
টলিউড সিনেমা ‘বিবি পায়রা’তে জুটি বেঁধে আসছেন স্বস্তিকা-পাওলি
টলিউড সিনেমার দুই মেধাবী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও পাওলি দাম। এবার অর্জুন দত্ত পরিচালিত পরবর্তী সিনেমা ‘বিবি পায়রা’তে এই দুই অভিনেত্রী স্ক্রিন শেয়ার করবেন।
সিনেপ্রেমীদের আকর্ষণীয় ও মানসম্মত কাজ উপহার দিতে অভিনেতা কিংবা অভিনেত্রীরা একই সিনেমায় দুটি সমাম গুরুত্বপূর্ণ চরিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করে থাকেন। এবার পাওলি- স্বস্তিকা সেটাই করতে যাচ্ছেন।
সামাজিকভাবে পিছিয়ে পড়া দুজন মহিলা যাদের জীবন চলেছে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে - সেই দুজনের জীবনকাহিনী নিয়ে আবর্তিত হয়েছে ‘বিবি পায়রা’ সিনেমার গল্প। তারা তাদের জীবন যুদ্ধে সফল হতে পারবে কিনা সেটাই বলে দিবে সিনেমার শেষভাগ।
নিজের নতুন সিনেমা প্রসঙ্গে পরিচালক অর্জুন দত্ত'র ভাষ্য, ‘এরকম বিষয় নিয়ে বাংলা ছবি হয়নি। আমি ভীষণ এক্সাইটেড কাস্টিং নিয়ে। স্বস্তিকার সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। পাওলির সঙ্গে ছোট একটা হিন্দি কাজ করেছি কিন্তু এখনও সেটা আসেনি। দু’জনকে একসঙ্গে পেয়ে আমি খুব খুশি।’
আরও পড়ুনঃ- ফিল্ম স্কুল চালু করতে যাচ্ছেন দেশের খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা
স্বস্তিকা ‘বিবি পায়রা’ সিনেমা সম্পর্কে বলেন, ‘গুলদস্তা’, ‘শ্রীমতী’র পর অর্জুনের সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। হ্যাটট্রিকের জন্য এর চেয়ে ভালো চরিত্র আর হত না। দারুণ সব অভিনেতাদের সঙ্গে কাজ করব, সেটা বাড়তি পাওনা। সারাজীবন আমাদের হাসতে শেখানো হয়, স্ট্রাগলের মধ্যেও, সত্যিই কি আমরা তাই পারি? এই ছবিতে তেমন একটা জার্নি থাকবে।’
অন্যদিকে পাওলি তার চরিত্রের বিষয়ে বলেছেন, ‘স্ক্রিপ্ট পড়েই বুঝেছি এই রোলটা করতে চাই। এইরকম চরিত্র সচরাচর লেখা হয় না। অর্জুনের সঙ্গে এমন ছবিতে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। প্রযোজককে ধন্যবাদ এমন নারীকেন্দ্রিক স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে এগিয়ে আসার জন্য।’
সিচুয়েশনাল কমেডি ঘরানার সিনেমা ‘বিবি পায়রা'র স কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন অর্জুন দত্ত ও আশীর্বাদ মৈত্র । এই সিনেমায় স্বস্তিকার বিপরীতে অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী। এছাড়া পাওলি দাম ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে সুব্রত দত্ত, অনিন্দ্য সেনগুপ্ত, অঙ্কিতা মাঝি, ভবানী মুখার্জি ও লোকনাথ দে।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...