
বহুদিন পর প্রেমিকা ‘মধু’র সঙ্গে দেবের পুনর্মিলন
টলিউডের জনপ্রিয় জুটি দেব-কোয়েল দীর্ঘদিন একফ্রেমে ধরা দিলেন তারা।তবে সিনেমার জন্য নয়, সুরিন্দর ফিল্মসের সরস্বতী পূজায় পুরনো প্রেমিকা মধুর সঙ্গে লেন্সবন্দি হলেন নায়ক।
গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) ছিল ওপার বাংলার স্বরস্বতী পূজা। সকাল থেকে অন্যান্যদের মতো দেবীর আরাধনায় মেতে উঠেছিলেন টলি তারকারাও। দেব তো সকাল থেকেই কর্মব্যস্ত। শুরুতেই রঘু ডাকাতের প্রচার সেরেই তিনি পৌঁছে গিয়েছিলেন পুরোনো বন্ধু তথা খাদানের সহ-প্রযোজক নিসপাল সিং রানার অফিসে। সুরিন্দর ফিল্মসের স্বরস্বতী আরাধনায় পাশাপাশি দেখা গেল দেব-কোয়েলকে। সমাজমাধ্যমে ভাইরাল সেসব ছবি।
গত ডিসেম্বরে দ্বিতীয়বার মা হয়েছেন কোয়েল। মায়ের দায়িত্ব সামলানোর পাশাপাশি এদিন নিসপাল ঘরণী হওয়ার দায়িত্ব সামলাতেও দেখা গেল কোয়েলকে। স্বরস্বতী পূজা উপলক্ষ্যে সুরিন্দর ফিল্মসের অফিসে হাজির পরিবারের লক্ষ্মী। এদিন হলুদ শাড়িতে ঝলমল করলেন কোয়েল মল্লিক।
স্বরস্বতী পূজার এই আয়োজনেই হলো বহু কাঙ্খিত পুনর্মিলন। দেবের পাশে হাসিমুখে পোজ দিলেন কোয়েল। এমনিতে খাদানের সুবাদে চর্চায় ‘ও মধু’ গান। দেবের পাশে তার পুরনো প্রেমিকা মধুকে দেখে এদিন নস্টালজিক ভক্তরা। জিৎ-কোয়েল না দেব-কোয়েল? কোন জুটি বেশি জনপ্রিয় তা নিয়ে তর্ক চলতেই পারে। তবে দেবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর একজন কোয়েল।
এদিন কোয়েলের সঙ্গে রং মিলিয়ে নিসপালও হলুদ পাঞ্জাবি পরেছিলেন। দেব অবশ্য ক্যাজুয়াল লুকেই কাটালেন সরস্বতী পুজো। "খাদান"-এর পর "রঘু ডাকাত" নিয়ে উত্তেজিত নায়ক।
আরও পড়ুনঃ- বাপ্পারাজের বিরহের দিন শেষে এবার অ্যাকশন শুরু
পূজাতে দেব, নিসপালের সাথে রঞ্জিত মল্লিককেও দেখা গিয়েছে। রঞ্জিত মল্লিকের বয়স শুনে এদিন হতবাক দেব। ৮০ বছর বয়সেও অভিনেতা যে ফিটনেস ধরে রেখেছেন তা চমকে দিল দেবকে।
এছাড়া সুরিন্দরের অফিসের পূজার পাশাপাশি এদিন বাপের বাড়ির অর্থাৎ ভবানীপুরের মল্লিক বাড়ির পূজাতেও দেখা গিয়েছে কোয়েলকে। সেখানে মায়ের সঙ্গী কবীর। কবিরও হলুদ পাঞ্জাবিতে সেজেছিল । যদিও ছবিতে দেখা যায়নি কোয়েল কন্যাকে।
ছেলের জন্মের সঙ্গে সঙ্গেই কবিরের ছবি ও নাম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। মেয়ের ক্ষেত্রে সে পথে হাঁটেননি। তবে মেয়ে নাকি অবিকল কোয়েলের মতোই দেখতে, সে কথা জানিয়েছেন অভিনেত্রী। বোনকে পুচকি বলে ডাকে কবীর। পুচকির মুখ দেখতে আপতত অপেক্ষা করতে হবে কোয়েল-ভক্তদের।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...