বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নতুন এক অধ্যায়ের পথে পা বাড়াতে চলেছেন। ইতোমধ্যেই আঙটিবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, আর খুব শিগগিরই বাজবে তার বিয়ের সানাই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বাগদানের কথা নিশ্চিত করেছেন এই উইকেটকিপার-ব্যাটার। ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে হাস্যোজ্জ্বল কণ্ঠে তিনি বলেন, "আমার তো বাগদান হয়ে গেছে!" তবে বিয়ের তারিখ এবং বর সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। শুধু বলেছেন, "খুব শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।"
কেবল ক্রিকেটের ময়দানেই নয়, ব্যক্তিগত জীবনেও চ্যালেঞ্জ মোকাবিলায় অভ্যস্ত নিগার সুলতানা জ্যোতি। বিয়ের পর তার জন্য নতুন এক জগৎ অপেক্ষা করছে, যেখানে দায়িত্ব ও প্রত্যাশার ভার অনেকটাই আলাদা হবে। খেলার মাঠে যেমন দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তেমনই নতুন জীবনে কেমনভাবে ভারসাম্য রক্ষা করবেন, সেটাই এখন দেখার বিষয়।
নানা প্রতিকূলতা পেরিয়ে নিগার সুলতানা আজ বাংলাদেশ নারী ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক। তার নেতৃত্বে দল অনেক স্মরণীয় জয় তুলে নিয়েছে। ব্যক্তিগত জীবনেও তিনি নিশ্চয়ই এমন সফলতার ধারা ধরে রাখতে চাইবেন।
আরও পড়ুনঃ- ১০ জনের রিয়ালকে থামালো ওসাসুনা, রেফারির সিদ্ধান্তে তোলপাড় !
বিয়ের পর ক্যারিয়ার চালিয়ে যাবেন কি না, এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে। তবে নিগার বরাবরই ক্রিকেটের প্রতি নিবেদিতপ্রাণ। পরিবার ও ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশাদারিত্বের সমন্বয় ঘটিয়ে খেলা চালিয়ে যাওয়ার দৃষ্টান্ত আগেও অনেক নারী ক্রিকেটার স্থাপন করেছেন। জ্যোতিও হয়তো সেই পথেই হাঁটবেন।
এখন অপেক্ষা, কবে আসবে সেই শুভক্ষণ! বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার পর নিশ্চয়ই ভক্ত-সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেবেন এই নারী ক্রিকেট তারকা। তার জীবনের নতুন ইনিংস শুভ ও সাফল্যমণ্ডিত হোক—এটাই সবার চাওয়া!
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...