সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বর্তমানে এর মাধ্যমে হ্যাকাররা বিভিন্ন অভিনব পদ্ধতিতে একের পর এক প্রতারণা করে যাচ্ছে। বিভ্রান্ত হয়ে ব্যবহারকারীরা বিভিন্ন সময়ে হ্যাকারদের হাতে তুলে দিচ্ছেন নিজেদের মহা গুরুত্বপূর্ণ তথ্যগুলো।
প্রতিনিয়ত হ্যাকাররা মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছেন। সম্প্রতি তেমনই একটি নতুন পদ্ধতির কথা ব্যাপকভাবে জানা যায়।
ধরুন আপনি ফোন হাতে নিয়ে প্রতিদিনকার মত হোয়াটসঅ্যাপ খুলে বসলেন। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেসেজের মাঝে একটি মেসেজ আপনার দৃষ্টি আকর্ষণ করে। হটাৎ একটি বিলাসবহুল বাগানের ছবিযুক্ত একটি বিবাহের নিমন্ত্রণপত্র দেখতে পান আপনি।
এই যাবতীয় মেসেজ্র ক্ষেত্রে একটি লিংক সংযুক্ত করা থাকে মেসেজের মধ্যে। নিমন্ত্রণপত্র প্রাপ্তির জন্য সেই লিংকে ক্লিক করতে বলা হয় বার বার। ব্যবহারকারী মানুষটি হয়তো উত্তেজনাবসত সেই লিংকে ক্লিক করেও ফেলছেন।
এর কিছু সময় পর সেখানে একটি পেজ ওপেন হয়, যেখানে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে জানতে চাওয়া হয়। আপনি হয়তো তেমন কিছু না ভেবেই সেই লিঙ্ক ক্লিক করলেন। আর এরপরই দেখতে পেলেন আপনার ব্যাংক একাউন্টটি খালি হয়ে গেছে।
ডিজিটাল মাধ্যমে এটি সম্পুর্ণ নতুন ধরনের একটি প্রতারণার কৌশল। এটি খুব দ্রুত অনলাইন প্লাটফর্ম গুলোতে ছড়িয়ে পড়েছে। হোয়াটসঅ্যাপে এই ধরনের মেসেজগুলো দিয়ে মানুষকে প্রলোভিত করা হচ্ছে। মানুষকে ভুয়া বিয়ের নিমন্ত্রণ পাঠিয়ে সকলকে বোকা বানানোর নতুন এই পদ্ধতির দিকে জোর দিয়েছে সাইবার অপরাধীরা।
আরও পড়ুনঃ- আইফোন-১৬ নতুন আপডেটে কল রেকর্ডিং ফিচার চালু !
সম্প্রতি ভারতে এই ধরনের কর্মকাণ্ড ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভারতের হিমাচল প্রদেশ সাইবার পুলিশ এই ধরনের বেশ কয়েকটি অভিযোগের কথা জানতে পেরেছেন বলে সংবাদমাধ্যমে জানায়। এই বিষয়ে তারা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের সকল লিঙ্ক এড়িয়ে চলার জন্য এবং ফোনে আসা লিংকগুলোতে ক্লিক না করার জন্য।
একদল পথভ্রষ্ট হ্যাকারদের প্রতারণার মাধ্যমে শেষ হয়ে যেতে পারে আপনার সারাজীবনের যাবতীয় সকল সঞ্চয়। এই লিংক গুলোতে এমন ব্যবস্থা করা থাকে যাতে এক ক্লিকেই আপনি হারিয়ে ফেলবেন আপনার সব কিছু। এই ধরণের প্রতারণা এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সকলকে আরো বেশি সচেতনতা অবলম্বন করা উচিত।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...