
তোরেসের গোলে ফাইনালে বার্সা, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল
প্রথম লেগে উত্তেজনাপূর্ণ এক ম্যাচ উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সেই রোমাঞ্চ কিছুটা কমে যায়। স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তোরেসের করা একমাত্র গোলের সুবাদে অ্যাতলেটিকো মাদ্রিদকে তাদের ঘরের মাঠে ১-০ ব্যবধানে পরাজিত করে বার্সেলোনা।
এই জয়ের ফলে তিন মৌসুম পর আবারও কোপা দেল রের ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা।
বুধবার (২ এপ্রিল) রাতে নিজেদের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সা। আগামী ২৬ এপ্রিল ফাইনালে তাদের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পর এই প্রথমবার কোপা দেল রের ফাইনালে দেখা যাবে স্পেনের ফুটবলের সবচেয়ে আলোচিত দ্বৈরথ—এল ক্লাসিকো।
প্রথম লেগে নাটকীয় লড়াই দেখা গিয়েছিল, যেখানে ম্যাচের শুরুর দিকে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ফিরে এসে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। তবে শেষ দিকে দুই গোল হজম করে ৪-৪ ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। তবুও লিগে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ ভালো, বিশেষ করে অ্যাতলেটিকোর মাঠে ৭১ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ৪-২ গোলের জয়ে মাঠ ছেড়েছিল কাতালানরা।
ওয়ান্দা মেত্রোপলিতানোতে স্বাগতিক সমর্থকদের সামনে খুব একটা ভালো খেলতে পারেনি অ্যাতলেটিকো মাদ্রিদ। পুরো ম্যাচে তারা মাত্র ৬টি শট নিতে পেরেছে, যার মধ্যে কোনোটি লক্ষ্য বরাবর ছিল না। অন্যদিকে, বল দখলের লড়াইয়ে আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। ৫৭ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা ১৫টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল গোলমুখে। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনা এখন টানা ২১ ম্যাচ অপরাজিত রয়েছে এবং এই বছরে এখনও কোনো ম্যাচে হারেনি।
শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলে স্বাভাবিকভাবেই আধিপত্য দেখায় বার্সেলোনা। তবে কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথম দিকে কাজে লাগাতে পারেনি কাতালানরা। লামিনে ইয়ামাল ও জুল কুন্দের শট লক্ষ্যভ্রষ্ট হয়। অবশেষে ২৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সা। ইয়ামালের দারুণ এক পাস থেকে সুযোগ পেয়ে যান ফেররান তোরেস, আর প্রথম স্পর্শেই গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান তিনি।
আরও পড়ুনঃ- অবসরের সিদ্ধান্ত মাহমুদউল্লাহ রিয়াদ'র, ১৮ বছরের ক্যারিয়ারের সমাপ্তি
প্রথমার্ধে আরও দুটি বড় সুযোগ পেয়েছিল বার্সেলোনা, কিন্তু ইয়ামাল ও রাফিনিয়া গোল করতে ব্যর্থ হন। ফলে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যাতলেটিকো মাদ্রিদ একসঙ্গে তিনটি পরিবর্তন আনে, যার মধ্যে অন্যতম ছিলেন আলেকসান্দার সরলথ। ৫২তম মিনিটে তার সামনে সুবর্ণ সুযোগ আসে, কিন্তু একেবারে সামনে থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। তিন মিনিট পর বার্সেলোনাও সুযোগ পায়, কিন্তু ফের্মিন লোপেসের পাস থেকে রাফিনিয়ার শট আটকে দেন অ্যাতলেটিকোর গোলরক্ষক। ৬৯তম মিনিটে সরলথ বার্সার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
বার্সেলোনার আক্রমণাত্মক খেলা অব্যাহত থাকে, ৭৪তম মিনিটে তোরেস মাঠ ছাড়ার পর লেভানদোভস্কি একটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার শট গোলরক্ষক আটকে দেন। ম্যাচের শেষ দিকে অ্যাতলেটিকো মরিয়া হয়ে গোলের জন্য আক্রমণ চালালেও বার্সেলোনার রক্ষণভাগ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে। শেষ পর্যন্ত স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি।
এই জয়ের ফলে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করল বার্সেলোনা, যেখানে তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক রোমাঞ্চকর ফাইনাল, যেখানে স্প্যানিশ ফুটবলের দুই জায়ান্টের চিরপ্রতিদ্বন্দ্বিতা আবারও ফুটে উঠবে।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...