
‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ টলিপাড়ার দুই সুপারস্টার প্রসেনজিৎ-জিৎ
টলিউডের দুই জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ ও জিৎ এবার একসঙ্গে পর্দায় জুটি বেঁধে আসছেন। সেই হিন্দি ওয়েব সিরিজের টিজার প্রকাশ হতেই তোলপাড় সৃষ্টি হয়েছে দর্শকদের মাঝে।
বহুদিন ধরেই টলিউডের দুই প্রজন্মের এই দুই তারকাকে একসাথে দেখতে মুখিয়ে ছিলেন দর্শকরা।নীরাজ পাণ্ডে এই ওয়েবসিরিজের ঘোষণা দিতেই প্রতীক্ষায় তারা। অবশেষে সামনে এল ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজার। এই ওয়েব সিরিজের হাত ধরে প্রথমবারের মতই একসঙ্গে পর্দায় আসছেন টলিপাড়ার দুই প্রজন্মের দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ।তাই ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ নিয়ে শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। এবার সিরিজের কিছু ঝলক সামনে আসতেই তাদের উচ্ছ্বাস সীমাহীন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) নেটফ্লিক্সের ইভেন্ট থেকে টিজার প্রকাশ করে ওয়েব সিরিজের ঘোষণা করেন প্রসেনজিৎ ও জিৎ। এদিন অনুষ্ঠানে সবুজ ব্লেজার আর বেইজ রঙের ট্রাউজারে পাওয়া গেল প্রসেজিৎকে। আর জিতের পরনে ছিল লেদার জ্যাকেট ও বিস্কিট রঙের প্যান্ট। প্রসেনজিৎ ওয়েবসিরিজ প্রসঙ্গে বলেন,‘বাঙালি দর্শকদের জন্য বড় ঘোষণা। আমি গত ৪০ বছর ধরে বাংলা সিনেমার জন্য কাজ করছি। জিৎ ২২ বছরের বেশি সময় ধরে কাজ করছে। কিন্তু আমরা সেভাবে কোনো সিনেমা করিনি। অবশেষে আমরা আসছি একসঙ্গে, নেটফ্লিক্সে খাকি নিয়ে।’
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে নীরজ পাণ্ডে নিবেদিত এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন দেবব্রত মণ্ডল ও তুষারকান্তি রায়। টিজার দেখেই স্পষ্টরূপে বোঝা যাচ্ছে কলকাতার রাজনীতি, আর গ্যাংস্টার রাজত্বের কথা উঠে আসবে এই ওয়েব সিরিজে। রুদ্ধশ্বাস এই সিরিজে এক আইপিএস অফিসারের চরিত্রে দেখা যাবে জিৎকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকছেন রাজনৈতিক নেতার ভূমিকায়। রাজনৈতিক নেত্রীর ভূমিকায় দেখা যাবে বলিউডের চিত্রাঙ্গদা সিংকে। পরমব্রত চট্টোপাধ্যায়ও অভিনয় করবেন পুলিশের চরিত্রে। আর গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।
আরও পড়ুনঃ- অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তান
'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার' টিজার জুড়ে একটা উত্তেজনার আমেজ পাওয়া গেছে।শুরুতে বন্দুক, কার্তুজের ঝলক। পুলিশ, রাজনীতি ও খুনের কোলাজে জমজমাট দৃশ্যগুলি নিঃসন্দেহে দর্শকের কৌতূহল ও আগ্রহ বৃদ্ধির জন্য যথেষ্ট। আর পুরো টিজারে ব্যাকগ্রাউন্ডে বেজে চলল, কৈলাস খেরের, ‘এক অউর রং ভি দেখিয়ে এই বাঙ্গাল কা…’ গানটি।
এই সিরিজের কাস্টিং নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল তুঙ্গে। প্রসেনজিৎ-জিৎ ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়কে একসঙ্গে দেখতে পাওয়াটা দর্শকদের জন্য এক বিরাট ‘ট্রিট’ হতে চলেছে।এছাড়া এই সিরিজে আরো অভিনয় করেছেন
ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খান,মিমো চক্রবর্তী, আকাঙ্খা সিং, পূজা চোপড়া প্রমুখ।
প্রসঙ্গত, ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’। করণ ট্যাকার, অবিনাশ তিওয়ারি, অভিমন্যু সিংয়ের মতো পরিচিত অভিনেতারা ছিলেন সেখানে। এরপর থেকেই নাকি ‘খাকি: বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রস্তুতি শুরু করে দেন নীরজ। অবশেষে মুক্তি পেল এর টিজার। তবে কবে থেকে স্ট্রিমিং হবে সেই ঘোষণা এখনও দেয়নি নেটফ্লিক্স বা নির্মাণ সংশ্লিষ্টরা।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...