিক থেকে বিপর্যস্ত, এই ছবি সেই সাক্ষ্যই বহন করছে।

এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই গায়কের কি হয়েছে জানতে উদগ্রীব ভক্ত অনুরাগীরা।এর পরেই গায়কের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজখবর শুরু করে সংবাদমাধ্যমগুলি। তা থেকেই জানা গিয়েছে, একাধিক কারণে জাস্টিনের এই অবস্থা। প্রথমত, গায়কের ভয়, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে আদালতে ডাকা হতে পারে। সত্যিই

তাকে ডাকা হলে বিষয়টি তার পেশাজীবনের পক্ষে যথেষ্ট নেতিবাচক হয়ে দেখা দিবে। এই ভয়ে আতঙ্কিত বিবার। আর সেই আতঙ্ক কমাতেই তিনি নাকি আরও বেশি করে মাদকে ডুবে যাচ্ছেন। পোশাক, চুল ভীষণ অবিন্যস্ত হয়ে থাকছে মাদকাসক্ত বিবারেড। দ্বিতীয়ত, এই কারণেই হেইলি বিবারের সঙ্গে গায়কের ছ’বছরের বিয়ে নাকি ভাঙতে চলেছে! গায়কের স্ত্রী জাস্টিনের মাত্রাতিরিক্ত মাদকসেবন এবং অসলংগ্ন আচরণকেই বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ী করেছেন। একই সঙ্গে তিনি চাইছেন, পাঁচ মাসের সন্তানের উপর যেন বাবার প্রভাব না পড়ে।

আরও পড়ুনঃ- দেশের আট প্রেক্ষাগৃহে মুক্তি পেল বুসান জয়ী ‘বলী’

এই খবর প্রকাশ্যে আসতেই জাস্টিনের অনুরাগীদেরও মনখারাপ। সমাজমাধ্যমে নানা মন্তব্যের ছড়াছড়ি। কেউ লিখেছেন, এই দুই কারণ যে কোনও মানুষকে মানসিক এবং শারীরিক ভাবে ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।

মাত্র পাঁচ মাস আগে বাবা হয়েছেন বিবার। ছেলে জ্যাককে নিয়ে তার আর হেইলির সুখের সংসার ছিল।কিন্তু জাস্টিন বিবারের এই মানসিক অবসাদগ্রস্ততা ও মাদকাসক্তি তাদের সুখের সংসারকে তছনছ করে দিতে প্রস্তুত। ইতিমধ্যেই হেইলি নাকি বিচ্ছেদের জন্য আইনজীবীর শরণাপন্ন হয়েছেন। জানা গিয়েছে, সন্তানের দেখভাল এবং বিচ্ছেদের জন্য গায়ক স্বামীর কাছে ৩০০ মিলিয়ন ডলার খোরপোশ চাইতে পারেন হেইলি বিবার। আর এই মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়াও খ্যাতিমান শিল্পীর মনের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট বলে মনে করছেন বিবার-অনুরাগীরা।

ডেস্ক রিপোর্টার

175
anonymous

সর্বাধিক পঠিত

Loading...