
আসছে মার্ভেল স্টুডিওসের নতুন 'ক্যাপ্টেন আমেরিকা'
বিশ্বজুড়ে মার্ভেল সিনেপ্রেমীদের একটি আলাদা জগৎ রয়েছে। তারা সারাবছর মুখিয়ে থাকে নিজ জগতের নতুন সিনেমার জন্য। এবার তাদের জন্য আসছে ‘ক্যাপ্টেন আমেরিকা'র সিক্যুয়েল।
মার্ভেল এর সিনে জগৎ মানেই সেখানে সুপার হিরোদের একচ্ছত্র আধিপত্য। এন্টিহিরোরা সাময়িক প্রতিপত্তি দেখালেও জয়রথ সুপার হিরোদের দখলে।মার্ভেলের সিনেম্যাটিক ইউনিভার্সে অন্যতম গুরুত্বপূর্ণ সুপারহিরো "ক্যাপ্টেন আমেরিকা"। সেই ক্যাপ্টেন আমেরিকার চতুর্থ কিস্তি '‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড" মুক্তি পেতে যাচ্ছে ১৪ ফেব্রুয়ারি।
মার্ভেল সিনেমা মানে শুধু অ্যাকশন ও উত্তেজনাই নয়,সেই সাথে প্রতিটি সিনেমায় থাকে দর্শকের জন্য নতুন কিছু গল্প। এবারও তার ব্যত্যয় হচ্ছে না। এর আগে ২০১৬ সালে এসেছিল ক্যাপ্টেন আমেরিকার তৃতীয় কিস্তি ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার' যেখানে ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে স্টিভ রজার্সের ভূমিকায় ক্রিস ইভান্সকে দেখা গেছে।
ক্যাপ্টেন আমেরিকার এবারের সিক্যুয়েলে প্রথমবারের মতো ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে দেখা যাবে অ্যান্থনি ম্যাকিকে। আর এবারের পর্বে এন্টি হিরো চরিত্রে আছে রেড হাল্ক যেখানে রেড হাল্ক হিসেবে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড।
মার্ভেল স্টুডিওস প্রযোজিত ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পরিবেশিত' ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড" সিনেমাটি পরিচালনা করেছেন জুলিয়াস ওনাহ ।
ছবিতে হ্যারিসন ফোর্ড অভিনয় করেছেন থ্যাডিয়াস ‘থান্ডারবোল্ট’ রস (রেড হাল্ক) চরিত্রে। গল্পে দেখা যাবে থ্যাডিয়াস ‘থান্ডারবোল্ট’ রস ইউএস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্যাপ্টেন আমেরিকাকে সরকারি সামরিক পদে নিয়োগ দিতে চান। তবে স্যাম উইলসন রূপী ‘অ্যান্থনি ম্যাকি’ দায়িত্ব নেওয়ার আগে একটি বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের তদন্ত শুরু করেন রেড হাল্ক এর বিরুদ্ধে যা নিয়েই এগিয়ে যাবে এ সিনেমার গল্প।
এ সিনেমায় আরও অভিনয় করছেন, ড্যানি রামিরেজ নতুন ‘ফ্যালকন’ চরিত্রে, কার্ল লাম্বলি ‘আইজায়াহ ব্র্যাডলি’র চরিত্রে।এছাড়া শিরা হ্যাস ইসরায়েলি ‘সাবরা’, জিয়ানকাতলো এসপোসিতো ‘সাইডওয়াইন্ডার’, লিভ টাইলার ‘বেটি রস’, টিম ব্লেক নেলসন স্যামুয়েল ‘স্টার্নস দ্য লিডার’ হিসেবে পর্দায় উপস্থিত হবেন।
আরও পড়ুনঃ- গভীর রাতে বাড়িতে আগুন ,পরিকল্পিত দাবি কন্টেন্ট ক্রিয়েটর কাফির
এর আগে অ্যান্থনি ম্যাকি ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার সিনেমায় স্যাম উইলসনের চরিত্রে আত্মপ্রকাশ করেন। সেখানে তাকে ফ্যালকন হিসেবে দেখা যায়। ম্যাকি পরে ডিজনি প্লাস সিরিজ দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারে প্রধান চরিত্রে অভিনয় করেন, যেখানে তার ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পরিণত হওয়ার যাত্রা তুলে ধরা হয়।
এদিকে সিনেপ্রেমীরা অধীর আগ্রহে ক্যাপ্টেন আমেরিকার চতুর্থ কিস্তি দেখার অপেক্ষায় আছে। তবে দর্শকরা দেখার আগেই সমালোচক ও সাংবাদিকদের নিয়ে এক বিশেষ শোয়ের আয়োজন করা হয় যেখানে সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তবে স্যাম উইলসনকে সবাই নতুন ক্যাপ্টেন আমেরিকা হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছে।
সমালোচকদের মতে,স্যাম উইলসন চরিত্রটি ক্যাপ্টেন আমেরিকা হিসেবে নিজেকে যোগ্য প্রমানে সমর্থ হয়েছে। সুপারহিরো উপাদানের সাথে এখানে পলিটিক্যাল থ্রিলারকে মিশ্রন ঘটানো হয়েছে। পলিটিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা হিসেবে এর কাহিনী ও অভিনয় খুবই শক্তিশালী।তবে অনেকে একে 'এভারেজ' এর রেটিং দিয়েছেন। তাদের মতে আরো শক্তিশালী হতে পারতো সুপারহিরোর ভূমিকা।
তবে সবকিছু ছাড়িয়ে এখন ১৪ ফেব্রুয়ারির অপেক্ষা যেদিন প্রেক্ষাগৃহে আসবে '‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড"। আর এরপরই বোঝা যাবে আগের তিন কিস্তির মতো এটিও মার্ভেল সিনেপ্রেমীদের চাহিদা পূরণ করে ব্যবসাসফল হতে পারবে কি না।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...