By using this site, you agree to our Terms and Conditions and Privacy Policy.

সদ্য প্রেমে পড়া মেয়ের লাজুক চাহনিতে মিমির প্রশ্ন,'সখী ভালবাসা কারে কয়?'

ডেস্ক রিপোর্টার

৩ ফেব্রুয়ারী, ২০২৫ এ ১১:০০ এ এম

টলিউড
সদ্য প্রেমে পড়া মেয়ের লাজুক চাহনিতে মিমির প্রশ্ন,'সখী ভালবাসা কারে কয়?'

বেশ আচমকাই টলিপাড়া অভিনেত্রী মিমি চক্রবর্তীর প্রেমের গুঞ্জনে মাতোয়ারা। আর সরস্বতী পূজার দিনে সমাজ মাধ্যমে তার মায়াবী হাসি ও লাজুক চাহনির ছবি সেই ভাবনাকে উস্কে দিল।

টলিপাড়ার গ্ল্যামারস অভিনেত্রী মিমি চক্রবর্তী নাকি প্রেমে পড়েছেন- এ নিয়ে নেটদুনিয়াতেও হচ্ছে তুমুল চর্চা। আর আলোচনা হবার কারণও আছে। কারণ ব্যক্তিজীবনে মিমি এখনও সিঙ্গেল। আর আজ ওপার বাংলার সরস্বতী পূজার দিনে সোশ্যাল মিডিয়ায় টোল পড়া হাসি আর লাজুক চোখের ছবিতে 'সখী ভালবাসা কারে কয়' ক্যাপশন লিখে পোস্ট দিতেই প্রেমের সেই গুঞ্জন একেবারে টক অফ দ্য টাউন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রেই শোনা যাচ্ছে, তৃণমূলের প্রাক্তন এই সাংসদ সম্পর্কে জড়িয়েছেন। আর তাই সরস্বতী পুজার দিন হৃদয় উজাড় করে করলেন ভালবাসার বহিঃপ্রকাশ। অভিনেত্রীর লাজুক চাহনি বলে দিল অনেক না বলা কথাই।

পশ্চিমবঙ্গবাসীদের কাছে সরস্বতী পূজা মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। প্রতি বছরই এইদিনে প্রেমিক-প্রেমিকারা হাতে হাত ধরে বেড়িয়ে পড়েন প্রেম করতে। তবে মিমি সেরকম কিছু করেননি। শুধু পোস্ট করেছেন কয়েকটি ছবি।

ভালোবাসার পরশ বুলানো সেসব ছবিতে দেখা গেছে, মিমির পরনে নীল কুর্তা, হাতে, গলায় ঠাসা সুতোর কাজ। কুর্তার পুরোটা জুড়ে ছোট বুটি। মিমির কানে ঝুমকো, কপালে নীল টিপ, খোলা চুল আর হাতে একটি বই, তবে তা বাংলা নয়।

মিমির এই মনকাড়া লুক থেকে চোখ সরানো দায়। মিমির টোল পড়া হাসি আর লাজুক চোখ বলে দিচ্ছে দারুণ কিছু ঘটে গেছে তার জীবনে।

ছবির সঙ্গে ক্যাপশন হিসেবে মিমি চক্রবর্তী ব্যবহার করেছেন রবীন্দ্রসঙ্গীতের কয়েকটি লাইন। 'সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে/ তোমরা যে বল দিবস-রজনী ‘ভালবাসা’ ‘ভালবাসা’/ সখী ভালবাসা কারে কয়/ সে কি কেবলই যাতনাময়...'। এরপর গোলাপি রঙের হার্ট ইমোজি।

আরও পড়ুনঃ- শিল্পী ফরিদা পারভীনের অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

আর টলিউড তারকা অভিনেত্রীর এই পোস্ট দেখে নেটিজেনদের মনে একটাই ভাবনা- তাহলে কি সত্যিই প্রেমেই পড়েছেন মিমি? যদিও তার উত্তর অবশ্য নায়িকার কাছ থেকে পাওয়া যায়নি।

বেশ কিছুদিন ধরেই মিমির প্রেমে পড়ার খবরে সরগরম টলিপাড়া।এর আগে সমাজ মাধ্যমে সমুদ্র কিনারের ছবি পোস্ট করেও নায়িকা সবাইকে চমকে দিয়েছিলেন। তখন থেকেই গুঞ্জন আরো জোরালো হয়েছে।

বলা হচ্ছে, অভিনেত্রীর জীবনেও নাকি এসেছে নতুন কোনও মানুষ। জল্পনা কল্পনায় যতদূর জানা গেছে, তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। যদিও এ বিষয়ে এখনও নিরবতা পালন করছেন মিমি চক্রবর্তী। তবে সরস্বতী পুজার সকালে এই ছবি ও ক্যাপশন অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছে।

ডেস্ক রিপোর্টার

217
anonymous

সর্বাধিক পঠিত

Loading...