উইকিপিডিয়া আজকের দিনে বেশিরভাগ মানুষের জন্য একটি পরিচিত তথ্যসূত্র হয়ে দাঁড়িয়েছে। হোক সেটা সাধারণ কোনো প্রশ্ন বা কোনো জটিল বিষয়ের অনুসন্ধান, উইকিপিডিয়া প্রায়ই প্রথম পছন্দ হিসাবে ব্যবহৃত হয়।
উইকিপিডিয়া আসলে কী?
উইকিপিডিয়া একটি ইন্টারনেট ভিত্তিক বিশ্বকোষ, যা প্রথম চালু হয় ২০০১ সালে। এটি বিনামূল্যে সকলের জন্য উন্মুক্ত এবং ওপেন সোর্স প্রযুক্তিতে তৈরি। অর্থাৎ, এই সফটওয়্যারটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে যে কেউ অবদান রাখতে এবং তথ্য সম্পাদনা করতে পারেন। উইকিপিডিয়া পরিচালিত হয় একটি অলাভজনক সংস্থা ‘উইকিমিডিয়া ফাউন্ডেশন’ দ্বারা, যারা সাম্প্রতিক এই আইনি ঝামেলাতেও জড়িয়ে পড়েছে।
উইকিপিডিয়া বিশ্বের শীর্ষ জনপ্রিয় ওয়েবসাইটগুলোর মধ্যে একটি এবং এতে বর্তমানে ছয় কোটিরও বেশি নিবন্ধ রয়েছে। প্রতি মাসে এর পেজ ভিউ সংখ্যা এক কোটি লক্ষাধিকের বেশি। প্রশ্ন হলো, এই বিশাল ডাটাবেসে কি যে কেউ অবদান রাখতে পারেন? উত্তর হলো, হ্যাঁ, চাইলে যে কেউ নতুন তথ্য যোগ করতে বা পুরনো তথ্য আপডেট করতে পারেন।
তথ্য লেখার পেছনে কারা?
উইকিপিডিয়ায় প্রাথমিকভাবে স্বেচ্ছাসেবকরাই নিবন্ধ লেখেন ও সম্পাদনা করেন। বর্তমানে তিন লক্ষাধিক স্বেচ্ছাসেবক এখানে কাজ করেন, যারা বিভিন্ন বিষয়ে নতুন তথ্য সংযোজন এবং যাচাই করার দায়িত্ব পালন করেন। স্বেচ্ছাসেবকরাই মূলত এ প্ল্যাটফর্মের প্রাণ। তাদের বেশিরভাগই কোনো আর্থিক সুবিধা ছাড়াই এই কাজ করেন এবং চাইলে তাদের পরিচয়ও গোপন রাখতে পারেন।
উইকিপিডিয়ার নিয়মাবলী
যদিও উইকিপিডিয়া ওপেন সোর্স হিসেবে যে কারও জন্য উন্মুক্ত, তবু এখানে তথ্য প্রকাশের নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। কোনো নতুন তথ্য যোগ করতে হলে সেটি নির্ভরযোগ্য উৎস থেকে আসতে হবে। এছাড়া, তথ্য যাচাইয়ের জন্য সম্পাদক, প্রশাসক এবং কম্পিউটার বটের সাহায্যে নিবন্ধগুলো নিয়মিত পর্যালোচনা করা হয়।
বিশ্বাসযোগ্যতা কতটুকু?
একাডেমিক প্রতিষ্ঠানগুলো প্রায়ই উইকিপিডিয়ার তথ্যকে নির্ভরযোগ্য উৎস হিসেবে না দেখে বরং প্রাথমিক তথ্যসূত্র হিসেবে ব্যবহার করতে বলে। কারণ এখানে ভুল তথ্য থাকার সম্ভাবনা থাকে। তবে উইকিপিডিয়া নিজেও পরামর্শ দেয় যে, তাদের তথ্য সরাসরি উৎস হিসেবে না দেখে বরং তাদের উল্লেখিত উৎসগুলো থেকে প্রমাণ যাচাই করতে।
বিশেষজ্ঞদের দৃষ্টিকোণ
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক অ্যামি ব্রুকম্যানের মতে, সাধারণ বিষয়ে উইকিপিডিয়ার তথ্য তেমন নির্ভরযোগ্য নাও হতে পারে। তবে জনপ্রিয় বা অধিক প্রচলিত বিষয়ে এখানে প্রকাশিত তথ্য অনেক বেশি নির্ভরযোগ্য বলে গণ্য হতে পারে।
আরও পড়ুনঃ- শক্তিশালী ইলেকট্রিক বাইক নিয়ে আসছে রয়্যাল এনফিল্ড, টিজারেই চমক
উইকিপিডিয়া কীভাবে পরিচালিত হয়?
উইকিপিডিয়া বিজ্ঞাপন মুক্ত একটি প্ল্যাটফর্ম। তারা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের মাধ্যমে কোনো আয় করেনা, যা বেশিরভাগ অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে প্রচলিত। বরং তাদের তহবিল আসে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের অনুদান থেকে। ২০২২-২৩ অর্থবছরে তারা প্রায় ১৮ কোটি মিলিয়ন ডলার অনুদান পেয়েছে।
উইকিপিডিয়ার সীমাবদ্ধতা
বিশ্বের প্রায় ১৩টি দেশে উইকিপিডিয়া কোনো না কোনোভাবে সীমাবদ্ধ করা হয়েছে। চীন, মিয়ানমার এবং উত্তর কোরিয়া যেমন এটি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে, রাশিয়া এবং ইরান নির্দিষ্ট কিছু বিষয়বস্তুতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া, পাকিস্তান ২০২৩ সালে তিন দিনের জন্য উইকিপিডিয়া নিষিদ্ধ করেছিল।
উইকিপিডিয়া একটি বৈশ্বিক তথ্যভান্ডার যা সবার জন্য উন্মুক্ত এবং অবাধ জ্ঞান বিনিময়ের ক্ষেত্র। এটি আমাদের দৈনন্দিন জীবনে নানা তথ্য অনুসন্ধান এবং শিখতে সাহায্য করে, যদিও এর তথ্যের উপর পুরোপুরি নির্ভর না করাই ভালো।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...