
বড় পর্দায় আসছে ক্রিস্টোফার নোলানের মহাকাব্যিক আয়োজন 'দ্য ওডিসি’
অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলানের চলচ্চিত্রায়নে নতুন চমক হয়ে আসছে গ্রীক মহাকাব্য ‘ওডিসি’। এতে গ্রীক হিরো ওডিসিয়াসের চরিত্রে দেখা যাবে ম্যাট ডেমনকে।
হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলানের নাম ডাক পুরো বিশ্বব্যাপী বিস্তৃত।বিশ্বের দাপুটে নির্মাতাদের তালিকার শীর্ষে তার অবস্থান।ভিন্ন ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাণে তার দক্ষতা অতুলনীয়।
সিনেপ্রেমীরা বরাবরই নোলানের নতুন সিনেমার অপেক্ষায় থাকে এবং তার নতুন সিনেমার ঘোষণা থেকেই শুরু হয় দর্শকের সীমাহীন কৌতূহল। এবারও 'দ্য ওডিসি'র ক্ষেত্রে তার কোন ব্যতিক্রম হয়নি। বিশ্বখ্যাত এই নির্মাতার পরবর্তী এই প্রজেক্ট নিয়েও দর্শকদের কৌতূহল তুঙ্গে।
গ্রীক মহাকবি হোমারের জগৎবিখ্যাত মহাকাব্য 'ওডিসি’ অবলম্বনে এবার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলান। নোলান মানেই বিশেষ কিছু বলেই বিশাল বাজেটের এই সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা আকাশচুম্বী। হলিউডের প্রথম সারির তারকাদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে "দ্য ওডিসি"।
নোলানের অসাধারণ ভিজ্যুয়াল স্টাইল ও বিশাল ক্যানভাসের সিনেমা নির্মাণের দক্ষতার কথা মাথায় রেখে নোলান ভক্তরা নিশ্চিত তিনি এই ক্লাসিক কাহিনীকে রুপালি পর্দায় অপরূপ রূপে ফুটিয়ে তুলবেন। এরমধ্যেই ছবিটির নির্মাণ সংস্থা তাদের সোশ্যাল হ্যান্ডেল এক্সের পেজে ম্যাট ডেমনের ‘ওডিসিয়াস’ লুকের একটি বিহাইন্ড-দ্য-সিন ছবি প্রকাশ করেছে। এই ছবি প্রকাশিত হতেই অধিকাংশ সিনেপ্রেমীরা উচ্ছ্বসিত হলেও কিছু দর্শক গ্রীক চরিত্রের জন্য গ্রীক অভিনেতাকে না নেওয়ার কারণে হতাশাও প্রকাশ করেছেন।
সোমবার সকালে ‘দ্য ওডিসি’ ছবির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ম্যাট ডেমনের ওডিসিয়াস চরিত্রের ফার্স্ট লুকে ট্রয় যুদ্ধের পরবর্তী সময়ের আভাস মিলছে। ক্যাপশনে লেখা ছিল, ‘ওডিসিয়াস হয়ে আসছেন ম্যাট ডেমন।’ এই ঘোষণার পরপরই ভক্তরা নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।
নোলান ভক্তরা ছবিটি নিয়ে ভীষণ আগ্রহ প্রকাশ করলেও, কিছু দর্শক কাস্টিং নিয়ে কিছুটা হলেও বিরক্ত। একজন লিখেছেন, “একজন আমেরিকান অভিনেতাকে গ্রিক চরিত্রে কাস্ট করা হয়েছে? নিশ্চিতভাবেই তাদের সবার ব্রিটিশ অ্যাকসেন্ট থাকবে। একেবারে হাস্যকর হবে!” আরেকজন মন্তব্য করেন, “নোলান, যদি আপনি এটি পড়েন, তাহলে অনুরোধ করব ছবিটিকে ব্রোঞ্জ যুগের মতো দেখানো হোক। আমাদের সময়োপযোগী বর্ম দরকার। আর ভালোভাবে কাস্টিং করা যেত। এই সিনেমায় অবশ্যই ভূমধ্যসাগরীয় সংস্কৃতির প্রতিফলন থাকা দরকার।”
‘দ্য ওডিসি’—এক মহাকাব্যিক যাত্রার গল্প যেখানে ট্রয়ের যুদ্ধ (ট্রোজান ওয়ার) শেষে গ্রীক বীর ওডিসিয়াসের দশ বছর ধরে ইথাকায় ফেরার চেষ্টা চিত্রিত হবে। এই যাত্রায় তিনি অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হন। অন্যদিকে, ইথাকায় তার স্ত্রী পেনেলোপে এবং পুত্র টেলেম্যাকাস তার অনুপস্থিতিতে ক্ষমতা দখল করতে চাওয়া লোভী প্রতিদ্বন্দ্বীদের প্রতিহত করার চেষ্টা চালিয়ে যান।
আরও পড়ুনঃ- ইউনেসকো আয়োজিত মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে বাংলাদেশ
আমেরিকান ম্যাগাজিন ভ্যারাইটি সূত্রে জানা গেছে, নোলান ‘দ্য ওডিসি’-র একটি অংশ সিসিলিতে চিত্রায়ণ করবেন। বিশেষ করে, ফ্যাভিনিয়ানা দ্বীপে (যা স্থানীয়ভাবে ‘গোট আইল্যান্ড’ নামে পরিচিত) দৃশ্যধারণ হবে, যা হোমারের মূল কাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। ধারণা করা হয়, ওডিসিয়াস এবং তার সঙ্গীরা এখানে এসে পৌঁছেছিলেন।
চলতি মাসেই "দ্য ওডিসি'র" শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।এই সিনেমাটি হবে ক্রিস্টোফার নোলান ও ম্যাট ডেমনের তৃতীয় যৌথ কাজ। এর আগে তারা ‘দ্য ডিপার্টেড’ এবং অস্কারজয়ী ‘ওপেনহাইমার’-এ একসঙ্গে কাজ করেন।
ইউনিভার্সাল পিকচার্স প্রযোজিত ‘দ্য ওডিসি’-তে থাকবে একঝাঁক হলিউড তারকা। ম্যাট ডেমনের পাশাপাশি এই সিনেমায় আরো অভিনয় করবেন টম হল্যান্ড, জেন্ডায়া, রবার্ট প্যাটিনসন, লুপিটা নিয়ং’ও, অ্যান হ্যাথাওয়ে, চার্লিজ থেরন, বেনি সাফদি, জন বার্নথাল, এলিয়ট পেজ, হিমেশ প্যাটেল, বিল আরউইন, সামান্থা মর্টন প্রমুখ।অভিনেতাদের মধ্যে অনেকেই এর আগে পরিচালকের অতীতের ছবিতে অভিনয় করলেও টম হল্যান্ড, জেন্ডায়া এবং চার্লিজ় থেরনের সঙ্গে এই প্রথম কাজ করতে চলেছেন নোলান।
নির্মাতারা এই ছবিকে ‘পৌরাণিক অ্যাকশন ঘরানা’র ছবি হিসেবে উল্লেখ করেছেন। প্রাচীন গ্রিসের প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম চর্চিত মহাকাব্যিক আখ্যান নোলানের হাতে দর্শকের কাছে চমকে পরিপূর্ণ হবে বলে মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা। তবে অভিনেতাদের মধ্যে কে কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনও স্পষ্ট নয়।
ক্রিস্টোফার নোলান পরিচালিত বহুল প্রতীক্ষিত এই ছবিটি ২০২৬ সালের ১৭ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছেন প্রযোজনা সংস্থা। ক্রিস্টোফার নোলান এবং তার স্ত্রী এমা টমাসও এই ছবির অন্যতম প্রযোজক।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...