
কৃত্রিম বুদ্ধিমত্তায় চ্যাটজিপিটিকে টপকে গেল চীনের 'ডিপসিক'
চীনের তৈরি এআই মডেল 'ডিপসিক' এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে এটি ফ্রি ডাউনলোড তালিকায় শীর্ষস্থান দখল করেছে। যার ফলে এটি চ্যাটজিপিটিকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে।
এছাড়াও, চীনের ফ্রি অ্যাপ ডাউনলোড তালিকাতেও এটি শীর্ষে অবস্থান করছে। চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২০ জানুয়ারি চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ডিপসিক তাদের নতুন এআই মডেল 'ডিপসিক-আর১' আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে। এই মডেলটি ইতিমধ্যেই পশ্চিমা প্রযুক্তি জগতে ব্যাপক সাড়া ফেলেছে। এর প্রধান কারণ হলো, এটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং অত্যন্ত কম খরচে তৈরি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, গত এক দশক ধরে এআই প্রযুক্তির প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র চীনের তুলনায় এগিয়ে থাকলেও, ডিপসিকের এই নতুন মডেল এই সমীকরণকে বদলে দিতে পারে। এটি চীনকে এআই ক্ষেত্রে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ- বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট সেবা আনতে প্রস্তুত বাংলালিংক
অন্যদিকে, মেটার সিইও মার্ক জাকারবার্গ সম্প্রতি জানিয়েছেন, তাদের নতুন এআই মডেল 'এললামা-৪' চালানোর জন্য লুইজিয়ানায় একটি বিশাল ডেটা সেন্টার নির্মাণ করা হবে। এই প্রকল্পে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হবে বলে তিনি উল্লেখ করেছেন।
ডিপসিকের এই সাফল্যের পর এআই চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়ার শেয়ার মূল্য ৩.১২ শতাংশ হ্রাস পেয়েছে। এটি তাদের ইতিহাসে একদিনের মধ্যে সবচেয়ে বড় পতন হিসেবে রেকর্ড করা হয়েছে। এই ঘটনা প্রযুক্তি বাজারে নতুন আলোচনার সূত্রপাত করেছে।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...