
মধুমিতার দ্বিতীয় বিয়ে ও তার প্রাক্তন স্বামী সৌরভের শুভকামনা
প্রকৃতিতে যেমন বসন্তের আনাগোনা, চারিদিকে ভালোবাসার সুর তেমনি মধুমিতার জীবনেও প্রেমময় রঙ্গিন দিনের সম্ভার। আর সেই সমাহারে সেজে উঠতে যাচ্ছে জীবনের নব অধ্যায়।
কলকাতার শোবিজ দুনিয়ার জনপ্রিয় নাম মধুমিতা সরকার। ১৯৯৪ সালের ২৬ অক্টোবর কলকাতায় জন্ম অভিনেত্রী মধুমিতা সরকারের। পরিবারের সকলের কাছে "মধু" নামেই স্বীকৃত এই অভিনেত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে সম্মানসহ স্নাতক ডিগ্রী নিয়ে শিক্ষাজীবন শেষ করেছেন।
এরপর থেকে মডেলিং ও টেলিদুনিয়া দিয়ে ক্যারিয়ারের শুরু এই তারকার।২০১১ সালে ভারতীয় সিরিয়াল ‘সবিনয় নিবেদন’ অভিনয় করে শোবিজে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সেই শুরু, তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
একে একে ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’, ‘কুসুম দোলা’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।‘বোঝে না সে বোঝে না’ নাটকে তার অভিনীত ‘পাখি’ চরিত্রটি আজও সমানভাবে জনপ্রিয়। এই নাটকটি তাকে দর্শকের মাঝে বিপুল জনপ্রিয় করে তোলে।
জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’-এর পাখিখ্যাত এ অভিনেত্রী নিজ অভিনয় গুণে ও দক্ষতায় এরপর ছোট পর্দা থেকে টলিউডেও নিজের অবস্থান তৈরী করেছেন। সিরিয়াল থেকে সরে এসে মধুমিতা বর্তমানে বাংলা ওয়েব সিরিজ ছবিতেও কাজ করেছেন। এমনকি নাম লিখিয়েছেন বলিউডেও।
২০২০ সালে প্রতীম ডি. গুপ্তার "লাভ আজকাল পরশু" সিনেমায় তিস্তা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দার এই অভিনেত্রীর টলিউড অভিষেক হয় এবং একই বছর মৈনাক ভৌমিকের "চিনি" সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়। এরপর একে একে ২০২১ সালে "ট্যাংরা ব্লুজ", ২০২২ সালে সুদীপ দাসের "কুলের আচার" , ২০২৩ সালে "চিনি ২" ও ২০২৪ সালে মধুমিতার "সূর্য্য'' সিনেমা মুক্তি পেয়েছে। সর্বশেষ এই অভিনেত্রীকে ২০২৫ সালে দেবরাজ সিনহা পরিচালিত সিনেমা "ফেলুবক্সী" তে সোহম চক্রবর্তীর বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।
কর্মজীবনে সফল এই অভিনেত্রী কিছুদিন আগেও ব্যক্তিজীবনের অসফলতায় বিমর্ষ ছিলেন। আর এই অসফলতার পিছনে লুকিয়ে আছে অভিনেত্রীর অল্প বয়সে আবেগতাড়িত হয়ে নেয়া এক সিদ্ধান্ত।নিজের ক্যারিয়ার গঠনে অনেকটা পিছিয়ে পড়ার পেছনে তিনি সেই ভুল সিদ্ধান্তকে দায়ী করেন।
ক্যারিয়ারের শুরুতেই প্রেমের সৌরভে বিমোহিত হয়েছিলেন মধুমিতা। এরপর কৈশোর অর্থাৎ আঠারো বছর পেরোতে না পেরোতেই বিয়ের পিঁড়িতে বসেন নায়িকা। জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’ চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সেরে নিয়েছিলেন অভিনেত্রী।
২০১৫ সালে সৌরভ - মধুমিতা দু'জনে মিলে সাজিয়েছিলেন তাদের প্রেমের সংসার। কিন্তু পাঁচ বছরের দাম্পত্যে হঠাৎই ছন্দপতন এবং ২০১৯-এর শেষের দিকেই সামনে আসে এই জুটির বিচ্ছেদের খবর। ছাদ আলাদা হয়ে গেলেও ২০২৩ সাল পর্যন্ত খাতায়-কলমে স্বামী-স্ত্রী ছিলেন এই অভিনেতা- অভিনেত্রী।
তবুও গত পাঁচ বছরে তিনি টলিপাড়ার অন্যতম ‘সিঙ্গল’ অভিনেত্রী। ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেও নতুন করে কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি অভিনেত্রী সম্পর্কে। ডিভোর্সের পর বোহেমিয়ান হয়ে ঘুরে বেড়ানোর প্ল্যান করলেও আচমকা দেবমাল্যর এন্ট্রি বদলে দিয়েছে জীবন।
গত বছর দুর্গা পূজার শুভলগ্নে মধুমিতা অতীত ভুলে নিজের জীবনের নতুন সূচনাকে স্বাগত জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সপ্তমীর মধ্যরাতে মধুমিতার হাতের উপর রাখা আর একটি হাতের ছবি প্রকাশ করে নতুন সম্পর্কের সীলমোহর দিয়ে বলেছিলেন, ‘হ্যাঁ প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’’ তবে সেই থেকেই ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গী করে নতুন করে সংসার সাজানোর স্বপ্ন দেখছেন তিনি।
আরও পড়ুনঃ- 'সনম তেরি কসম'র পুনঃমুক্তিতে দর্শকের উন্মাদনার জোয়ারে ভাসলো বক্সঅফিস
ছোটপর্দার পাখি কিংবা বড়পর্দার চিনির জীবনে এখন বসন্তের ছোঁয়া। বসন্তের বর্ণিল প্রকৃতির মতো অভিনেত্রী মধুমিতা সরকারের জীবনে লেগেছে ভালোবাসার রং। আর ভালোবাসার এই মৌসুমেই নায়িকা নিজের জীবনের নতুন অধ্যায় শুরুর সিদ্ধান্ত নিলেন এবং চলতি বছর দেবমাল্যর গলায় বরমালা দেবার সুখবর সকলের সাথে এই প্রেমের মাসেই ভাগাভাগি করে নিলেন।
মধুমিতার এই মধুর সিদ্ধান্তে মনখুলে শুভকামনা জানিয়েছেন তার প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তী। প্রাক্তন স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, ‘আমার সাধুবাদ রইল। সেই সঙ্গে নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাই। ভালো থাকুক।’সেইসাথে নিজের জীবনেও যে নতুন বসন্ত আগমনের অপেক্ষায় আছেন সেকথাও জানান অভিনেতা।
এদিকে, আগামী ডিসেম্বরে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসার আগে প্রেমিক - প্রেমিকা হিসেবে প্রথম ও শেষ ভ্যালেন্টাইন ডে পালন করতে যাচ্ছেন মধুমিতা -দেবমাল্য প্রেমিক যুগল। যদিও অভিনেত্রী নাকি তাদের সম্পর্ক শুরুর পর থেকে প্রতিটি দিন এতো ভালোবাসায় ভরিয়ে রেখেছেন যে প্রেমিকের কাছে প্রতিটি দিন ভালোবাসা দিবস বলে মনে হয়। তবুও বিশেষ দিনটি বিশেষ করেই পালনের ইচ্ছা রয়েছে নায়িকা ও তার প্রেমিকের এবং সেই ভালোবাসার আবহেই তারা বছর শেষে শুরু করবেন তাদের জীবনের সুন্দরতম অধ্যায়।
ডেস্ক রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...