
একই ভেন্যুতে খেলেই সুবিধা পাচ্ছে ভারত, স্বীকার করলেন শামি!
রাজনৈতিক জটিলতার কারণে পাকিস্তানে না গিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে ভারত। তাই টুর্নামেন্ট আয়োজন হচ্ছে হাইব্রিড মডেলে, যেখানে একমাত্র ভারতই পাচ্ছে বিশেষ সুবিধা।
অন্য দলগুলোকে বারবার দেশ পরিবর্তন করতে হলেও, ভারত সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে।
এই সুবিধা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট মহলে। একাধিক ক্রিকেটবোদ্ধা মনে করছেন, ভারত একই ভেন্যুতে থেকে পিচ ও কন্ডিশনের সঙ্গে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে, যা তাদের পারফরম্যান্সের জন্য বাড়তি সুবিধা দিচ্ছে। বিপরীতে, অন্য দলগুলোকে এক দেশ থেকে আরেক দেশে যেতে হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে তুলছে।
যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই সুবিধার কথা সরাসরি স্বীকার করছে না, তবে দলের অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামি তা মেনে নিয়েছেন।
অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করার পর শামি বলেন, "একই জায়গায় সব ম্যাচ খেলাটা আমাদের জন্য নিঃসন্দেহে ইতিবাচক। আমরা এখানকার কন্ডিশন আর পিচ সম্পর্কে দারুণভাবে অভ্যস্ত হয়ে গেছি, যা আমাদের পারফরম্যান্সে সাহায্য করছে।"
এছাড়া, তিনি আরও বলেন, "প্রতি ম্যাচের আগে নতুন পরিবেশ বা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ঝামেলা আমাদের নেই। আমরা জানি কোন পিচ কেমন আচরণ করবে, কোন সময় কেমন আবহাওয়া থাকবে। এসব জেনে খেলাটা যেকোনো দলের জন্যই সুবিধার বিষয়।"
তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর এই অভিযোগ মানতে নারাজ। রোহিত বলেন, "দুবাই আমাদের ঘরের মাঠ নয়, এখানে আমরা খুব বেশি ম্যাচ খেলি না। তাই এটা কোনোভাবে আমাদের জন্য বাড়তি সুবিধা হতে পারে না।"
গম্ভীরও প্রায় একই সুরে বলেছেন, "যারা সমালোচনা করছে, তারা পরিস্থিতি বুঝতে পারছে না। আমরা এখানে খেলছি, কারণ আমাদের জন্য এটাই নির্ধারণ করা হয়েছে। অন্যান্য দলও তাদের সুযোগ পাচ্ছে, তাই শুধু ভারতকে দোষারোপ করা ঠিক নয়।"
আরও পড়ুনঃ- সমালোচনার মুখে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিকুর রহিম
এদিকে, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো দলগুলো এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে করতে বেশ বিপাকে পড়েছে। একদিকে শারীরিক ক্লান্তি, অন্যদিকে প্রতিবার নতুন কন্ডিশনে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ—সব মিলিয়ে তারা চাপে রয়েছে। বিশেষ করে পাকিস্তান, যাদের নিজেদের দেশে খেলার কথা থাকলেও ভারতের কারণে তা সম্ভব হয়নি।
নিউজিল্যান্ডের এক ক্রিকেটার জানান, "আমাদের একাধিকবার দেশ পরিবর্তন করতে হয়েছে, যা সত্যিই কষ্টদায়ক। আমরা যেখানে একটা পরিবেশে মানিয়ে নিই, তার পরই নতুন জায়গায় যেতে হচ্ছে। কিন্তু ভারত একই মাঠে খেলে যাচ্ছে, যা অবশ্যই তাদের জন্য সুবিধাজনক।"
সব বিতর্কের মধ্যেই এগিয়ে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপার জন্য মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। একদিকে অভিজ্ঞ ও সুবিধাভোগী ভারত, অন্যদিকে কঠিন লড়াই পেরিয়ে আসা নিউজিল্যান্ড—দুই দলের জমজমাট ফাইনাল উপভোগ করতে মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...