
বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট সেবা আনতে প্রস্তুত বাংলালিংক
ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক শিগগিরই বাংলাদেশে চালু হতে পারে। দুবাইভিত্তিক টেলিকমিউনিকেশন কোম্পানি ভিওন লিমিটেড স্টারলিংকের সঙ্গে অংশীদারত্ব সম্প্রসারণের জন্য আলোচনা করছে।
এই অংশীদারত্ব সফল হলে, ভিওনের মালিকানাধীন বাংলাদেশি মোবাইল অপারেটর বাংলালিংক দেশে এই সেবা প্রদান করবে।
বাংলালিংকের এক কর্মকর্তা জানিয়েছেন, ভিওন ও স্টারলিংকের মধ্যে চুক্তি সম্পন্ন হলে তারা এই সেবা চালু করবে। বর্তমানে বাংলালিংক দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর।
ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা কা’ন তেরজিওলু জানিয়েছেন, পাকিস্তান, বাংলাদেশ, কাজাখস্তান ও উজবেকিস্তানের মতো এলাকায় যেখানে ভূ-ভিত্তিক নেটওয়ার্কের সীমাবদ্ধতা রয়েছে, সেসব অঞ্চলে মহাকাশ-ভিত্তিক সংযোগ সেবা দিতে চান তারা। দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “এটি শুধু যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার জন্য নয়। ভূ-ভিত্তিক নেটওয়ার্কের সীমাবদ্ধতা রয়েছে। বন্যা কিংবা জ্বালানি সংকটের মতো পরিস্থিতিতে, যা আমাদের বাজারগুলোতে প্রায়ই ঘটে, সেসময় মহাকাশ-ভিত্তিক ও ভূ-ভিত্তিক নেটওয়ার্কের যৌথ কভারেজ অত্যন্ত প্রয়োজনীয়।”
ইউক্রেনের বৃহত্তম মোবাইল অপারেটর এবং ভিওনের মালিকানাধীন প্রতিষ্ঠান কিয়েভস্টার পিজেএসসি গত মাসে স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই চুক্তির অধীনে প্রথম পর্যায়ে স্যাটেলাইট থেকে সেলুলার টেক্সট মেসেজ সেবা চালু হবে এবং পরবর্তী ধাপে ভয়েস ও ডেটা পরিষেবা প্রদান করা হবে।
আরও পড়ুনঃ- জাতীয় নিরাপত্তার স্বার্থে আমেরিকায় টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত
স্টারলিংক বর্তমানে স্মার্টফোনের জন্য স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদানকারী কিছু কোম্পানির একটি হলেও, এই সেবা এখনো বাণিজ্যিকভাবে খুব বেশি বিস্তৃত নয়।
তবে, ভিওন প্রধান জানান, এ ধরনের চুক্তি বাস্তবায়নে স্পেকট্রামের বরাদ্দের প্রয়োজন, যা ব্যয়বহুল হতে পারে এবং সবসময় সহজলভ্য হয় না।
ভিওনের লক্ষ্য হলো স্বল্পপরিসেবা প্রাপ্ত বাজারগুলোতে টেলিকম সেবা প্রদান এবং ধীরে ধীরে সেখানে আর্থিক সেবা ও বিনোদন খাতে প্রবেশ করা।
ভিওন প্রধান তেরজিওলু আরও বলেন, “ভিয়েতনাম, ইথিওপিয়া ও মেক্সিকোর মতো বাজারগুলোতে আমাদের আগ্রহ রয়েছে। এসব দেশে কম কার্যকর সম্পদগুলো খুঁজে বের করে আমরা এগুলোতে কাজ করতে চাই।”
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...