আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু হওয়ার অপেক্ষায় থাকলেও লিওনেল মেসির দল ইন্টার মায়ামি ইতোমধ্যে তাদের প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ধাপে পৌঁছেছে। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ওরল্যান্ডো সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে তারা।
তবে এদিন দলের মূল তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। ম্যাচজুড়ে আক্রমণভাগে সক্রিয় থাকলেও গোলের দেখা পাননি দুজনের কেউই। বিশেষ করে সুয়ারেজ সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন।
ফ্লোরিডার এই ক্লাবটি এর আগে প্রাক-মৌসুমের সবগুলো ম্যাচেই জয় তুলে নিয়েছিল। কিন্তু শেষ ম্যাচে এসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি মেসিরা। ম্যাচের শুরুতেই ওরল্যান্ডো এগিয়ে যায় মার্টিন ওজেদার গোলে। তবে এর কয়েক মিনিট পরই মায়ামি সমতায় ফেরে তাদেও আলেন্দের দারুণ ফিনিশিংয়ে। প্রথমার্ধের বাকি সময়ে আক্রমণ পাল্টা আক্রমণ চললেও কোনো দলই আর গোলের দেখা পায়নি।
বিরতির পর আবারও এগিয়ে যায় ওরল্যান্ডো। ৫৪ মিনিটে রামিরো এনরিকের গোল তাদের ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। ম্যাচের বাকি সময়ে মায়ামি একাধিকবার আক্রমণে উঠলেও সমতা ফেরাতে পারছিল না। শেষ মুহূর্তে ওরল্যান্ডোর এক ডিফেন্সিভ ভুলের সুযোগ নিয়ে মায়ামির হয়ে গোল করেন ফাকা ফিকোল্ট। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আসা এই গোলই নিশ্চিত করে ম্যাচটি ড্র হয়ে যায়।
এই ম্যাচে মেসির স্বভাবসুলভ জাদুকরী ফুটবল খুব একটা দেখা যায়নি। তিনি দুটি ফ্রি-কিক নিলেও সেগুলো লক্ষ্যে থাকেনি। অন্যদিকে, সুয়ারেজ একবার জাল কাঁপালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপর আরও দুটি ভালো সুযোগ পেয়েছিলেন উরুগুইয়ান তারকা, কিন্তু সেগুলোও কাজে লাগাতে পারেননি। যদিও ইন্টার মায়ামি তার সঙ্গে আরও এক বছরের নতুন চুক্তি করেছে, ফলে মূল মৌসুমে তার কাছ থেকে বড় পারফরম্যান্সের প্রত্যাশা থাকছে।
আরও পড়ুনঃ- নাটকীয় ম্যাচে শেষ হাসি ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের!
ইন্টার মায়ামির মিডফিল্ডেও কিছুটা সমস্যা দেখা গেছে এদিন। প্রতিপক্ষের প্রেসিংয়ের কারণে মাঝমাঠে সহজে বল ধরে রাখা কঠিন হয়ে উঠেছিল। যদিও সার্জিও বুস্কেটস যথাসাধ্য চেষ্টা করেছেন খেলায় ভারসাম্য আনতে, তবে মাঝমাঠ থেকে বল মেসি ও সুয়ারেজদের কাছে যথাযথভাবে পৌঁছাতে সময় লেগেছে। ফলে মায়ামির আক্রমণ বেশিরভাগ সময়ই ছন্দ খুঁজে পেতে হিমশিম খেয়েছে।
মায়ামির ডিফেন্সও পুরোপুরি নির্ভরযোগ্য মনে হয়নি। ওরল্যান্ডোর আক্রমণভাগ সহজেই ফাঁক বের করে কয়েকবার গোলের কাছাকাছি চলে গিয়েছিল। গোলরক্ষক অস্কার উস্তারি প্রথমার্ধে একবার দারুণ সেভ করে দলকে গোল হজমের হাত থেকে বাঁচান, কিন্তু দ্বিতীয়ার্ধে এনরিকের শট ঠেকাতে পারেননি।
এই ড্রয়ের মধ্য দিয়ে প্রাক-মৌসুম শেষ করল হাভিয়ের মাশ্চেরানোর দল। এবার মূল প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুতি নিতে হবে। আগামী মঙ্গলবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে স্পোর্টিং কেসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি, যেখানে মেসি-সুয়ারেজদের পারফরম্যান্সের ওপর দলটির সাফল্য অনেকাংশেই নির্ভর করবে।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...