
আবারও দেবের নায়িকা হলেন ইধিকা পাল
টলিউডের গত বছরের সফল ছবি ‘খাদান’-এ তারকা অভিনেতা দেব ও ইধিকা পালের জুটি দর্শকের মন জয় করেছে। সেই সিনেমার উন্মাদনা শেষ না হতেই ‘রঘু ডাকাত' ছবিতে জুটি বাঁধলেন তারা।
‘খাদান’ চলচ্চিত্রে প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেত্রী ইধিকা পাল। এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা নবাগত হিসেবে "আনন্দলোক" পুরস্কার জিতেছেন। ছবিটি বক্স অফিসেও ঝড় তুলেছে। সিনেমার ‘কিশোরী’ গানটি তো এখনও শ্রোতাদের মুখে মুখে ফিরছে। এরইমধ্যে এলো নতুন ঘোষণা।
দেবের সঙ্গে ‘রঘু ডাকাত’ নামে আরেক সিনেমায় জুটিবদ্ধ হলেন ইধিকা। এসভিএফের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন ধ্রুব ব্যানার্জী। এ সিনেমায় ইধিকা ছাড়াও দেখা যাবে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী সোহিনী সরকারকেও।
তবে ইধিকা ও সোহিনী কোন চরিত্রে অভিনয় করবেন তা এখনো জানাননি নির্মাণ সংশ্লিষ্টরা। সরস্বতী পূজার দিন হতে যাচ্ছে ছবির মহরত। চার বছর আগে এ সিনেমার ঘোষণা এলেও নানা কারণে এত দিন শুটিং শুরু হয়নি। পশ্চিমবঙ্গে ছাড়াও মহারাষ্ট্রে ‘রঘু ডাকাত’–এর শুটিং হবে। এ বছরের দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।
এদিকে "রঘু ডাকাত" ছবিতে চুক্তিবদ্ধ হয়ে ভীষণ উচ্ছ্বসিত ইধিকা । সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়িকা বলেন, 'দেবদার স্বপ্নের প্রজেক্ট এটা। সেই ছবিতে আমায় আবার ভেবেছে, বিশ্বাস করেছে সেটার জন্য আমি খুব খুশি। খুবই উত্তেজিত হয়ে পড়েছি। তবে দায়িত্ব তো আছেই। সুযোগ পেয়েছি যখন আবার ভালো ভাবে করতে হবে।'
সোহিনী সরকারের সঙ্গে এই প্রথমবার কাজ করার বিষয়ে ইধিকা জানান, 'সোহিনী দি ভীষণ ভালো। ওর আচরণ খুবই বন্ধুত্বপূর্ণ। আমরা একসঙ্গে আগে কাজ করিনি, আগে তেমন কোথাও দেখাও হয়নি। আশা করছি এবার একসঙ্গে কাজ করে অনেক স্মৃতি তৈরি করব।'
আরও পড়ুনঃ-অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, যা বললেন অপু
বড় পর্দায় ইধিকা পালের অভিষেক হয়েছে বাংলাদেশের চলচ্চিত্রে। সেখানে শাকিব খানের বিপরীতে "প্রিয়তমা ছবিতে নায়িকা হবার পরে তিনি এতদিন প্রিয়তমা হিসেবে পরিচিত ছিলেন। তবে "খাদান" এর সফলতার পরে তিনি এখন কিশোরী বলেই জনপ্রিয় হয়েছেন। সেই বিষয়ে ইধিকা বলেন, 'নতুন নাম পেয়ে ভালো লাগছে। যেখানেই যাচ্ছি সবাই কিশোরী বলে ডাকছেন।'
প্রসঙ্গত ,জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রিমলি’র হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতেখড়ি ইধিকা পালের। পরবর্তীতে জি বাংলার আরও একটি ধারাবাহিক ‘পিলু’তে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করেন তিনি। নিজের সাবলীল অভিনয়গুণে খুব সহজেই ইধিকা মন জয় করে নিয়েছিলেন বাংলা সিরিয়ালের দর্শকদের। ‘পিলু’ শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি অভিনেত্রীকে।
এরপর ২০২২ সালে ঢাকাই নির্মাতা হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বাংলাদেশের বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর। শাকিব খানের সঙ্গে তার পর্দার জুটি ছিল সুপারহিট। এর পর থেকেই পশ্চিমবঙ্গের প্রযোজকেরাও তাঁকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন।তবে এরইমধ্যে ‘প্রিয়তমা’র পর "বরবাদ" ছবিতে আবারও শাকিব খানের সাথে জুটি বেঁধেছেন ইধিকা।বর্তমানে এই ছবির শুটিং প্রায় শেষ পর্যায়ে।চলতি বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...