
৮ গোলের রোমাঞ্চকর সেমিফাইনালে অ্যাতলেটিকোর বিপক্ষে বার্সেলোনার ড্র
কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যে এক রোমাঞ্চকর লড়াই হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচটি উপভোগ্য এক নাটকীয়তার জন্ম দেয়। প্রথমে দুই গোলে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। স্কোরলাইন একসময় ৪-২ করে স্বাগতিকরা, কিন্তু শেষ মুহূর্তে অ্যাতলেটিকো মাদ্রিদ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-৪ সমতায় ম্যাচ শেষ করে।
নিজেদের মাঠে ম্যাচের মাত্র ৪৬ সেকেন্ডের মাথায় গোল হজম করে বার্সেলোনা। কর্নার থেকে ছোট একটি পাসের আদান-প্রদানের পর আতোঁয়ান গ্রিজমান বল বাড়ান বক্সে। সেখান থেকে ক্লেমেন্ত লংলের হেড বার্সার রক্ষণকে বিভ্রান্ত করে। গোলমুখে প্রস্তুত ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। কোনো ভুল না করে চোখ ধাঁধানো ভলিতে বল জালে জড়ান তিনি।
শুধু তাই নয়, ৬ষ্ঠ মিনিটেই আরও এক গোল হজম করতে হয় বার্সাকে। দলীয় রক্ষণে বিশাল এক ভুল করে বসেন জুলস কুন্দে। তার ব্যাকপাস কেঁটে বল পেয়ে যান আলভারেজ, যিনি দ্রুত সেটি বাড়িয়ে দেন গ্রিজমানের দিকে। ফরাসি ফরোয়ার্ড নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করে সফরকারীদের পক্ষে।
প্রথম দিকে ধাক্কা খেলেও বার্সেলোনা এক মুহূর্তের জন্যও হাল ছাড়েনি। ম্যাচের দ্বাদশ মিনিটেই সুযোগ এসেছিল ফেরান তোরেসের সামনে, কিন্তু ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে অ্যাতলেটিকো গোলরক্ষক হুয়ান মুসোকে পরাস্ত করতে ব্যর্থ হন তিনি। তবে স্বাগতিকরা দ্রুতই ছন্দ ফিরে পায়।
১৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সা। জুলস কুন্দের পাস থেকে পেদ্রি দারুণ এক শটে বল জালে জড়ান। এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে আবারও গোল! এবার রাফিনিয়ার কর্নার থেকে নিখুঁত হেড করেন পাউ কুবার্সি, যা জালের ঠিকানা খুঁজে নেয়। মুহূর্তের মধ্যে সমতায় ফেরে বার্সেলোনা।
৩২তম মিনিটে ফেরান তোরেস গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তা ব্যর্থ হয়। তবে বার্সেলোনার চাপ বাড়ছিল ক্রমশ। আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছিল অ্যাতলেটিকো। সেই চাপের ফল আসে ৪১তম মিনিটে। রাফিনিয়ার আরেকটি কর্নার থেকে এবার নিখুঁত হেড করেন ইনিগো মার্তিনেজ, গোলরক্ষকের কিছুই করার ছিল না।
আরও পড়ুনঃ-বিরাট কোহলির ব্যাটে নতুন ইতিহাস, ভাঙলেন শচীনের রেকর্ড
প্রথমার্ধের যোগ করা সময়ে তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল ও দানি ওলমো শট নিলেও আর্জেন্টাইন গোলরক্ষক মুসো তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেন। তাতে আরও ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে বার্সা।
বিরতির পর অ্যাতলেটিকো আক্রমণ শানাতে শুরু করে। ৫৫তম মিনিটে গ্রিজমানের নেওয়া শটটি চমৎকারভাবে ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক ওলশেক সেজনি। ৭২তম মিনিটে একবার গোল উদযাপন করেছিল অ্যাতলেটিকো, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
৭৪তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নেমেই গোল করেন রবার্ট লেভানডফস্কি। ডান দিক থেকে আসা পাস নিখুঁতভাবে জালে পাঠিয়ে ৪-২ করে বার্সা। মনে হচ্ছিল, এবার হয়তো জয় নিশ্চিত হয়ে গেল কাতালানদের।
তবে অ্যাতলেটিকো এত সহজে হার মানেনি। ৮৪তম মিনিটে মার্কাস লরেন্তে দুর্দান্ত শটে ব্যবধান কমিয়ে ৪-৩ করেন। বার্সেলোনার রক্ষণ তখন কিছুটা অগোছালো হয়ে পড়ে। অতিরিক্ত যোগ করা সময়ের ৯৩তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যান আলেকজান্ডার সরলথ। ডি-বক্সের মধ্যে পাওয়া বল সহজ ফিনিশিংয়ে জালে পাঠিয়ে অ্যাতলেটিকোর জন্য দারুণ এক প্রত্যাবর্তন নিশ্চিত করেন তিনি।
অবশেষে ৪-৪ সমতায় শেষ হয় ম্যাচটি। দুই দলের দুর্দান্ত লড়াইয়ের কারণে এই ম্যাচটা হয়ে থাকল কোপা দেল রের ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচ।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...