
৭৮তম বাফটা অ্যাওয়ার্ডসে ‘কনক্লেভ’ ও ‘দ্য ব্রুটালিস্ট’-এর জয়জয়কার
ব্রিটিশ চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর হিসেবে পরিচিত ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফটা)। বাফটার ৭৮তম আসরের জাঁকজমকপূর্ণ আয়োজনে এবার তারকার মেলা বসেছিল লন্ডনে।
গত রোববার (১৬ ফেব্রুয়ারি) লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিলো ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের এবারের জমকালো আয়োজন।
হলিউড-বলিউডের তারকাদের উপস্থিতিতে চোখ ধাঁধানো এ অনুষ্ঠানে বড় চমক জার্মানি নির্মাতার ব্রিটিশ চলচ্চিত্র 'কনক্লেভ'।
সিনেবিশ্লেষকদের মতে, বাফটায় যারা পুরস্কার জিতবেন তাদের একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারেও জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই চলচ্চিত্র দুনিয়ায় এই পুরস্কারের মূল্যায়ন ও গ্রহণযোগ্যতাও বেশি। এবারের আসরে সর্বোচ্চ ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে কীর্তি গড়া ‘কনক্লেভ’ পুরস্কার জয়ের ক্ষেত্রেও রেকর্ড গড়েছে। হলিউডের ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ চারটি পুরস্কার জিতেছে তারা।
বাফতার ৭৮তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে জার্মানির অ্যাডওয়ার্ড বার্গার পরিচালিত সিনেমা ‘কনক্লেভ’। আর সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় ইহুদি স্থপতির চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত মার্কিন তারকা অ্যাড্রিয়েন ব্রডি। আর অনেকের মতে অবিশ্বাস্যভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে ‘আনোরা’ খ্যাত অভিনেত্রী মাইকি ম্যাডিসনের হাতে।
জার্মান পরিচালক অ্যাডওয়ার্ড বার্গারের পরিচালনায় ব্রিটিশ সিনেমা 'কনক্লেভ' জিতে নিয়েছে সেরা সিনেমার পুরস্কার। শ্রেষ্ঠ চলচ্চিত্রের সঙ্গে সেরা রূপান্তরিত চিত্রনাট্য, অসাধারণ ব্রিটিশ চলচ্চিত্র এবং সেরা সম্পাদনার পুরস্কার জিতে নেয় ‘কনক্লেভ’।
'কনক্লেভ'র মতো ৪ বিভাগে পুরস্কার জিতেছে 'দ্য ব্রুটালিস্ট'ও।২০১৬ সালে প্রকাশিত রবার্ট হ্যারিসের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই রাজনৈতিক থ্রিলার সিনেমাটি। এই চলচ্চিত্রটি পরিচালনার সুবাদে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন ব্র্যাডি কোর্বে। একইসঙ্গে এই সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জেতেন অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি। এ ছাড়া সেরা মৌলিক আবহ সংগীত ও সেরা চিত্রগ্রহণ বিভাগের পুরস্কার জিতে নিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক হাঙ্গেরিয়ান স্থপতির গল্প নিয়ে তৈরি হওয়া এ সিনেমাটি।
এদিকে সেরা অ-ইংরেজিভাষী বা বিদেশি ভাষার সিনেমা হিসেবে পুরস্কার জিতে নিয়েছে ‘এমিলিয়া পেরেজ’। ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার নির্মিত সিনেমাটি চলতি বছর গোল্ডেন গ্লোবেও সর্বোচ্চ চার পুরস্কার জিতে নিয়েছিল।
আরও পড়ুনঃ- অবশেষে বিয়ের সানাই বাজতে চলেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর
উল্লেখযোগ্য বিভাগে যারা জিতেছেন ২০২৫'র বাফটা অ্যাওয়ার্ডস—
সেরা ব্রিটিশ সিনেমা: কনক্লেভ
সেরা সিনেমা: কনক্লেভ
সেরা পরিচালক: ব্র্যাডি কোর্বে (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)
সেরা পার্শ্ব অভিনেতা: কিয়ের্যান কালকিন (আ রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)
সেরা অ্যানিমেটেড সিনেমা: ওয়ালেস অ্যান্ড গ্রমিট ভেনজেন্স মোস্ট ফাউল (নেটফ্লিক্স)
সেরা বিদেশি ভাষার সিনেমা: এমিলিয়া পেরেজ (ফ্রান্স; জ্যাক অঁডিয়ার, পাসক্যাল কোঁশোতু)
সেরা সিনেমাটোগ্রাফি: লও ক্রলি (দ্য ব্রুটালিস্ট)
সেরা মৌলিক চিত্রনাট্য: আ রিয়েল পেইন (জেসি আইজেনবার্গ)
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রঘান)
সেরা ভিজ্যুয়াল এফেক্ট: ডিউন: পার্ট টু (পল ল্যাম্বার্ট, স্টিফেন জেমস, গেয়ার্ড নেফজা, রিস স্যালকম্ব)
সেরা শিল্প নির্দেশনা : উইকেড (ন্যাথান ক্রাউলি, লি সানডেইলিস)
সেরা প্রামাণ্যচিত্র: সুপার/ম্যান: দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি
সেরা সম্পাদনা: কনক্লেভ (নিক এমারসন)
সেরা সাউন্ড: ডিউন: পার্ট টু (রন বার্টলেট, ডাগ হেম্ফিল, গারেথ জন, রিচার্ড কিং)
সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : রক পেপার সিজারস
সেরা ব্রিটিশ অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : ওয়ান্ডার টু ওউন্ডার
সেরা কাস্টিং : আনোরা (শন বেকার, সামান্থা কোয়ান)
সেরা রূপসজ্জা: দ্য সাবস্ট্যান্স
সেরা উদীয়মান তারকা: ডেভিড জনসন
সেরা উদীয়মান ব্রিটিশ লেখক, পরিচালক ও প্রযোজক: রিচ পেপিয়াট, লেখক ও পরিচালক ( নিক্যাপ)
সেরা পোশাক : উইকেড (পল ট্যাজওয়েল)
মৌলিক সুর : দ্য ব্রুটালিস্ট (ড্যানিয়েল ব্লুমবার্গ)
সেরা শিশুতোষ ও পারিবারিক চলচ্চিত্র : ওয়ালেস অ্যান্ড গ্রমিট: ভেনজেন্স মোস্ট ফাউল (নেটফ্লিক্স)।
উল্লেখ্য, বাফটার এবারের আসরের সঞ্চালক হিসেবে ছিলেন জনপ্রিয় স্কটিশ অভিনেতা ডেভিড টেনান্ট।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...